জাকার্তা
ইন্দোনেশিয়ার রাজধানী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইন্দোনেশিয়ার রাজধানী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জাকার্তা (/dʒəˈkɑːrtə/);টেমপ্লেট:IPA-id),,[note 1] যা দাপ্তরিক ভাবে জাকার্তার বিশেষ রাজধানী এলাকা(ইন্দোনেশীয়: Daerah Khusus Ibukota Jakarta) নামে পরিচিত, হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। এটি জাকার্তা একটি প্রদেশের অন্তর্গত এবং পৌর এলাকার জনবহুল জায়গার মধ্যে একটি।
জাকার্তা Daerah Khusus Ibu Kota Jakarta বটাভিয়া | |
---|---|
Special Capital Region of Jakarta | |
জাকার্তা সিবিডি স্কাইলাইন বুন্ডারান এইচআইয়ে গাড়ি বিনামূল্যের দিন মারডেকা প্যালেস আসিয়ান সদর দপ্তর জাকার্তা ওল্ড টাউনে জাকার্তা ইতিহাস জাদুঘর | |
ডাকনাম: Big Durian,[1] J-Town[2] | |
নীতিবাক্য: Jaya Raya (Sanskrit) (অর্থ: বিজয়ী এবং বৃহৎ) | |
ইন্দোনেশিয়ায় জাকার্তার অবস্থান | |
স্থানাঙ্ক: ৬°১২′ দক্ষিণ ১০৬°৪৯′ পূর্ব | |
Country | ইন্দোনেশিয়া |
সরকার | |
• ধরন | বিশেষ প্রশাসনিক অঞ্চল |
• গর্ভনর | বাসুকি জাহাজা পুরনামা[3] |
• উপ গর্ভনর | জ্যারত সাইফুল হিদায়াত |
আয়তন | |
• শহর | ৬৬৪.০১ বর্গকিমি (২৫৬.৩৮ বর্গমাইল) |
• মহানগর | ৯,৯৫৭.০৮ বর্গকিমি (৩,৮৪৪.৪৫ বর্গমাইল) |
এলাকার ক্রম | ৩৩তম |
উচ্চতা | ৮ মিটার (২৬ ফুট) |
জনসংখ্যা (২০২০ আদমশুমারি) | ১,০৫,৬২,০৮৮ |
• ক্রম | ৬ষ্ঠ |
• মহানগর | ৩,৫০,০০,০০০ |
• মহানগর জনঘনত্ব | ৩,৫০০/বর্গকিমি (৯,১০০/বর্গমাইল) |
বিশেষণ | Jakartan, ইন্দোনেশীয়: warga Jakarta |
সময় অঞ্চল | WIB (ইউটিসি+7) |
এলাকা কোড | +62 21 |
যানবাহন নিবন্ধন | B |
ওয়েবসাইট | jakarta.go.id |
জাকার্তা কোন প্রদেশের অংশ নয়,ইহা সরাসরি জাতীয় সরকার দ্বারা পরিচালিত হয় এবং ইহা বিশেষ রাজধানী অঞ্চল হিসেবে মনোনীত হয়েছে। |
জাকার্তা জাভা দ্বীপের উত্তর-পশ্চিমে অবস্থিত। জাকার্তা ইন্দোনেশিয়ার অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কেন্দ্রবিন্দু। এটির প্রদেশের সমমর্যাদা সম্পন্ন অবস্থা আছে যার আয়তন ৬৬৪.০১ বর্গকিলোমিটার (২৫৬.৩৮ মা২) । ২০২০ অনুসারে ইহার জনসংখ্যা ১০,৫৬২,০৮৮। জাকার্তা মহানগরীর আয়তন ৯,৯৫৭.০৮ বর্গকিলোমিটার (৩,৮৪৪.৪৫ মা২) তার মধ্যে বোগর, দিপক, টাংগেরাং, দক্ষিণ টাংগেরাং এবং বেকাসির মতো উপশহর অন্তর্ভুক্ত যার মোট জনসংখ্যা প্রায় সাড়ে তিন কোটি।
