Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নামিবিয়া জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল হল অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে নামিবিয়ার প্রতিনিধিত্বকারী দল। দলটি সাতবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে, যা অন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সহযোগী সদস্য পাপুয়া নিউ গিনির সমান। নামিবিয়ার সবচেয়ে বড় সাফল্য মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০০৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ, সেখানে তারা ১৬টি দলের মধ্যে ১১তম স্থান অর্জন করেছিল। নামিবিয়া আইসিসি আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চারবার চ্যাম্পিয়ন হয়েছে।
২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য নির্বাচিত দল:
খেলোয়াড় | জন্ম তারিখ | ব্যাট | বোলিং শৈলী |
---|---|---|---|
জেন গ্রীন (অ, উই) | ১১ অক্টোবর ১৯৯৬ (বয়স ১৯) | বাম-হাতি | — |
কার্ল ব্রিটস | ২২ জুলাই ১৯৯৮ (বয়স ১৭) | ডান-হাতি | ডান-হাতি অফ স্পিন |
পিটার বার্গার | ৩ নভেম্বর ১৯৯৯ (বয়স ১৬) | ডান-হাতি | ডান-হাতি লেগ স্পিন |
ফ্রিটজ কুটজি | ৪ জুন ১৯৯৭ (বয়স ১৮) | ডান-হাতি | বাম-হাতি ফাস্ট-মিডিয়াম |
নিকো ডেভিন | ১৯ ডিসেম্বর ১৯৯৭ (বয়স ১৮) | ডান-হাতি | ডান-হাতি লেগ স্পিন |
মোত্জারিতজে হোঙ্গা | ৮ এপ্রিল ১৯৯৭ (বয়স ১৮) | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম |
বার্টন জ্যাকবস | ১৭ এপ্রিল ১৯৯৭ (বয়স ১৮) | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম |
জুরগেন লিন্ডে | ১১ ফেব্রুয়ারি ১৯৯৯ (বয়স ১৬) | বাম-হাতি | বাম-হাতি মিডিয়াম |
এসজে লফটি-ইটন | ১১ অক্টোবর ১৯৯৬ (বয়স ১৯) | ডান-হাতি | ডান-হাতি ফাস্ট-মিডিয়াম |
লো-হান্ড্রে লোরেন্স (উই) | ২৪ এপ্রিল ১৯৯৯ (বয়স ১৬) | ডান-হাতি | — |
ক্রিচেন অলিভিয়ার | ১৩ মার্চ ১৯৯৮ (বয়স ১৭) | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম-ফাস্ট |
ফ্রানকোইস রাউতেনবাচ | ১৭ অক্টোবর ১৯৯৭ (বয়স ১৮) | ডান-হাতি | ডান-হাতি অফ স্পিন |
মাইকেল ফন লিঙ্গেন | ২৪ অক্টোবর ১৯৯৭ (বয়স ১৮) | বাম-হাতি | — |
ইবেন ফন উইক | ১৯ মার্চ ১৯৯৯ (বয়স ১৬) | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম |
ওয়ারেন ফন উইক | ২০ নভেম্বর ১৯৯৭ (বয়স ১৮) | বাম-হাতি | ডান-হাতি মিডিয়াম-ফাস্ট |
বছর | মাঠ | রাউন্ড |
---|---|---|
১৯৮৮ | অস্ট্রেলিয়া | |
১৯৯৮ | দক্ষিণ আফ্রিকা | |
২০০০ | শ্রীলঙ্কা | |
২০০২ | নিউজিল্যান্ড | |
২০০৪ | বাংলাদেশ | |
২০০৬ | শ্রীলঙ্কা | |
২০০৮ | মালয়েশিয়া | |
২০১০ | নিউজিল্যান্ড | |
২০১২ | অস্ট্রেলিয়া | |
২০১৪ | সংযুক্ত আরব আমিরাত | |
২০১৬ | বাংলাদেশ | ৭ম স্থান |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.