উসমানীয় সাম্রাজ্যের জাতীয় পতাকা হল লাল পটভূমির উপর সাদা চাঁদ ও পাঁচ কোণা তারা বিশিষ্ট একটি পতাকা। ১৮৪৪ সালে তানযিমাতের অংশ হিসেবে এ পতাকা প্রবর্তন করা হয়।

দ্রুত তথ্য নাম, ব্যবহার ...
উসমানীয় সম্রাজ্য
Thumb
নাম চাঁদ ও তারা (তুর্কি: Ay yıldız),পতাকা (তুর্কি: Al bayrak),লাল পতাকা (তুর্কি: Al sancak)
ব্যবহার জাতীয় পতাকা এবং ensign পূর্বে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে পরিত্যক্ত
অনুপাত ২:৩
গৃহীত ১৮৪৪; ১৭৯ বছর আগে (1844)
অঙ্কন লাল জমিনের উপর সাদা ক্রিসেন্ট চাঁদ ও পাঁচ কোণা তারা।
রঙ:
     লাল
     সাদা
বন্ধ

পূর্বে উসমানীয় সাম্রাজ্যের কোনো একক জাতীয় পতাকা ছিল না। সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল ও সামরিক বাহিনীগুলোতে (বিশেষ করে নৌ-বাহিনীতে) বিভিন্ন ধরনের পতাকা প্রচলিত ছিল। ১৮শ শতাব্দীর শেষার্ধে এসব পতাকায় চাঁদ ও তারার ব্যবহার শুরু হয়। ১৭৯৩ সালে জারি করা এক বুইরুলদু (অধ্যাদেশ)এ উসমানীয় নৌ-বাহিনীর সকল জাহাজে লাল জমিনের উপর সাদা চাঁদ ও তারা সংবলিত পতাকা ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়। তারপর ১৮৪৪ সালে এ পতাকারই একটি রূপ (৫ কোণা তারা বিশিষ্ট) উসমানীয় সম্রাজ্যের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়। এই জাতীয় পতাকা নির্ধারণ ছিল উসমানীয় সাম্রাজ্যের আধুনিকায়নের একটি অংশ যা তানযিমাত নামে পরিচিত।

বিংশ শতাব্দীতে উসমানীয় সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল স্বাধীন হলে চাঁদ ও তারা এসব দেশের পতাকার একটি সাধারণ উপাদান হয়ে ওঠে (যেমন: আলজেরিয়া, আজারবাইজান, লিবিয়া ইত্যাদি)। ১৯৩৬ সালের ২৯ মে'তে প্রবর্তিত বর্তমান তুরস্কের জাতীয় পতাকাও এই পতাকার অনুরূপ (তবে পতাকার মাপ, জ্যামিতিক অনুপাত ও লালের ঘনত্বে কিছুটা পার্থক্য রয়েছে)।

প্রাথমিক যুগের পতাকা

প্রাক-আধুনিক উসমানীয় সেনাবাহিনীতে পতাকার চেয়ে বরং ঘোড়ার লেজের মতো তুগ ব্যবহৃত হতো। ঊনবিংশ শতাব্দী পর্যন্ত পতাকার পাশাপাশি এগুলোর চল ছিল। জোসেফ পিটন ডি টর্নেফোর্ট (১৭১৯) এর Relation d'un voyage du Levant এ একটি তুগের বর্ণনা পাওয়া যায়।[1] সামরিক পতাকার ব্যবহার শুরু হয় ষোড়শ শতাব্দীতে। ১৬শ ও ১৭শ শতাব্দীর উসমানীয় সামরিক পতাকাগুলোতে জুলফিকার আঁকা থাকত, যাকে প্রায়ই পশ্চিমা সাহিত্যে ভুলভাবে ব্যাখ্যা করা হয় একজোড়া কাঁচি হিসেবে দেখিয়ে।[2] ১৫২০ সালে প্রথম সেলিমের আমলে ব্যবহৃত একটি তুগ তোপকাপি জাদুঘরে সংরক্ষিত আছে।