জাকার্তা থেকে বোর্নিও দ্বীপেের পূর্ব প্রান্তের একটি স্থান নুসান্তারায় রাজধানী সরিয়ে নিতে বিল পাস করেছে ইন্দোনেশিয়ার সরকার। এটি দেশটির উত্তর কালিমানতান প্রদেশে অবস্থিত। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জানুয়ারি) দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভে জাকার্তা থেকে বোর্নিও দ্বীপে রাজধানী স্থানান্তর করার বিল পাস হয়।
শহর/অঞ্চল | অঞ্চল (কিঃমিঃ২) | মোট জনসংখ্যা (২০১০ আদমশুমারি) | মোট জনসংখ্যা(২০১৪) | জনসংখ্যার ঘনত্ব (প্রতি কিঃমিঃ২) ২০১০ সালে |
জনসংখ্যার ঘনত্ব (প্রতি কিঃমিঃ২) ২০১৪ সালে |
---|---|---|---|---|---|
দক্ষিণ জাকার্তা (Jakarta Selatan) | ১৪১.২৭ | ২,০৫৭,০৮০ | ২,১৬৪,০৭০ | ১৪,৫৬১ | ১৫,৩১৯ |
পূর্ব জাকার্তা (Jakarta Timur) | ১৮৮.০৩ | ২,৬৮৭,০২৭ | ২,৮১৭,৯৯৪ | ১৪,২৯০ | ১৪,৯৮৭ |
কেন্দ্রীয় জাকার্তা (Jakarta Pusat) | ৪৮.১৩ | ৮৯৮,৮৮৩ | ৯১০,৩৮১ | ১৮,৬৭৬ | ১৮,৯১৫ |
পশ্চিম জাকার্তা (Jakarta Barat) | ১২৯.৫৪ | ২,২৭৮,৮২৫ | ২,৪৩০,৪১০ | ১৭,৫৯২ | ১৮,৭৬২ |
উত্তর জাকার্তা (Jakarta Utara) | ১৪৬.৬৬ | ১,৬৪৫,৩১২ | ১,৭২৯,৪৪৪ | ১১,২১৯ | ১১,৭৯২ |
Thousand Islands (Kepulauan Seribu) | ৮.৭ | ২১,০৭১ | ২৩,০১১ | ২,৪৪২ | ২,৬৪৫ |
Year | রাজস্ব | ব্যয় |
---|---|---|
২০০৮ প্রকৃত | ১৮.৭ | ১৮.৭ |
২০০৮ প্রকৃত | ৩২.৯ | ১৬.৪ |
২০০৯ প্রকৃত | ২৩.৭ | ১৮.৬ |
২০১০ প্রকৃত | ২৬.৮ | ২১.৬ |
২০১১ প্রকৃত | ৩১.৮ | ৩১.৭ |
২০১২ প্রকৃত | ৪১.৪ | ৪১.৪ |
ইন্দোনেশিয়া পরিসংখ্যান ব্যুরো: Jakarta in Figures[4]
জাকার্তা সমূদ্রের ছিলিওয়াং নদীর মুখে জাভা উপকূলের উত্তর পশ্চিমে অবস্থিত।
জাকার্তায় অনেক খবরের প্রকাশনা,টেলিভিশন এবং রেডিও চ্যানেল রয়েছে। বিভিন্ন পত্রিকার মধ্যে রয়েছে দৈনিক, ব্যবসায়িক এবং ডিজিটাল পত্রিকা,যা জাকার্তার উপর ভিত্তি করে চলছে। দৈনিক পত্রিকা গুলোর মধ্যে রয়েছে কম্পাস, কোরান টেম্পল, মিডিয়া ইন্দোনেশিয়া, রিপাবলিকা,সুয়ারা পেমবারুয়ান,সেপুতার ইন্দোনেশিয়া,সুয়ারা কারইয়াল,সিনার হারাপান,ইন্দো পস,জার্নাল ন্যাশনাল, হারিয়ান