এন২ বাংলাদেশের জাতীয় মহাসড়ক যা রাজধানী ঢাকা এবং সিলেট বিভাগের শহর তামাবিলকে সংযুক্ত করেছে। এটি সিলেট শহর অতিক্রম করেছে এবং নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এ জেলাগুলোকে সংযুক্ত করেছে। এটি ঢাকা-সিলেট মহাসড়ক ও সিলেট-তামাবিল মহাসড়ক নামে পরিচিত। এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এএইচ১ এবং এএইচ২-এর অংশ।[1]
এন২ রুট
বিভাগ | অবস্থান | কিমি | মাইল | গন্তব্যস্থল | নোট |
---|---|---|---|---|---|
ঢাকা বিভাগ | কাচপুর | এন১ | |||
ভুলতা | এন১০৫ | ||||
চট্টগ্রাম বিভাগ | সরাইল | এন১০২ | |||
খুলনা বিভাগ | জগদিশপুর | আর১৪০ | |||
সিলেট বিভাগ | শায়েস্তাগঞ্জ | এন২০৪ | |||
মিরপুর বাজার | এন২০৭ | ||||
শেরপুর | এন২০৭ | ||||
সিলেট | এন২০৫ এন২০৮ |
||||
জৈন্তাপুর–জাফলং | এএইচ১, এএইচ২ –ভারত, মায়ানমার |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.