২৮ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬২তম (অধিবর্ষে ৩৬৩তম) দিন। বছর শেষ হতে আরো তিন দিন বাকি রয়েছে।
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
- ১৮৩৬ - দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলেড প্রতিষ্ঠিত হয়।
- ১৮৮৫ - ভারতের মুম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- ১৯০৮ - ইতালির সিসিলিতে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়, এতে ৭৫ হাজারের বেশি মানুষ নিহত হন।
- ১৯১০ - ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।
- ১৯২১ - কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্বোধন হয়।
- ১৯৫৬ - বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) গঠিত হয়।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।
- ১৯৭৪ - বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা হয়।
- ১৯৭৯ – ঢাকার কুর্মিটোলায় জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের (বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) উদ্বোধন করা হয়।
- ১৯৮৪ - ত্রিশতম সেঞ্চুরিটি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কার কর্তৃক ব্রাডম্যানের বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।
- ২০২০ - মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।[১]
- ২০২২ - বাংলাদেশে প্রথম মেট্রোরেল উদ্বোধন।
Remove ads
- ১৮৫৬ - উড্রো উইলসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।
- ১৮৮৯ - আহমেদ ফজলুর রহমান, ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালী উপাচার্য।
- ১৮৯৪ - কিথ জনসন, অস্ট্রেলীয় ক্রিকেট প্রশাসক।
- ১৯০৩ - জন ভন নিউম্যান, হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ। (মৃ. ১৯৫৭)
- ১৯১১ - ফণী মজুমদার, ভারতের হিন্দি চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯৪)
- ১৯২২ - রমাপদ চৌধুরী, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও গল্পকার।(মৃ.২০১৮)
- ১৯২৬ - ডোনাল্ড কার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৩৭ - রতন টাটা, ভারতীয় শিল্পপতি।
- ১৯৪১ - ইন্তিখাব আলম, পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৩৯ - রিজিয়া রহমান, লেখক, গল্পকার, ঔপন্যাসিক।
- ১৯৪৪ - ক্যারি মুলিস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবরসায়নবিজ্ঞানী। (মৃ. ২০১৯)
- ১৯৫৪ - রমাপ্রসাদ বণিক, ভারতীয় বাঙালি থিয়েটার অভিনেতা, পরিচালক ও নাট্যকার। (মৃ.২০১০)
Remove ads
- ১৮৫৯ - লর্ড ম্যাকলে, ব্রিটিশ ইতিহাসবেত্তা।
- ১৯২৫ - সের্গেই এসিয়েনিন, কবি।
- ১৯২৭ - হাকিম আজমল খান, হিন্দু-মুসলমান একতার সক্রিয় কর্মী, ইউনানি চিকিৎসক।
- ১৯৩২ - জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৮৩ - ভারতীয় বাঙালি গায়ক চলচ্চিত্র অভিনেতা ও নাট্য অভিনেতা রবীন মজুমদার। (জ.১৯১৯)
- ১৯৮৭ - হ্যাপী আখন্দ, বাংলাদেশী পপ রক গায়ক।
- ১৯৯৩ - আব্দুল জব্বার খান, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার।
- ১৯৯৮ - ভৈরব গঙ্গোপাধ্যায়, বাঙালি যাত্রাপালাকার। (জ. ১৯৩৪)
- ২০০৪ - সুসান সনট্যাগ, মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।
- ২০১১ - রাজিয়া খান, বাংলাদেশী সাহিত্যিক। (জ.১৯৩৬)
Remove ads
- কিং তাসকিন ম্যামোরিয়াল ডে (থাইল্যান্ড)
- প্রোক্লেইমেশন ডে (অস্ট্রেলিয়া)
- প্রজাতন্ত্র দিবস (দক্ষিণ সুদান)
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.
Remove ads