পেলিটা। ইংরেজি ভাষার দৈনিক পত্রিকাগুলোও প্রতিদিন প্রকাশিত হয়ে থাকে, উদাহরণস্বরুপ দি জাকার্তা পোস্ট এবং দি জাকার্তা গ্লোব। চাইনিজ ভাষার পত্রিকাগুলো হল ইন্দোনেশিয়া শাং বাও(印尼商报), হারিয়ান ইন্দোনেশিয়া (印尼星洲日报) এবং গুয়ো জি রি বাও (国际日报)। জাপানি ভাষার একমাত্র পত্রিকা হল দি ডেইলি জাকার্তা শিমবুন(じゃかるた新聞)। জাকার্তার আরো দৈনিক পত্রিকা রয়েছে, যেমন পস কোটা,ওয়ারটা কোটা,কোরান জাকার্তা,আঞ্চলিক পাঠকদের জন্য বেরিটা কোটা; বিসনিস ইন্দোনেশিয়া,ইনভেস্টর ডেইলি,কোনটান,হারিয়ান নেরাকা(ব্যবসায়ী খবর), এছাড়াও টপ স্কোর(Top Skor) সকার(খেলার খবর)।
জাকার্তায় রয়েছে রাষ্ট্রীয় গণ মাধ্যম টিভিআরআই (TVRI) এবং বেসরকারি জাতীয় টেলিভিশন গুলোর প্রধান কার্যালয়। বেসরকারি টিভি গুলোর মধ্যে রয়েছে আরসিটিআই (RCTI), ট্রান্স৭ (Trans 7|TV7), টিভি ওয়ান(TV ONE), মেট্রো টিভি(Metro TV), এসসিটিভি(SCTV), গ্লোবাল টিভি(Global TV), এন টিভি(ANTV), ট্রান্স টিভি(Trans TV), কমপাস টিভি(Kompas TV), এমএনসি টিভি(MNCTV), ইন্দোশিয়ার(Indosiar), NET. এবং আর টিভি(RTV)। জাকার্তায় আঞ্চলিক টিভি চ্যানেলও রয়েছে যেমন জাক টিভি(JAK TV), ও টিভি(O TV), এলসিনটা টিভি(Elshinta TV) and ধাই টিভি ইন্দোনেশিয়া (DAAI TV)। শহরটি দেশের প্রধান পরিশোধ ভিত্তিক সেবার কেন্দ্রবিন্দু। জাকার্তায় ব্যাপক পরিসরে কেবল টিভি চ্যানেল রয়েছে,এগুলোর মধ্যে ফাস্ট মিডিয়া এবং টেলকম ভিশন। জাকার্তায় স্যাটেলাইট টেলিভিশন(DTH) এখনো অনেক স্বীকৃতি লাভ করেছে। বিশিষ্ট বিনোদন সেবা গুলোর মধ্যে রয়েছে ইন্দোভিশন(Indovision), ওকেভিশন(Okevision),ইয়েস টিভি(Yes TV),ট্রান্সভিশন(Transvision), এবং আয়োরা টিভি(Aora TV)। অনেক টিভি স্টেশন রয়েছে যেগুলো এনালগ কিন্তু এখন কিছু স্টেশন সরকারি পরিবর্তনের পরিকল্পনা অনুযায়ী ডিজিটাল সংকেতে(DVB-T2) পরিবর্তন করছে।[5]
টেলিভিশন স্টেশন | চ্যানেল | প্রধান কার্যালয় | ভাষা | অঞ্চলের দেশ |
---|---|---|---|---|
জাতীয় সম্প্রচার | ||||
টিভিআই(TVRI) | ৩৯ UHF | সিনায়ান, কেন্দ্রীয় জাকার্তা | ইন্দোনেশীয় ভাষা | ইন্দোনেশিয়া |
ট্রান্স টিভি | ২৮ UHF | মামপাং প্রাপাতান, দক্ষিণ জাকার্তা | ||
ট্রান্স ৭ | ৪৯ UHF | মামপাং প্রাপাতান,দক্ষিণ জাকার্তা | ||
