কল্পা
মানববসতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মানববসতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কল্পা শতদ্রু নদী উপত্যকায় কিন্নর জেলার, রিকং পিওর ওপরে একটি ছোট শহর। এটি উত্তর ভারতের হিমাচল প্রদেশের কিন্নর জেলার অন্তর্ভুক্ত। কিন্নরী জনগণ এখানে বসবাস করেন এবং অঞ্চলটি আপেল বাগানের জন্য বিখ্যাত। আপেল এখানকার প্রধান অর্থকরী ফসল। স্থানীয় বাসিন্দারা হিন্দুধর্ম এবং বৌদ্ধধর্মে বিশ্বাসী। কল্পায় অনেক মন্দির হিন্দু ও বৌদ্ধ দেব-দেবীর উভয়কে উত্সর্গীকৃত। কল্পায় সাক্ষরতার হার প্রায় ৮৩.৭৫%। বিখ্যাত সঙ্গীত পরিচালক সুরেন্দর নেগী কল্পার মানুষ। ভারতের সর্বপ্রথম ভোটার শ্যাম শরণ নেগী ও কল্পার মানুষ।[1]
কল্পা | |
---|---|
শহর | |
ভারতের হিমাচল প্রদেশে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩১.৫৩° উত্তর ৭৮.২৫° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | হিমাচল প্রদেশ |
জেলা | কিন্নর |
উচ্চতা | ২,৯৬০ মিটার (৯,৭১০ ফুট) |
ভাষাসমুহ | |
• সরকারি | হিন্দী |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
পিন | ১৭২১০৮ |
কল্পা | |
---|---|
হিমাচল প্রদেশে কল্পার অবস্থান। | |
স্থানাঙ্ক: ৩১.৫৩° উত্তর ৭৮.২৫° পূর্ব |
কল্পার অবস্থান ৩১.৫৩° উত্তর ৭৮.২৫° পূর্ব.[2] এখানকার গড় উচ্চতা ২,৯৬০ মিটার(৯,৭১১ ফুট)। কিন্নর জেলায় সিমলার থেকে ২৬৫ কিমি(১৬৫ মিটার) পেড়িয়ে,২২নম্বর জাতীয় সড়কের ওপর কিন্নর কৈলাশের তুষারাবৃত পরিসরের গোড়ায় অবস্থিত।শিবলিঙ্গ পর্বত ২০,০০০ ফুটে উদিত (৬০০০ মিটার)। কল্পায় প্রচুর আপেল ফলের বাগান,পাইন বাদাম বন এবং রাজকীয় দেবদারু গাছ আছে।এটি রিকং পিও শহরের উপরে অবস্থিত, যেটি কিন্নর জেলার সদর দপ্তর এবং এখানে একটি একশো বছরের পুরানো বৌদ্ধ বিহার আছে।
কল্পার সমস্ত এলাকা উচ্চ উচ্চতার কারণে,একটি শীতপ্রধান আবহাওয়া উপভোগ করে। মে থেকে অক্টোবর দীর্ঘ শীতকাল, সক্ষিপ্ত গ্রীষ্মকাল(জুন থেকে সেপ্টেম্বর)। তাপমাত্রা শীতকালে যখন হিমাঙ্কর নিচে, -১৫ ডিগ্রী থেকে -২০ ডিগ্রীর কাছাকাছি যায় তখন মোটা ও ভারী গরম জামাকাপড়ের প্রয়োজন হয়।
তিব্বতী বৌদ্ধ ধর্মের পরে হিন্দুধর্ম এই জেলার প্রধান ধর্ম। এই দুই ধর্ম দেশজ ধর্মীয় পরমানন্দ চর্চার সাথে ধর্মীয় দুই ধারাকে একসাথে মিশিয়েছেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.