বস্টন বিশ্ববিদ্যালয়
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বস্টন বিশ্ববিদ্যালয় (ইংরেজি: Boston University) যেটি সাধারনভাবে এর সংক্ষিপ্ত রূপ BU হিসেবেও পরিচিত, মাসাচুসেটস এর বস্টনে অবস্থিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এটি একটি নন সেক্রেটারিয়ান বিশ্ববিদ্যালয় তবে এটি ঐতিহাসিকভাবে ইউনাইটেড মেথডিস্ট চার্চের অন্তর্ভুক্ত। এটির ফ্যাকাল্টি সদস্য প্রায় ৪,০০০ এবং শিক্ষার্থী সংখ্যা প্রায় ২৯,০০০ যেটি বস্টনের সর্বোচ্চ লোকবল বিশিষ্ট প্রতিষ্ঠান। এটি ১৮টি স্কুল ও কলেজের মাধ্যমে দুটি শহুরে ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এবং স্নাতক, স্নাতকোত্তর ডক্টরাল এবং ডেন্টাল ডিগ্রী প্রদান করে থাকে। এটি ২০টি দেশের ৩৩টি শহরে ৭৫টি উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে এবং আমেরিকাসহ প্রায় ১০টি দেশে ইন্টার্নশিপের সুবিধা প্রদান করে থাকে।
লাতিন: Universitas Bostoniensis | |
নীতিবাক্য | Learning, Virtue, Piety[১] |
---|---|
ধরন | বেসরকারি |
স্থাপিত | 1839[২] |
অধিভুক্তি | Nonsectarian, founded by Methodists[৩] |
বৃত্তিদান | US$ 1.4 billion (2013)[৪] |
সভাপতি | Robert A. Brown |
প্রাধ্যক্ষ | Jean Morrison |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | 3,873[৫] |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | 9,974 (including faculty) |
শিক্ষার্থী | 33,747 |
স্নাতক | 16,545 |
স্নাতকোত্তর | 14,132 |
অবস্থান | বস্টন , , যু্ক্তরাষ্ট্র |
শিক্ষাঙ্গন | Urban 135 acres (54 ha) (Charles River Campus) 80 acres (32.4 ha) (Medical campus) |
পোশাকের রঙ | scarlet and white[৬] [৭] |
ক্রীড়াবিষয়ক | NCAA Division I |
সংক্ষিপ্ত নাম | Terriers |
অধিভুক্তি | মার্কিন বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশন |
মাসকট | Rhett the Boston Terrier |
ওয়েবসাইট | bu.edu |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.