আরসিটিআই | ৪৩ UHF | কেবন জেরুক, পশ্চিম জাকার্তা | ||
আইনিউজ টিভি | ৩০ UHF | MNC প্লাজা, [[কেবন সিরিহ, কেবন সিরিহ, মেনতেং, কেন্দ্রীয় জাকার্তা | ||
মেট্রো টিভি | ৫৭ UHF | কেবন জেরুক, পশ্চিম জাকার্তা | ||
নেট. | ২৭ UHF | কুনিনগান, দক্ষিণ জাকার্তা | ||
ইন্দোনেশিয়ার | ৪১ UHF | ধান মগত, পশ্চিম জাকার্তা | ||
এসসিটিভি | ৪৫ UHF | সিনায়ান সিটি, দক্ষিণ জাকার্তা | ||
এন টিভি | ৪৭ UHF | কুনিনগান, কেন্দ্রীয় জাকার্তা | ||
গ্লোবাল টিভি | ৫১ UHF | কেবন টিভি জেরুক, পশ্চিম জাকার্তা | ||
টিভি ওয়ান | ৫৩ UHF | পুলো গাদাং, পূর্ব জাকার্তা | ||
এমএনসি টিভি | ৩৭ UHF | কেবন সিরিহ, কেন্দ্রীয় জাকার্তা | ||
রাজাওয়ালি টেলিভিশন | ২৩ UHF | [কুনিনগান, কেন্দ্রীয় জাকার্তা | ||
কমপাস টিভি | ২৫ UHF | পালমেরাহ, পূর্ব জাকার্তা | ||
আঞ্চলিক সম্প্রচার | ||||
জাকটিভি | ৫৫ UHF | কেবায়োরান বারু, কেন্দ্রীয় জাকার্তা | ইন্দোনেশীত ভাষা | ইন্দোনেশিয়া |
২৮ UHF | পালমেরাহ, পশ্চিম জাকার্তা | |||
ও চ্যানেল | ৩৩ UHF | দক্ষিণ জাকার্তা | ||
ধাই টিভি ইন্দোনেশিয়া | ৫৯ UHF | পালমেরাহ, পশ্চিম জাকার্তা | ||
আইএন টিভি | ২২ UHF | তোমাং, পশ্চিম জাকার্তা |
জাকার্তায় বাহান্নটি FM ব্যান্ড রেডিও স্টেশন সহ পঁচাত্তরটি রেডিও স্টেশন রয়েছে এবং তেইশটি রেডিও স্টেশন রয়েছে যেগুলো AM ব্যান্ডে সম্প্রচারিত করে।
জাকার্তা জাতির শপিংয়ের কেন্দ্রস্থল এবং বাজার করার জন্য দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে ভাল জায়গা গুলোর মধ্যে একটি। জাকার্তায় শহটির বিভিন্ন ধরনের দোকান এবং ঐতিহ্যগত বাজার রয়েছে। সর্বমোট ৫৫০ হেক্টর নিয়ে একটি একক শহরে জাকার্তার বিশ্বের সর্ববৃহৎ শপিং মলের জায়গা রয়েছে।[6] প্রত্যেক বছর জাকার্তার ২০১২ সালে প্রায় ৭৩ অংশগ্রহণকারী শপিং সেন্টারের উদ্যাপন উপলক্ষে জুন এবং জুলাই মাসে "জাকার্তা বৃহৎ বিক্রয়" উদযাপিত হয়। [7] মল যেমন প্লাজা ইন্দোনেশিয়া, গ্র্যান্ড ইন্দোনেশিয়া, শপিং টাউন,প্লাজা সিনায়ান,সিনায়ান সিটি এবং প্যাসিফিক প্লেস বিভিন্ন ধরনের বিলাসবহুল ব্র্যান্ড বাছাই করার সুবিধা প্রধান করে। মল টামান এংগ্রিক এবং সিপুটরা ওয়াল্ড জাকার্তা যেগূলো জাকার্তায় শপিং মলের নতুন ধারণা বহণ করে...
