গিয়াস উদ্দিন আহমেদ (৯ মে ১৯৫৪ — ৫ সেপ্টেম্বর ২০২২) বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য[1]

দ্রুত তথ্য ক্যাপ্টেনগিয়াস উদ্দিন আহমেদবীর প্রতীক, ময়মনসিংহ-১০ আসনের সাংসদ ...
গিয়াস উদ্দিন আহমেদ
Thumb
ময়মনসিংহ-১০ আসনের সাংসদ
কাজের মেয়াদ
২০০৮  ২০১৪
পূর্বসূরীআলতাফ হোসেন গোলন্দাজ
উত্তরসূরীফাহমী গোলন্দাজ বাবেল
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1954-05-09) ৯ মে ১৯৫৪ (বয়স ৭০)
ময়মনসিংহ জেলা
মৃত্যু৫ সেপ্টেম্বর ২০২২
ভারতের একটি হাসপাতালে
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পুরস্কার বীর প্রতীক
সামরিক পরিষেবা
আনুগত্য বাংলাদেশ
শাখা বাংলাদেশ সেনাবাহিনী
পদ ক্যাপ্টেন
যুদ্ধবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
বন্ধ

জন্ম ও প্রাথমিক জীবন

গিয়াস উদ্দিন আহমেদ ৯ মে, ১৯৫৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেছেন। তিনি এমএসএস ও এলএলবি ডিগ্রী অর্জন করেছেন।[2] ১৯৭১ সালে গফরগাঁও ডিগ্রি কলেজের ছাত্র থাকাকালীন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। এসময় তিনি সার্জেন্ট জহু্ুরুল হক হলের (পূর্ববর্তী ইকবাল হল) আবাসিক শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন অবস্থায় ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান করেন। ১৯৮১ সালে চট্টগ্রাম সেনানিবাসে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু সেনা সদস্যের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করলে এই হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনি গ্রেপ্তার হন এবং কারাভোগ করেন।[3]

রাজনৈতিক জীবন

গিয়াস উদ্দিন আহমেদ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিএনপি দলীয় সাবেক এমপি প্রয়াত ফজলুর রহমান সুলতানকে পরাজিত করে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[1] নবম জাতীয় সংসদে তিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।[2] তবে ১০ম সংসদ নির্বাচনে তিনি আর দলীয় মনোনয়ন পাননি।

মৃত্যু

২০২২ সালের ১৭ই আগস্ট এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স হাসপাতালে সাবেক এই সংসদ সদস্যের কিডনি প্রতিস্থাপন করা হয়। পরে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় ৫ সেপ্টেম্বর তিনি মারা যান।[4]

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.