Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দৃগ্-দৃশ্য-বিবেক হল একটি অদ্বৈত বেদান্ত ধর্মগ্রন্থ। এটি ভারতী তীর্থের (১৩৫০ খ্রিস্টাব্দ) রচনা বলে জানা যায়।
কেউ কেউ আদি শঙ্করকে এই গ্রন্থের রচয়িতা মনে করলেও[web 1] সাধারণত ভারতী তীর্থকে (১৩৫০ খ্রিস্টাব্দ) এই গ্রন্থের রচয়িতা মনে করা হয়।[1][2] এই বইটির অপর নাম বাক্যশুদ্ধ। এটি অবশ্য আদি শঙ্করেরই রচনা।[2]
দৃগ্-দৃশ্য-বিবেক গ্রন্থে ৪৬টি শ্লোক আছে। [1][3] বইটিতে দ্রষ্টা (‘দৃগ্’) ও দৃষ্টের (‘দৃশ্য’) মধ্যে দ্বৈতবোধ নিয়ে অনুসন্ধানমূলক প্রশ্ন তোলা হয়েছে।[2] সেই সঙ্গে সবিকল্প ও নির্বিকল্প সমাধির বিবরণ এবং আত্মা ও ব্রহ্মের পরিচয় দেওয়া হয়েছে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.