Loading AI tools
জাতিসংঘ সচিবালয়ের প্রধান উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জাতিসংঘের মহাসচিব (ইংরেজি: Secretary-General of the United Nations) জাতিসংঘ সচিবালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি জাতিসংঘের প্রধান মুখপাত্ররূপে কাজ করেন। ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এর সর্বোচ্চ পদ হল মহাসচিব।
জাতিসংঘের মহাসচিব | |
---|---|
বাসভবন | সুট্টন প্লেস্ִ, ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র |
মেয়াদকাল | সাধারণত পাঁচ বছর, তবে কোনও অনিবার্য পরিস্থিতির ক্ষেত্রে আরো বেশি। |
সর্বপ্রথম |
|
গঠন | জাতিসংঘের দলিল, ২৬ জুন ১৯৪৫ |
ওয়েবসাইট | www |
জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন। ৩১ ডিসেম্বর, ২০১১ সালে বান কি মুনের প্রথম দফার মেয়াদকাল শেষ হয়। পরবর্তীতে কোনরূপ বিরোধিতা না আসায় ২১ জুন, ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মুন দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিবরূপে দায়িত্ব পালন করছেন।[1]
নভেম্বর, ২০১২ পর্যন্ত মোট ৮ জন ব্যক্তিত্ব বিভিন্ন সময়ে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর টৃগভে লি প্রথম মহাসচিব পদে নির্বাচিত হন। কিন্তু তার পূর্বে গ্লাডউইন জেব ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ তিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিলেন৷ তার মেয়াদকাল ছিল ২৪ অক্টোবর, ১৯৪৫ থেকে ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ পর্যন্ত।
ক্রম | নাম | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব ত্যাগ | দেশ |
(-) | গ্লাডউইন জেব | ২৪ অক্টোবর, ১৯৪৫ | ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ | যুক্তরাজ্য |
১ | টৃগভে হাভডেন লি | ফেব্রুয়ারি ২, ১৯৪৬ | নভেম্বর ১০, ১৯৫২ | নরওয়ে |
২ | দ্যাগ হ্যামারশোল্ড | এপ্রিল ১০, ১৯৫৩ | সেপ্টেম্বর ১৮, ১৯৬১ | সুইডেন |
৩ | ইউ থান্ট | নভেম্বর ৩০, ১৯৬১ | ডিসেম্বর ৩১, ১৯৭১ | মায়ানমার |
৪ | কার্ট ওয়াল্ডহেইম | জানুয়ারি ১, ১৯৭২ | ডিসেম্বর ৩১, ১৯৮১ | অস্ট্রিয়া |
৫ | হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার | জানুয়ারি ১, ১৯৮২ | ডিসেম্বর ৩১, ১৯৯১ | পেরু |
৬ | বুত্রোস বুত্রোস গালি | জানুয়ারি ১, ১৯৯২ | ডিসেম্বর ৩১, ১৯৯৬ | মিশর |
৭ | কফি আনান | জানুয়ারি ১, ১৯৯৭ | ডিসেম্বর ৩১, ২০০৬ | ঘানা |
৮ | বান কি মুন | জানুয়ারি ১, ২০০৭ | ডিসেম্বর ৩১, ২০১৬ | দক্ষিণ কোরিয়া |
৯ | আন্তোনিও গুতেরেস | জানুয়ারি ১, ২০১৭ | বর্তমান | পর্তুগাল |
নাম | দেশ | সময়কাল |
১. লুইসি ফ্রেশেট | কানাডা | ২ মার্চ ১৯৯৮ – ৩১ মার্চ ২০০৬ |
২. মার্ক ম্যালোচ ব্রাউন | যুক্তরাজ্য | ১ এপ্রিল ৩১ ডিসেম্বর ২০০৬ |
৩. মিস আশা রেজি মিগিরো | তানজানিয়া | ৫ জানুয়ারি ২০০৭ – ৩০ ২০১২ |
৪. জন এলিয়াসন | সুইডেন | ১ জুলাই ২০১২ – ৩১ ২০১৬ |
৫. আমিনা মোহাম্মদ | নাইজেরিয়া | ১ জানুয়ারি ২০১৭ – বর্তমান |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.