Loading AI tools
শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উড্রো উইল্সন (ইংরেজি: Woodrow Wilson) (ডিসেম্বর ২৮, ১৮৫৬ – ফেব্রুয়ারি ৩, ১৯২৪) মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি ছিলেন।
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
উড্রো উইলসন | |
---|---|
মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ৪ মার্চ ১৯১৩ – ৪ মার্চ ১৯২১ | |
উপরাষ্ট্রপতি | থমাস আর. মার্শাল |
পূর্বসূরী | উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্ট |
উত্তরসূরী | ওয়ারেন জি. হার্ডিং |
নিউ জার্সির ৩৪তম গভর্নর | |
কাজের মেয়াদ ১৭ জানুয়ারি ১৯১১ – ১ মার্চ ১৯১৩ | |
পূর্বসূরী | জন ফ্র্যাংকলিন ফোর্ট |
উত্তরসূরী | জেমস ফেয়ারম্যান ফিল্ডার (ভারপ্রাপ্ত) |
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ১৩তম প্রেসিডেন্ট | |
কাজের মেয়াদ ২৫ অক্টোবর ১৯০২ – ২১ অক্টোবর ১৯১০ | |
পূর্বসূরী | ফ্রান্সিস প্যাটন |
উত্তরসূরী | জন অ্যাইকম্যান স্টুয়ার্ট (ভারপ্রাপ্ত) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | Thomas Woodrow Wilson ২৮ ডিসেম্বর ১৮৫৬[1] স্টাউনটন ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ৩ ফেব্রুয়ারি ১৯২৪ ৬৭).[2] ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্র | (বয়স
সমাধিস্থল | ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রাল |
রাজনৈতিক দল | ডেমোক্র্যাটিক |
দাম্পত্য সঙ্গী | এলেন এক্সন উইলসন (বি. ১৮৮৫; মৃ. ১৯১৪) এডিথ উইলসন (বি. ১৯১৫) |
সন্তান | মার্গারেট উড্রো উইলসন জেসি উড্রো উইলসন সায়র এলানর উইলসন ম্যাকঅ্যাডু |
আত্মীয়স্বজন | জোসেফ রুজগ্লিশ উইলসন (পিতা) জেনেট উড্রো (মাতা) |
শিক্ষা | Davidson College প্রিন্সটন বিশ্ববিদ্যালয় (AB) University of Virginia জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় (MA, PhD) |
পুরস্কার | নোবেল শান্তি পুরস্কার |
স্বাক্ষর |
একজন রাজনীতিকের বাইরেও তিনি একজন গবেষক হিসেবেও কর্মময় জীবন অতিবাহিত করেছেন এবং তাকে লোক প্রশাসন বিষয়ের অন্যতম প্রবক্তা বলে গণ্য করা হয়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.