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
বছর | জন. | ±% |
---|---|---|
১৯৫০ | ১৪,৫২,০০০ | — |
১৯৬০ | ২৬,৭৮,৭৪০ | +৮৪.৫% |
১৯৭০ | ৩৯,১৫,৪০৬ | +৪৬.২% |
১৯৮০ | ৫৯,৮৪,২৫৬ | +৫২.৮% |
১৯৯০ | ৮১,৭৪,৭৫৬ | +৩৬.৬% |
২০০০ | ৮৩,৮৯,৭৫৯ | +২.৬% |
২০১০ | ৯৬,২৫,৫৭৯ | +১৪.৭% |
২০১৯ | ১,০৬,৩৮,৬৮৯ | +১০.৫% |
source:[8] |
সমগ্র ইন্দোনেশিয়ায় কর্মসংস্থানের সুযোগ সুবিধার জন্য জাকার্তা সবার আগে, ফলে জাকার্তা অভিবাসী আধিক্য শহরে পরিনত হয়েছে। ১৯৬১ সালের আদম শুমারিতে দেখা গেছে যে শহরের জনসংখ্যার ৫১% মাত্র জাকার্তায় জন্মগ্রহণ করেছে[9], যাতে অভ্যন্তরীণ অভিবাসন পরিবার পরিকল্পনা কর্মসূচির প্রভাব উপেক্ষা করা হয়েছে।[10]
১৯৬১ থেকে ১৯৮০ সালের মধ্যে জাকার্তার জনসংখ্যা দ্বিগুণ হয়ে যায় এবং ১৯৮০-১৯৯০ সময়কালে শহরের জনসংখ্যা বার্ষিক বৃদ্ধি ৩.৭% ছিল।[11] ২০১০ সালের আদমশুমারিতে প্রায় ৯.৫৮ মিলিয়ন জনসংখ্যা গণনা করা হয়েছে, এটি সরকারের অনুমানের চেয়েও ভাল ছিল। ১৯৭০ সালে জনসংখ্যা ছিল ৪.৫ মিলিয়ন যা ২০১০ সালে বেড়ে ৯.৫ মিলিয়ন হয়, কেবলমাত্র আইনজীবিদের মধ্যে গণনায়, গ্রেটার জাকার্তার ১৯৭০ সালের জনসংখ্যা ৮.২ মিলিয়ন থেকে বেড়ে ২০১০ সালে ২৮.৫ মিলিয়ন হয়েছে। ২০১৪ সালের তথ্য অনুসারে, জাকার্তার জনসংখ্যা ছিল দশ কোটি এবং জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে ১৫,১৪৭ জন।[12][13] ২০১৪ সালে গ্রেটার জাকার্তার জনসংখ্যা ৩০ কোটির মতো ছিল, যা ইন্দোনেশিয়ার সামগ্রিক জনসংখ্যার ১১%। ২০৩০ সালের মধ্যে ৩৫,৬ মিলিয়ন জনসংখ্যা নিয়ে এটি বিশ্বের বৃহত্তম অতিমহানগরী হওয়ার পূর্বাভাস পাওয়া যায়। ২০১০ সালে লিঙ্গ অনুপাত ছিল ১০২.৮ জন[14] (পুরুষ প্রতি ১০০ জন নারী) এবং ২০১৪ সালে এ অনুপাত ছিল ১০১.৩।[15]
জাকার্তা বহুভাষা ও ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় শহর। ২০১০ এর আদমশুমারি অনুসারে নগরীর জনসংখ্যার ৩৬.১৭% জন জাভানিজ, ২৮.২৯% বেতাভি, ১৪.৬১% সুন্দানিজ, ৬.৬২% চীনা, ৩.৪২% বাটক, ২.৮৫% মিনাংবাউ, ০.৯% মালয়েশিয়া, ০.০৮% ইন্দো এবং অন্যান্য জাতীগোষ্ঠি ছিল।
জাকার্তার ধর্ম (২০১৭)[16] | ||||
---|---|---|---|---|
ধর্ম | শতকরা | |||
ইসলাম | ৮৩.৪৩% | |||
প্রোটেস্টান | ৮.৬৩% | |||
রোমান ক্যাথলিক | ৪.০০% | |||
বৌদ্ধ | ৩.৭৪% | |||
