Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বসুজ্যেষ্ঠ (সংস্কৃত: बसुज्येष्ठ) বা সুজ্যেষ্ঠ (সংস্কৃত: सुज्येष्ठ; মৎস্য পুরাণ অনুসারে) (রাজত্বকাল ১৩১-১২৪ খ্রিস্টপূর্বাব্দ) শুঙ্গ রাজবংশের তৃতীয় সম্রাট ছিলেন।
বসুজ্যেষ্ঠ | |
---|---|
'শুঙ্গ সম্রাট' | |
রাজত্ব | খ্রিস্টপূর্ব ১৪১- খ্রিস্টপূর্ব ১৩১ |
পূর্বসূরি | অগ্নিমিত্র[1] |
উত্তরসূরি | বসুমিত্র |
পিতা | অগ্নিমিত্র[1] |
বসুজ্যেষ্ঠ ১৩১ খ্রিস্টপূর্বাব্দে পিতা অগ্নিমিত্রের স্থলে সিংহাসন লাভ করেন।[1] বসুজ্যেষ্ঠের রাজত্বকাল সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। মহাকবি কালিদাস তার মালবিকাগ্নিমিত্রম কাব্যে বসুজ্যেষ্ঠ সম্বন্ধে উল্লেখ করেছেন। সিন্ধু নদের তিনি ইন্দো-গ্রীক সাম্রাজ্যের সেনাবাহিনীকে যুদ্ধে পরাজিত করেন। তিনি পিতামহ পুষ্যমিত্র শুঙ্গের মত অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.