উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দুর্গাদাস বসু (১৯১০ - ১৬ মে ১৯৯৭) ছিলেন ভারতীয় সংবিধানের বিশিষ্ট ব্যাখ্যাকার, বিশ্বখ্যাত সংবিধান-বিশারদ ও বিচাপতি।[১] তিনি কমেন্ট্রি অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ও কেসবুক অন দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ল।[২][৩] প্রথম বইটি ভারতীয় সংবিধানের সঙ্গে সম্পর্কযুক্ত সামাজিক বিজ্ঞান ও আইন বিদ্যার সর্বাধিক গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তকগুলির অন্যতম।[২][৪]
দুর্গাদাস বসু | |
---|---|
জন্ম | ১৯১০ খুলনা ব্রিটিশ ভারত (বর্তমানে বাংলাদেশ) |
মৃত্যু | ১৬ মে ১৯৯৭ |
পেশা | আইনজীবি |
পিতা-মাতা | রাখাল বসু (পিতা) সুশীলাবালা (মাতা) |
পুরস্কার | ![]() |
১৯৮৫ সালে দুর্গাদাস বসু পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। ১৯৯৪ সালে তিনি এশিয়াটিক সোসাইটির সাম্মানিক ফেলো মনোনীত হন।[৫]
Seamless Wikipedia browsing. On steroids.