Remove ads
অদ্বৈত বেদান্তের দার্শনিক মতবাদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অজাতিবাদ (সংস্কৃত: अजातिवाद) হল অদ্বৈত বেদান্ত দার্শনিক গৌড়পাদের মৌলিক দার্শনিক মতবাদ।[১] গৌড়পাদ অনুসারে, পরম জন্ম, পরিবর্তন ও মৃত্যুর বিষয় নয়। পরম হল অজ, অজাত চিরন্তন।[১] আবির্ভাবের অভিজ্ঞতামূলক জগৎকে অবাস্তব বলে মনে করা হয় এবং একেবারেই অস্তিত্বহীন।[১] আত্মা জন্ম নেয় না, কখনও মরে না; বা একবার অস্তিত্ব না থাকার পরে, এটা কখনও বন্ধ হয় না। স্বয়ং জন্মহীন, চিরন্তন, অমর ও যুগহীন। দেহ ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না। গৌড়পাদ ও মাণ্ডূক্য উপনিষদ ব্রহ্মের অনুসন্ধানে "অজাত"-এর দার্শনিক ধারণা প্রয়োগ করে।[২][৩][৪] ধারণাটি অ-উৎপত্তি তত্ত্ব হিসেবে মধ্যমক বৌদ্ধধর্মেও পাওয়া যায়।[৫][৬] বৌদ্ধ ঐতিহ্য সাধারণত অনু্তপদ শব্দটি ব্যবহার করে উৎসের অনুপস্থিতির জন্য[৩][৭] বা শূন্যতা।[৮][টীকা ১]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.