নিকোলাস রিচার্ড ড্যানিস কম্পটন (জন্ম: ২৬ জুন ১৯৮৩) হলেন একজন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার। ডেনিস কম্পটন এর নাতি, তিনি সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব জন্য প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন এবং ইংল্যান্ডের হয়ে ৯টি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।[1] একটি ডান হাতি টপ অর্ডার ব্যাটসম্যান এবং মাঝে মধ্যে ডানহাতি স্পিন বোলার হিসেবে তিনি ২০০১ সালে মিডলসেক্স এর হয়ে "লিস্ট এ ক্রিকেট" ম্যাচের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেন এবং তিন বছর পরে তার প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে আত্মপ্রকাশ হয়। ২০১০ সালে সমারসেটের সর্ব্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং ঘরোয়া মৌসুমে অসাধারণ নৈপূণ্যর পরে তিনি নভেম্বর ২০১২ সালে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দলের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে।[1] ২০১৩ সালের এপ্রিলে উইজডেন ক্রিকেটার্স বর্ষপঞ্জীতে তাদের পাঁচ উইজডেন ক্রিকেটার্সদের এক হিসাবে কম্পটন এর নাম আসে।[2]

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
নিক কম্পটন
Thumb
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
নিকোলাস রিচার্ড ড্যানিস কম্পটন
জন্ম (1983-06-26) ২৬ জুন ১৯৮৩ (বয়স ৪১)
ডারবান, নাটাল প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ডাকনামকম্পো[1]
উচ্চতা ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনডান-হাতি অফ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কড্যানিশ কম্পটন (পিতামহ)
লেসলি কম্পটন (চাচা)
রিচার্ড কম্পটন (পিতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৬৫৪)
১৫ নভেম্বর ২০১২ বনাম ভারত
শেষ টেস্ট২৪ মে ২০১৩ বনাম নিউজিল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০১–২০০৯মিডলসেক্স
২০০৭এমএমসি
২০১০–সমারসেট (জার্সি নং ৩)
২০১০মাসোনাল্যান্ড ঈগল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি লিস্ট এ টি২০
ম্যাচ সংখ্যা ১২২ ১০১ ৭২
রানের সংখ্যা ৪৭৯ ৮,১২৯ ২,৮০২ ১,০৫৫
ব্যাটিং গড় ৩১.৯৩ ৪৩.৯৪ ৩৮.৯১ ১৯.৫৩
১০০/৫০ ২/১ ২০/৩৯ ৬/১৭ ০/৫
সর্বোচ্চ রান ১১৭ ২৫৪* ১৩১ ৭৪
বল করেছে ১৬৪ ৬১
উইকেট
বোলিং গড় ৭১.৬৬ ৫৩.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ১/১ ১/০
ক্যাচ/স্ট্যাম্পিং ৪/– ৬১/– ৪২/– ২৮/–
উৎস: CricketArchive, 27 September 2013
বন্ধ

প্রারম্ভিক বছর এবং ব্যক্তিগত জীবন

কম্পটন ডারবান, নাটাল প্রদেশ, দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন এবং সেখানে বেড়ে উঠেন। সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার রিচার্ড কম্পটন এর পুত্র হিসেবে পরিচিতি লাভ করেন এবং জিম্বাবুয়ান মাতা গ্লাউনিস জনসংযোগ ও সাংবাদিকতার হিসেবে ভূমিকা ছিল।[2]

খেলোয়াড়ী জীবন

কম্পনের ২০১২ সালের ১৫ নভেম্বর ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ ক্রিকেটে অভিষেক হয়।

কৃতিত্ব

টেস্ট শতকসমূহ

আরও তথ্য সংখ্যা, স্কোর ...
সংখ্যা স্কোর প্রতিপক্ষ অবস্থান ইনিংস টেস্ট মাঠ দেশ/বিদেশ তারিখ ফলাফল
১১৭ নিউজিল্যান্ড ১/৩ইউনিভার্সিটি ওভালবিদেশ ৬ মার্চ ২০১৩ ড্র[3]
১০০ নিউজিল্যান্ড ২/৩বেসিন রিজার্ভ, ওয়েলিংটনবিদেশ ১৪ মার্চ ২০১৩ ড্র[4]
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.