Loading AI tools
ফল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জাম, বৈজ্ঞানিক নাম Syzygium cumini, Myrtaceae পরিবারভুক্ত একটি ফল। জাম নানা দেশে নানা নামে পরিচিত, যেমন জাম্বুল, জাম্ভুল, জাম্বু, জাম্বুলা, জাভা প্লাম, জামুন, কালোজাম, জামব্লাং, জাম্বোলান, কালো প্লাম, ড্যামসন প্লাম, ডুহাট প্লাম, জাম্বোলান প্লাম, পর্তুগিজ প্লাম ইত্যাদি। তেলুগু ভাষায় একে বলা হয় নেরেদু পান্ডু, মালায়ালাম ভাষায় নাভাল পাজহাম, তামিল ভাষায় নাভা পাজহাম এবং কন্নড় ভাষায় নেরালে হান্নু। ফিলিপাইনে একে বলা হয় ডুহাট।[1]
জাম Syzygium cumini | |
---|---|
জাম গাছ (Syzygium cumini) | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | উদ্ভিদ |
শ্রেণীবিহীন: | সপুষ্পক উদ্ভিদ |
শ্রেণীবিহীন: | য়ুদিকটস |
শ্রেণীবিহীন: | রোজিডস |
বর্গ: | মির্টালেস |
পরিবার: | মির্টাসিয়া |
গণ: | সি
জিজিয়াম |
প্রজাতি: | এস. ক্যুমিনি |
দ্বিপদী নাম | |
সিজিজিয়াম ক্যুমিনি (L.) Skeels. | |
প্রতিশব্দ[তথ্যসূত্র প্রয়োজন] | |
|
জাম ফল দেখতে ১ থেকে ২.৫ সেন্টিমিটার লম্বা, প্রায় আয়তাকার। গাছ ১৪ থেকে ৬০ ফুট বা এর বেশিও লম্বা হতে পারে। পাতা সরল, বড়, চামড়া পুরু এবং চকচকে। গাছ চিরসবুজ। চকচকে পাতা এবং চিরসবুজ হবার কারণে এর আলংকরিক মান বেশ ভালো।
জাম গাছে মার্চ এপ্রিলে ফুল আসে। জামের ফুল ছোট এবং ঘ্রাণওয়ালা। মে জুন মাসে ফল বড় হয়। ফলটি লম্বাটে ডিম্বাকার। শুরুতে এটি সবুজ থাকে যা পরে গোলাপী হয় এবং পাকলে কালো বা কালচে বেগুনি হয়ে যায়। এটি খেলে জিহ্বা বেগুনি হয়ে যায়।
জাম ভারতবর্ষ থেকে সারা দুনিয়াতে ছড়িয়েছে এবং বর্তমানে এটি সাবেক ব্রিটিশ উপনিবেশগুলোতে বেশ দেখা যায়। [2] বাংলাদেশে প্রধানত দুই জাতের জাম পাওয়া জায়। জাতগুলি হলো ক্ষুদি- খুব ছোট জাত এবং মহিষে- বেশ বড় ও মিষ্টি। এটি বর্ষাকালে পাওয়া যায়। ফলের গা কালো এবং খুব মসৃণ পাতলা আবরণ দিয়ে ঢাকা। ফলের বহিরাবরণের ঠিক নিচ থেকেই গাঢ় গোলাপী রংয়ের টক মিষ্টি শাস।
প্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স)-এ পুষ্টিমান | |
---|---|
শক্তি | ২৫১ কিজু (৬০ kcal) |
১৫.৫৬ g | |
০.২৩ g | |
০.৭২ g | |
ভিটামিন | পরিমাণ দৈপ%† |
ভিটামিন এ | ৩ IU |
থায়ামিন (বি১) | ১% ০.০০৬ মিগ্রা |
রিবোফ্লাভিন (বি২) | ১% ০.০১২ মিগ্রা |
নায়াসিন (বি৩) | ২% ০.২৬০ মিগ্রা |
প্যানটোথেনিক অ্যাসিড (বি৫) | ৩% ০.১৬০ মিগ্রা |
ভিটামিন বি৬ | ৩% ০.০৩৮ মিগ্রা |
ভিটামিন সি | ১৭% ১৪.৩ মিগ্রা |
খনিজ | পরিমাণ দৈপ%† |
ক্যালসিয়াম | ২% ১৯ মিগ্রা |
লৌহ | ১% ০.১৯ মিগ্রা |
ম্যাগনেসিয়াম | ৪% ১৫ মিগ্রা |
ফসফরাস | ২% ১৭ মিগ্রা |
পটাশিয়াম | ২% ৭৯ মিগ্রা |
সোডিয়াম | ১% ১৪ মিগ্রা |
অন্যান্য উপাদান | পরিমাণ |
পানি | ৮৩.১৩ g |
| |
†প্রাপ্তবয়স্কদের জন্য মার্কিন সুপারিশ ব্যবহার করে শতাংশ অনুমান করা হয়েছে। উৎস: ইউএসডিএ ফুডডাটা সেন্ট্রাল |
জাম পাতার উপাদান নিচের ছকে দেয়া হলো।
জাম পাতা | |
---|---|
Compound | Percent |
আমিষ | 9.1 |
স্নেহ | 4.3 |
আঁশ | 17.0 |
ছাই | 7 |
ক্যালসিয়াম | 1.3 |
ফসফরাস | 0.19 |
Source: http://www.hort.purdue.edu/newcrop/morton/jambolan.html | |
জামের প্রধান ব্যবহার খাদ্য হিসেবে। টক মিষ্টি সুস্বাদু এই ফলটি বেশ জনপ্রিয়। কবিরাজী বা হেকিমী চিকিৎসায় এর কিছু ব্যবহার আছে; বিভিন্ন রোগ নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ, ভারতবর্ষ, ইন্দোনেশিয়া এবং চীন-এ জামের ব্যবহার হয়ে আসছে। জামের বীজ দিয়ে নানান রোগের আয়ুর্বেদী চিকিৎসা করা হয়, যেমন বহুমুত্র। [3][4]) ইউনানী এবং চৈনিক চিকিৎসাতেও এর ব্যবহার আছে। হজমের সমস্যা, উচ্চ রক্তচাপ, মাড়ির প্রদাহ ইত্যাদি রোগে জামের বীজ, ছাল ও পাতা ব্যবহৃত হয়। জাম থেকে মদ ও সিরকা তৈরি করা যায়। জামে বেশি পরিমাণে ভিটামিন এ এবং সি আছে। [5][6] পরিণত জাম গাছের গুঁড়ি থেকে যে কাঠ পাওয়া যায় তা দিয়ে দরজা জানালার ফ্রেম আসবাবপত্র তৈরি করা যায়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.