জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর
ভারতের রাজস্থানে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারতের রাজস্থানে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর হল জয়পুরের একটি বিমানবন্দর। এটি রাজস্থানের প্রধান বিমানবন্দর। জয়পুর বিমানবন্দর ২০১৫ ও ২০১৬ সালে, বছরে ২ থেকে ৫ মিলিয়ন যাত্রী পরিবহনকারী বিমানবন্দর বিভাগে প্রথম স্থান অধিকার করেছে ।
জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||||||
বিমানবন্দরের ধরন | জনসাধরন | ||||||||||||||
পরিচালক | ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ | ||||||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | জয়পুর | ||||||||||||||
অবস্থান | জয়পুর, রাজস্থান, ভারত | ||||||||||||||
এএমএসএল উচ্চতা | ১,২৬৩ ফুট / ৩৮৫ মিটার | ||||||||||||||
স্থানাঙ্ক | ২৬°৪৯′২৭″ উত্তর ০৭৫°৪৮′৪৪″ পূর্ব | ||||||||||||||
মানচিত্র | |||||||||||||||
রানওয়ে | |||||||||||||||
| |||||||||||||||
পরিসংখ্যান (এপ্রিল ২০১৮ - মার্চ ২০১৯) | |||||||||||||||
| |||||||||||||||
এই বিমানবন্দরটি জয়পুর শহর থেকে ১৩ কিমি দূরে সাংগানের এর দক্ষিণ শহরতলীতে অবস্থিত। বিমানবন্দরের অসামরিক ক্ষেত্রটিতে ১৪টি বিমান দাঁড়াতে পারে এবং নতুন টার্মিনাল ভবন একসঙ্গে ১০০০জন পর্যন্ত যাত্রীর সহায়তা করতে পারে।
রানওয়ে নম্বর | লম্বা | প্রস্থ | এপ্রোচ লাইট/ আইএলএস |
---|---|---|---|
৯/২৭ | ৩,৫০৫ মিটার (১১,৪৯৯ ফু) | ৪৬ মিটার (১৫১ ফু) | ক্যাট ৩-বি / ক্যাট ৩-বি |
১৫/৩৩ | ১,৫৯২ মিটার (৫,২২৩ ফু) | ৪৩ মিটার (১৪১ ফু) | নেই |
জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর দুটি রানওয়ে নিয়ে গঠিত; প্রথম রানওয়ে (১৫/৩৩) ৫,২২৩ ফুট (১,৫৯২ মিটার) দীর্ঘ এবং দ্বিতীয় রানওয়ে (৯/২৭) ১১,৫০০ ফুট (৩,৫০০ মি) দীর্ঘ। ১৫ই সেপ্টেম্বর ২০১৬ সালে, বোয়িং ৭৪৭-এর মতো বড় বিমান পরিচালনা করার জন্য রানওয়ে ৯/২৭ কে ৯,১৪৭ ফুট (২,৭৯৬ মিটার) থেকে ১১,৫০০ ফুট (৩,৫০০ মিটার) পর্যন্ত সম্প্রসারণ করার পর, বোয়িং ৭৭৭ বিমান পরিচালনা করার জন্য রানওয়ে ৯/২৭ চালু হয়ে যায়। [5] রানওয়ে ৯/২৭ হল ক্যাট-৩বি বিভাগে যন্ত্রের অবতরণ ব্যবস্থা (ILS) অনুবর্তী। এই পদ্ধতিতে এটি কুয়াশার সময় রানওয়ের ৫০ মিটার (১৬০ ফুট) দৃশ্যমানতা পরিসীমায় (আরভিআর) উড়োজাহাজ অবতরণ করাতে পারে। এর আগে, বিমানসংস্থাগুলিকে বর্ধিত নিরাপত্তা প্রদান এবং অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া এড়িয়ে বিমানসংস্থাকে উপকৃত করে কর্মক্ষমতা ও পরিবেশগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এটি ৫৫০ মিটার (১,৮০০ফুট) ছিল। [6] ক্যাট ৩বি ৮ই ডিসেম্বর ২০১৬ থেকে চালু হয়ে যায়। জয়পুর বিমানবন্দরটিতে বিমানের ট্র্যাফিক মোকাবেলা করার জন্য রানওয়ে ৯/২৭ এর সমান্তরাল একটি ট্যাক্সিওয়ে পরিকল্পনা করা হয়েছে । [7] কাজটি শেষ হবে ২০১৮ সালের মে মাসে। [8] সমাপ্ত হওয়ার পর বিমানবন্দরটি এক ঘণ্টায় ১৬ টি উড়ান পরিচালনা করতে সক্ষম হবে। [9] বিমানবন্দরটিতে শুধুমাত্র একটি রানওয়ে বিমানের উড্ডয়ন এবং অবতরণ পরিচালনা করে থাকে। বহু দিন ধরে প্রথম রানওয়ে উড্ডয়ন এবং অবতরণের জন্য ব্যবহার করা হয় না।