হিন্দু | ০.১৯% | |||
কনফুসিও | ০.০১% | |||
লোক | ০.০০% |
২০১৭ সালে, জাকার্তার ধর্মীয় পরিসংখ্যান অনুযায়ী ইসলাম (৮৩.৪৩%), প্রোটেস্ট্যান্টিজম (৮.৩৬%), ক্যাথলিক (৮.০%), বৌদ্ধধর্ম (৩.৭৪%), হিন্দু (০.৯৯%), এবং কনফুসিয়ানিজম (০.০১%) ধর্মের লোক বসবাস করে। প্রায় ২৩১ জন লোক ধর্ম অনুসরণ করার দাবি করেছিল।
জাকার্তার বেশিরভাগ পেসেন্ট্রেন (ইসলামিক বোর্ডিং স্কুল) সনাতনবাদী নাহদলাতুল উলামার সাথে সম্পৃক্ত[17], আধুনিকতাবাদী সংগঠনগুলি বেশিরভাগ শিক্ষিত নগর অভিজাত এবং বণিক ব্যবসায়ীদের একটি আর্থ-সামাজিক শ্রেণি সরবরাহ করে। তারা শিক্ষা, সমাজকল্যাণমূলক কর্মসূচি এবং ধর্মীয় প্রচারকে অগ্রাধিকার দেয়। জাকার্তায় অনেক ইসলামী সংগঠনের সদর দফতর রয়েছে, নাহদলাতুল উলামা, ইন্দোনেশিয়ান ওলামা কাউন্সিল, মুহাম্মদিয়া, জারিংন ইসলাম লিবারাল, এবং ফ্রন্ট পেম্বেলা ইসলাম প্রভৃতি।[18] জাকার্তার আর্চডিয়োসিসে রোমান ক্যাথলিক সম্প্রদায়ের একটি মহানগর রয়েছে, যা ধর্মীয় প্রদেশের অংশ হিসাবে পশ্চিম জাভার অন্তর্ভুক্ত। এখানে একটি বাহাই সম্প্রদায়ও রয়েছে।[19]
মূল নিবন্ধ:জাকার্তার শিক্ষা ব্যবস্থা
জাকার্তা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রস্থল,তার মধ্যে ইউনিভার্সিটি অব জাকার্তা জাকার্তায় অবস্থিত সর্ববৃহৎ এবং পুরাতন তৃতীয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান । এটি একটি গণ প্রতিষ্ঠান যার ক্যাম্পাস রয়েছে সালেম্বা (কেন্দ্রীয় জাকার্তা) এবং দিপকে,যা জাকার্তার দক্ষিণে অবস্থিত। [20] ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়া ছাড়াও, জাকার্তায় আরো আলাদা তিনটি গণ বিশ্ববিদ্যালয় রয়েছে,এগুলো হলঃ শরিফ হিদায়াতউল্লাহ স্টেট ইসলামিক ইউনিভার্সিটি জাকার্তা, স্টেট ইউনিভার্সিটি অব জাকার্তা(ইউএনজে) এবং ইউনিভার্সিটি অব পেমবানগুনান ন্যাশনাল "ভেটেরান" জাকার্তা( ইউপিএন "ভেটেরান" জাকার্তা)। জাকার্তায় অবস্থিত কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ট্রিসাকতি ইউনিভার্সিটি, মারকু ভুয়ানা ইউনিভার্সিটি, তারুময়ানাগারা ইউনিভার্সিটি, আমা জায়া ইউনিভার্সিটি, পেলিটা হারাপান ইউনিভার্সিটি, বিনা নুসানতারা ইউনিভার্সিটি, প্যানকেসিলা ইউনিভার্সিটি।
