পেরাছড়া ইউনিয়ন

খাগড়াছড়ি জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

পেরাছড়া ইউনিয়নmap

পেরাছড়া বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত খাগড়াছড়ি সদর উপজেলার একটি ইউনিয়ন

দ্রুত তথ্য পেরাছড়া, ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদ ...
পেরাছড়া
ইউনিয়ন
৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদ
Thumb
পেরাছড়া
Thumb
পেরাছড়া
বাংলাদেশে পেরাছড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৯′২১″ উত্তর ৯১°৫৮′৯″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাখাগড়াছড়ি জেলা
উপজেলাখাগড়াছড়ি সদর উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৪০০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
বন্ধ
Thumb
মানচিত্র

আয়তন- ২৪ বর্গ মাইল

জনসংখ্যার উপাত্ত

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১৩,০২৪জন। এর মধ্যে ৬,১৮৭জন বৌদ্ধ, ৫,৮৮৩জন হিন্দু, ৬৬৮জন খ্রিস্টান ও ২৮৬জন মুসলিম।[]

অবস্থান ও সীমানা

খাগড়াছড়ি সদর উপজেলার মধ্যাংশে পেরাছড়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে ভাইবোনছড়া ইউনিয়ন; পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন, বেলছড়ি ইউনিয়নমাটিরাঙ্গা ইউনিয়ন; দক্ষিণে খাগড়াছড়ি সদর ইউনিয়ন, খাগড়াছড়ি পৌরসভাগোলাবাড়ী ইউনিয়ন এবং পূর্বে খাগড়াছড়ি পৌরসভাদীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

পেরাছড়া ইউনিয়ন খাগড়াছড়ি সদর উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম খাগড়াছড়ি সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৮নং নির্বাচনী এলাকা পার্বত্য খাগড়াছড়ি এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

শিক্ষা প্রতিষ্ঠান

পেরাছড়া ইউনিয়নে ২ টি বেসরকারি উচ্চ বিদ্যালয়, ৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা

খাল ও নদী

হাট-বাজার

দর্শনীয় স্থান

খাগড়াছড়ির কৃষি গরেষনা কেন্দ্র , খাগড়াছড়ি খ্যাত মায়ুংকপাল বা হাতিমূড়া সিড়ি, আর্য্য বন বিহার, চেঙ্গী নদী হল পেরাছড়া ইউনিয়নের প্রধান দর্শনীয় স্থান।

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: তপন বিকাশ ত্রিপুরা

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.