দৌলতপুর থানা, খুলনা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দৌলতপুর থানা হলো বাংলাদেশের খুলনা বিভাগ এর মধ্যে অবস্থিত খুলনা জেলার একটি থানা।
দৌলতপুর | |
---|---|
থানা | |
স্থানাঙ্ক: ২২°৫৩.৩′ উত্তর ৮৯°৩১′ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
আয়তন | |
• মোট | ৭.৬৯ বর্গকিমি (২.৯৭ বর্গমাইল) |
জনসংখ্যা (১৯৯১) | |
• মোট | ৮১,১৮৬ |
• জনঘনত্ব | ১০,৫৫৭/বর্গকিমি (২৭,৩৪০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
দৌলতপুর ২২.৮৮৭৫° উত্তর ৮৯.৫১৬৭° পূর্ব অবস্থিত। এখানে পরিবার এর ১৭০৯৭ টি ইউনিট এবং মোট এলাকা ৭.৬৯ কিমি রয়েছে।
১৯৯১ সালের বাংলাদেশ আদমশুমারি এর হিসাব অনুযায়ী দৌলতপুরে ৮১১৮৬ জনসংখ্যা রয়েছে। জনসংখ্যার গঠন অনুসারে পুরুষদের ৫৫% এবং নারী ৪৫% রয়েছে। এই উপজেলার আঠারো বছর বয়সের উপর পর্যন্ত জনসংখ্যা ৪৫৬৯১। দৌলতপুরের গড় গড় শিক্ষার হর ৬০.৪% এর উপরে (৭+ বছর বয়স পর্যন্ত) এবং জাতীয় গড় হার অনুসারে শিক্ষিতে হার ৩২.৪%।[1]
দৌলতপুরে মোট ২টি ইউনিয়ন/ওয়ার্ড, ৩৭টি মৌজা/মহল্লা এবং ০টি গ্রাম রয়েছে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.