স্টোভিয়া(STOVIA, School tot Opleiding van Indische Artsen) ছিল জাকার্তায় অবস্থিত সর্বপ্রথম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যা ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়।[21] বৃহৎ শহর এবং রাজধানী হওয়ার কারণে, ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা ছাত্রছাত্রীদের জন্য জাকার্তা বাসস্থানের ব্যবস্থা করে। তাদের মধ্যে অনেকেই হলগুলোতে অথবা বাড়িতে বসবাস করে। মৌলিক শিক্ষার জন্য, বিভিন্ন ধরনের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল রয়েছে যা পাবলিক("জাতীয়"), প্রাইভেট("জাতীয় এবং দোভাষী জাতীয় সংযুক্ত") এবং আন্তর্জাতিক স্কুলগুলোকে একত্রে বেঁধেছে। ইন্দোনেশিয়ায় অবস্থিত প্রধান চারটি আন্তর্জাতিক বিদ্যালয়ের মধ্যে রয়েছে গান্ধী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, IPEKA ইন্টারন্যাশনাল খ্রিষ্টীয়ান স্কুল, জাকার্তা ইন্টারন্যাশনাল স্কুল এবং দ্যা ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল,জাকার্তা(BIS)। অন্যান্য আন্তর্জাতিক স্কুলগুলোর মধ্যে রয়েছে জাকার্তা ইন্টারন্যাশনাল কোরিয়ান স্কুল, বিনা বাংসা স্কুল, জাকার্তা ইন্টারন্যাশনাল মাল্টিকালাচারাল স্কুল,[22] Australian International School,[23] নিউজিল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল,[24] সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল স্কুল, এবং সেকোলাহ পেলিটা হারাপান.[25]
জাকার্তা অন্যান্য শহর গুলোর সাথে সহযোগী শহর হিসেবে চুক্তিতে সাক্ষর করে,এদের মধ্যে একটি হল কাসাবলনংকা যা মরক্কোর একটি বৃহৎ শহর। ইহা ১৯৯০ সালের ২১শে সেপ্টেম্বর সহযোগী শহর চুক্তিতে সাক্ষর করে। দুটি শহরের মধ্যে বন্ধুত্ব বাড়ানোর লক্ষ্যে, জালান কাসাবলাংকা, যা উত্তর জাকার্তায় বাজার ও ব্যবসায়িক কেন্দ্রগুলোর জন্য বিখ্যাত এবং এর নামকরণ জাকার্তার মরক্কো সহযোগী শহরের নামে করা হয়। বর্তমানে কাসাবলংকায় জাকার্তার নামে কোন সড়ক নেই। যাহোক, অন্যদিকে রাবাতে যা মরক্কোর রাজধানী শহর, ১৯৬০ সালে প্রথম ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের পরিদর্শনের স্মৃতিচিহ্ন ও বন্ধুত্বের চিহ্নও রক্ষার্থে একটি রাজপথ সুকার্ণোর নামে করা হয়েছে।[26] জাকার্তা বৃহত্তম শহর ২১ এশিয়া নেটওয়ার্ক এবং জলবায়ু নেতৃত্ব C40 শহরগুলোরও সদস্য।
|
|
|
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.