অজাতিবাদ

অদ্বৈত বেদান্তের দার্শনিক মতবাদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

অজাতিবাদ (সংস্কৃত: अजातिवाद) হল অদ্বৈত বেদান্ত দার্শনিক গৌড়পাদের মৌলিক দার্শনিক মতবাদ।[] গৌড়পাদ অনুসারে, পরম জন্ম, পরিবর্তন ও মৃত্যুর বিষয় নয়। পরম হল অজ, অজাত চিরন্তন।[] আবির্ভাবের অভিজ্ঞতামূলক জগৎকে অবাস্তব বলে মনে করা হয় এবং একেবারেই অস্তিত্বহীন।[] আত্মা জন্ম নেয় না, কখনও মরে না; বা একবার অস্তিত্ব না থাকার পরে, এটা কখনও বন্ধ হয় না। স্বয়ং জন্মহীন, চিরন্তন, অমর ও যুগহীন। দেহ ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না। গৌড়পাদ ও মাণ্ডূক্য উপনিষদ ব্রহ্মের অনুসন্ধানে "অজাত"-এর দার্শনিক ধারণা প্রয়োগ করে।[][][] ধারণাটি অ-উৎপত্তি তত্ত্ব হিসেবে মধ্যমক বৌদ্ধধর্মেও পাওয়া যায়।[][] বৌদ্ধ ঐতিহ্য সাধারণত অনু্তপদ শব্দটি ব্যবহার করে উৎসের অনুপস্থিতির জন্য[][] বা শূন্যতা[][টীকা ১]

টীকা

  1. The term is also used in the Laṅkāvatāra Sūtra.[] According to D.T Suzuki, "anutpada" is not the opposite of "utpada", but transcends opposites. It is kenshō, seeing into the true nature of existence,[১০] the seeing that "all objects are without self-substance".[১১] Another well-known use is in Bankei's "Unborn".[১২]

তথ্যসূত্র

উৎস

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.