Loading AI tools
মধ্য প্রদেশের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বড়ওয়ানি জেলা হল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি জেলা। জেলার প্রশাসনিক সদর দফতর বারওয়ানি শহরে। জেলাটি ইন্দোরের বিভাগের অন্তর্গত। ২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে রামবান জেলা মোট জনসংখ্যা ছিল ১,৩৮৫,৮৮১ জন এবং আয়তনে ৫,৪২৭ বর্গ কিলোমিটার। এই জেলাটি মধ্য প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত;নারমাদা নদী এই জেলার দক্ষিণাঞ্চল বেষ্টন করেছে। সাতপুরা এলাকা এই জেলার দক্ষিণে অবস্থিত। এই জেলার দক্ষিণে মহারাষ্ট্র, পশ্চিমে গুজরাত, উত্তরে ধার জেলা, পূর্বে খারগোন জেলা।।
বড়ওয়ানি জেলা | |
---|---|
মধ্যপ্রদেশের জেলা | |
মধ্যপ্রদেশে বারওয়ানি জেলার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | মধ্যপ্রদেশ |
বিভাগ | বড়ওয়ানি |
প্রতিষ্ঠিত | ২৫ মে ১৯৯৮ |
সদর দপ্তর | বড়ওয়ানি |
তহশিল | |
সরকার | |
আয়তন | |
• মোট | ৫,৪২৭ বর্গকিমি (২,০৯৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৩,৮৫,৮৮১ |
• জনঘনত্ব | ২৬০/বর্গকিমি (৬৬০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ১৪.৭২% |
জনসংখ্যার উপাত্ত | |
• সাক্ষরতা | ৪৯.০৮% |
• যৌন অনুপাত | ৯৮২ |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
ওয়েবসাইট | http://barwani.nic.in/ |
১৯৪৮ খ্রিস্টাব্দে ভারতের সাথে দেশীয় রাজ্য বারওয়ানি রাজ্যের সংযোগ হওয়ার পরে, এটি মধ্য ভারত রাজ্যের খরগাঁও জেলার একটি অংশে হিসেবে চিহ্নিত হয়েছিল। ২৫ মে ১৯৯৮-এ বারওয়ানি জেলাটি নির্মিত হয় যখন খরগাঁও জেলার (পশ্চিম নিমার জেলা) থেকে বিচ্ছিন্ন করা হয়।
২০০৬ সালে ভারত সরকারের পঞ্চয়েত রাজ মন্ত্রণালয় বড়ওয়ানিকে দেশের ২৫০ টি পিছিয়ে পড়া জেলার (মোট ৬৪০ টির মধ্যে) এই জেলাটিকে চিহ্নিত করেছে।[1] এটি মধ্য প্রদেশের ২৪ টি জেলার মধ্যে একটি যা বর্তমানে ব্যাকওয়ার্ড রিজিন্স গ্রান্ট ফান্ড প্রোগ্র্যামের তহবিলের কর্মসূচির (বিআরজিএফ) তহবিল থেকে অনুদান পেয়ে থাকে।[1]
জেলাটি দুটি উপ-বিভাগে বিভক্ত দুটি স্থান, বারওয়ানি এবং সেন্দওয়া, যা আরও নয়টি তহশিলে বিভক্ত, বারওয়ানি, সেন্ধওয়া, পানসেমাল, ওয়ারলা (ভারলা)[2] নিওয়ালী,[3][4] থিকরি, পাটি, আনজাদ ও রাজপুরে বিভক্ত এবং সাতটি উন্নয়নমূলক ব্লক, বারওয়ানি, পটি, সেন্দওয়া, পানসেমাল, নিওয়ালি, থিকারি এবং রাজপুর। এই জেলার চারটি বিধানসভা কেন্দ্র হল পানসেমাল [পানসেমাল তহশিল + নিওয়ালি তহশিল], বারওয়ানি [বারওয়ানি + পাটি], সেন্দওয়া [সেন্দওয়া তহসিল] এবং রাজপুর [রাজপুর + আনজাদ + থিকারী + বালসামুদ]। বারওয়ানি, সেন্দওয়া, পানসেমাল ও রাজপুর বিধানসভা কেন্দ্রগুলি খরগাঁও লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
জেলাটিতে মোট ৪১৭ টি পঞ্চায়েত এবং ৭১৫ টি গ্রাম, ৬৪৯ টি আয়কর কেন্দ্র এবং ৬৯ টি জঙ্গল রয়েছে। এই গ্রামগুলির মধ্যে ৫৬০ জনবহুল এবং ১৬ টি জনবসতিহীন। এই জেলার দুটি পৌরসভা হল বারওয়ানি এবং সেন্দওয়া।
সেন্ধা তহশিল তুলা পরিষ্কার শিল্পের অন্যতম কেন্দ্র। অন্যান্য উল্লেখযোগ্য জায়গাসমূহ হলো:
বছর | জন. | ব.প্র. ±% |
---|---|---|
১৯০১ | ১,৪৩,৬২৭ | — |
১৯১১ | ১,৯৬,০৯৮ | +৩.১৬% |
১৯২১ | ২,১৫,৮৫৩ | +০.৯৬% |
১৯৩১ | ২,৫৫,১৫৭ | +১.৬৯% |
১৯৪১ | ২,৯৩,৫৪১ | +১.৪১% |
১৯৫১ | ৩,২৬,৯৯০ | +১.০৮% |
১৯৬১ | ৪,০৭,৩২৫ | +২.২২% |
১৯৭১ | ৫,১৭,৪৬৮ | +২.৪২% |
১৯৮১ | ৬,৬১,২০৮ | +২.৪৮% |
১৯৯১ | ৮,৩৫,৬২৫ | +২.৩৭% |
২০০১ | ১০,৮৬,৩৬৬ | +২.৬৬% |
২০১১ | ১৩,৮৫,৮৮১ | +২.৪৬% |
উৎস:[6] |
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বড়ওয়ানি জেলার জনসংখ্যা ১৩,৮৫,৮৮১[7] যা ইসোয়াতিনি[8] বা হাওয়াইর জনসংখ্যার সমান।[9] এটি জনসংখ্যার দিক দিয়ে ভারতের (৬৪০ টি জেলার মধ্যে) ৩৫৪তম।[7] জেলাটির জনসংখ্যার ঘনত্ব ২৫৬ জন প্রতি বর্গকিলোমিটার (৬৬০ জন/বর্গমাইল)।[7] বড়ওয়ানি জেলায় প্রত্যেক ১০০০জন পুরুষের জন্য নারীর সংখ্যা ৯৮২ জন।[7] এবং শিক্ষার হার ৪৯.০৮%[7]
২০১১সালের আদমশুমারীর সময় জেলার মোট জনসংখ্যার ৫৮.৫৪% ভিলি ভাষা, ৩৫.৩৭% হিন্দি, ২.১০% খানদেশি, ১.৩১% গুজরাতি, ১.২৬% মারাঠি এবং ০.৬৩% উর্দূ ভাষায় কথা বলে।[10]
এছাড়াও মধ্য প্রদেশের প্রায় ১০,০০০ মানুষ তিনটি অপ্রচলিত ভাষায় কথা বলে।যেমন: বারেলি ভাষা: বারেলি পালা ভাষা, a ভিল ভাষা;[11] এবং প্রায় ৬৪,০০০মানুষ বারেলি রাথি ভাষায় কথা বলে।[12] প্রায় ১,১৫০,০০০ মানুষ অন্যান্য ভাষা যেমন:ভিলালি ভাষায় কথা বলে।[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.