টার্মিনাল-১ জুলাই ২০১৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক উড়ান পরিচালনা করতে ব্যবহৃত হত। যখন বিমান কর্তৃপক্ষ নতুন নির্মিত টার্মিনাল ২ থেকে আন্তর্জাতিক উড়ান পরিচালনার সিদ্ধান্ত নেয় হয়, তখন থেকে টার্মিনাল ১ পণ্য পরিবহনের জন্য সংরক্ষিত হয়। [10] চার বছর পর, ২০১৭ সালে, টার্মিনাল ২ তে যাত্রীদের চাপ বৃদ্ধির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ পুরনো টার্মিনাল থেকে বাণিজ্যিক উড়ান পরিচালনা শুরু করার প্রস্তুতি নেয় । [10] বর্তমানে হজযাত্রী এবং পণ্যবাহী উড়ানগুলি টার্মিনাল ১ থেকে পরিচালিত হয়। টার্মিনাল ১ থেকে উড়ান চালানোর জন্য পণ্য পরিবহনের একটি অংশ এখানে থেকে স্থানান্তরিত করতে হবে। [11] টার্মিনাল সংস্কারের কাজ ২০১৭ সালের ডিসেম্বরে শুরু হয় এবং ২০১৮ সালের সেপ্টেম্বরে সেটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। [10] সংস্কার সম্পন্ন হওয়ার পর টার্মিন্যাল ১ সম্পূর্ণ আধুনিক হয়ে যাবে এবং ১৮ হাজার বর্গ মিটার পর্যন্ত প্রসারিত হবে এবং তখন এখানে কেবলমাত্র আন্তর্জাতিক বিমানের প্রস্থান ও আগমন হবে। [12]
বর্তমান টার্মিনাল ২কে প্রতি পাশে প্রস্থে প্রায় ২০ মিটার প্রসারিত করা হবে। প্রস্থান বিভাগে একটি নতুন হল তৈরি করা হবে এবং যাত্রী পরিবহন আরামদায়ক করার জন্য ২টি নতুন এ্যারোব্রিজের সাথে আগমন বিভাগের জন্য ৩টি কনভেয়ার বেল্ট স্থাপন করা হবে। কাজটি ২০১৮ সালের ডিসেম্বরের আগে শেষ করার কথা আছে। [13]
বিমান সংস্থা | গন্তব্যস্থল |
---|---|
এয়ার আরব | শারজাহ |
সালাম এয়ার | মাস্কাট |
এয়ার ইন্ডিয়া | দোহা, দুবাই, Delhi, Mumbai, Jodhpur |
এয়ারএশিয়া ইন্ডিয়া | Bangalore, Pune |
এয়ার ইন্ডিয়া রিজনাল | Delhi |
Etihad Airways | Abu Dhabi |
গো এয়ার | Ahmedabad, Delhi, Hyderabad, Mumbai, Kochi, Kolkata |
ইন্ডিগো | Ahmedabad, Bangalore, Chandigarh (begins 26 March 2017),[14] Chennai, Delhi, Hyderabad, Kolkata, Mumbai, Pune |
Oman Air | Muscat |
Scoot | Singapore (ends 25 March 2017)[15] |
SpiceJet | Ahmedabad (begins 26 March 2017),[16] Delhi, Dubai-International, Udaipur, Hyderabad |
Thai Smile | Bangkok–Suvarnabhumi |
Tigerair | Singapore (begins 26 March 2017)[15] |
জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে যা এয়ারপোর্টের শক্তির প্রয়োজনীয়তার ৬০-৭০% পূরণ করে। এটি বিমানবন্দরের খরচ বাঁচাবে। [17]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.