চাঁদ ও তারা সংবলিত পতাকা

Thumb
আট কোণা তারা বিশিষ্ট উসমানীয় পতাকা (১৭৯৩-১৮৪৪)

কনস্টান্টিনোপল বিজয়ের পর ১৪৫৩ সাল থেকে তুর্কী জনগণের পতাকায় চাঁদ ও তারার প্রতীক ব্যবহার শুরু হয়। পূর্বে উসমানীয় পতাকা সমূহ সাধারণত সবুজ হত। কিন্তু ১৭৯৩ সালে এক অধ্যাদেশ জারির মাধ্যমে পতাকার রং লাল নির্ধারণ এবং এতে একটি আট কোণা তারা যুক্ত করা হয়।[3][4] সুলতান তৃতীয় সেলিমের আমলে এই লাল পতাকা সর্বত্র ব্যবহৃত হতে শুরু করে।[5] তবে ১৮৪০ এর আগে ৫ কোণা তারা বিশিষ্ট পতাকা দেখা যেত না।[4]

ঊনবিংশ শতাব্দীর তানযিমাতের সময় ইউরোপীয় সেনাবাহিনীর পতাকার আদলে উসমানীয় পতাকার নকশা করা হয়। উসমানীয় নৌ-বাহিনীর পতাকা ছিল লাল রঙের (কেননা তখন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পতাকা হত সবুজ রঙের আর সেক্যুলার প্রতিষ্ঠানগুলোর পতাকা হত লাল রঙের)। এই পুনর্গঠনের মাধ্যমে উসমানীয় পাশালিক, বেইলিক এবং আমিরাতসমূহের নিজস্ব পতাকা বিলুপ্ত করা হয়[কোনটি?] এবং এদের স্থানে একক উসমানীয় জাতীয় পতাকা প্রবর্তন করা হয়। নকশাটি ছিল লাল পটভূমির উপর সাদা রঙের চাঁদ ও তারা যা বর্তমান তুরস্কের জাতীয় পতাকার অগ্রদূত। এর পাশাপাশি সম্পূর্ণ লাল রঙের পতাকাকে সিভিল এনসাইন হিসেবে ঘোষণা করা হয়।

১৯২৩ সালে তুরস্ক প্রজাতন্ত্র গঠিত হলে নবগঠিত সরকার উসমানীয় সম্রাজ্যের সর্বশেষ পতাকাটিই বহাল রাখে। পরবর্তীতে ১৯৩৬ সালের ২৯ মে তুরস্কের পতাকা আইন (তুর্কি: Türk Bayrağı Kanunu) এর মাধ্যমে পতাকার অনুপাতে কিছুটা পরিবর্তন এনে বর্তমান রূপ প্রদান করা হয়।

চাঁদ-তারা প্রতীকের উৎস

অনেক ঐতিহাসিকের মতে ঊনবিংশ শতাব্দীর উসমানীয় পতাকার চাঁদ ও তারা বাইজেন্টাইনদের থেকে নেওয়া। তবে, ফ্রান্জ বেবিঞ্জার (১৯৯২) এর মতে চন্দ্র প্রতীক (তারা নয়) এশীয় তুর্কিদের একটি প্রাচীন ঐতিহ্য।[7]

রাজকীয় পতাকা

Thumb
১৮৮২ সালে গৃহীত উসমানীয় প্রতীকে বাম দিকে সবুজ পতাকা (খিলাফতের প্রতীক) এবং ডান দিকে লাল পতাকা (উসমানীয় সম্রাজ্যের প্রতীক) রয়েছে।

রাজকীয় পতাকায় লাল বা গোলাপী জমিনের উপর সুলতানের তুগরা থাকতো।

শেষ উসমানীয় খলিফা দ্বিতীয় আবদুল মজিদ যে পতাকা ব্যবহার করতেল তার মূল রঙ ছিল সবুজ। এর মাঝে লাল ডিম্বাকৃতির অংশে সাদা চাঁদ ও তারা অঙ্কিত থাকতো এবং লাল অংশের বাইরে সাদা নকশা ব্যবহৃত হত।

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.