Loading AI tools
আরবি ও অন্যান্য ভাষা লেখার জন্য ব্যবহৃত বর্ণমালা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আরবি বর্ণমালা (الأَبْجَدِيَّة العَرَبِيَّة আল্-আব্জাদীয়াহ্ আল্-ʻআরবীয়াহ্ বা الحُرُوف العَرَبِيَّة আল্-হুরুফ্ আল্-ʻআরবীয়াহ্) ২৮টি বর্ণ নিয়ে গঠিত একটি লিখন পদ্ধতি যা আরবি ও কুর্দি ভাষা লিখতে ব্যবহার করা হয়। এদের মধ্যে প্রতিটি বর্ণের একটি বিচ্ছিন্ন রূপ, আদ্য রূপ, মধ্য রূপ ও অন্ত্য রূপ হয়। আরবি লিপি ডান থেকে বাম দিকে লেখা হয়। আরবি লিপি কখনো কখনো সোমালি ও মালাগাসি ভাষাও লিখতে ব্যবহার করা হয়।
আরবি বর্ণমালা | |
---|---|
লিপির ধরন | |
সময়কাল | ৪০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত[1] |
লেখার দিক | ডান-থেকে-বাম |
ভাষাসমূহ | প্রধানত আরবি ভাষা, আরো ভিন্ন ভাষা আরবি লিপির একটি পরিমার্জিত সংস্করণ ব্যবহার করে। |
সম্পর্কিত লিপি | |
উদ্ভবের পদ্ধতি | মিশরীয় চিত্রলিপি
|
ভগিনী পদ্ধতি | |
আইএসও ১৫৯২৪ | |
আইএসও ১৫৯২৪ | Arab, , আরবি |
ইউনিকোড | |
ইউনিকোড উপনাম | আরবি |
ইউনিকোড পরিসীমা | U+0600 to U+06FF U+0750 to U+077F |
আরবি বর্ণমালাকে আবজাদ হিসেবে বিবেচনা করা হয়, শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ লিখতে হয়; স্বরবর্ণের জন্য ডায়াক্রিটিক্সের ঐচ্ছিক ব্যবহারের কারণে, এটি একটি অশুদ্ধ আবজাদ হিসাবে বিবেচিত হয়।[2]
আরবি বর্ণমালার একটি পরিমার্জিত সংস্করণ, যা "ফার্সি লিপি" হিসাবে পরিচিত হয়, তা ফার্সি, উর্দু, পশতু, কিরগিজ, উইগুর, বেলুচি, কাশ্মীরি, পাঞ্জাবী, সিন্ধি ও ডোগরি ভাষা লিখতে ব্যবহার করা হয়।
আরবি লিপির ভৌগোলিক বিস্তার | |
---|---|
→ যেসব দেশে আরবি লিপি একমাত্র সরকারি লিপি | |
→ যেসব দেশে অন্যান্য লিপির পাশাপাশি আরবি লিপির প্রচলন আছে |
আরবি বর্ণমালার উৎপত্তি আরামীয় লিপি থেকে। আরামীয় লিপি খ্রিস্টীয় ৪র্থ শতক থেকেই প্রচলিত ছিল। কিন্তু এতে ব্যঞ্জনবর্ণের সংখ্যা আরবি ভাষার তুলনায় ছিল কম। তাই একই আরামীয় বর্ণ আরবি ভাষার একাধিক বর্ণ নির্দেশে ব্যবহার করা হত। এই দ্ব্যর্থতা দূর করার জন্য ৭ম শতক থেকে বর্ণগুলির নিচে বা উপরে বিভিন্ন অতিরিক্ত চিহ্ন ব্যবহার করা শুরু হয়। এই চিহ্নগুলিই আরবিকে স্বতন্ত্র লিপি হিসেবে অন্যান্য লিপি থেকে পৃথক করেছে। এছাড়া পবিত্র কুরআনের বিশুদ্ধ পঠন নিশ্চিত করার জন্য আরও কিছু চিহ্ন আরবি লিপিতে অন্তর্ভুক্ত করা হয়, যাদের মধ্যে হ্রস্ব স্বরধ্বনি ও ব্যঞ্জনদ্বিত্ব নির্দেশকারী চিহ্নগুলি অন্যতম।
ইসলামের প্রথম শতকে সংঘটিত এই সংস্কারগুলির পর আরবি লিপির যৎসামান্য সংস্কার হয়েছে। তাই চিরায়ত আরবি লিপি এবং আধুনিক আরবি লিপির মধ্যে তেমন কোনও পার্থক্য নেই। সুবিশাল আরব বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের মুখের আরবি ভাষায় বিস্তর ফারাক থাকলেও সর্বত্রই একই আরবি লিপি ব্যবহৃত হয়। হস্তলিপিশিল্প আরবি লিপিতে যেভাবে প্রযুক্ত হয়েছে, অন্যান্য ভাষার লিপিতে এমনটি দেখা যায় না। লিপির সৌষ্ঠব ও কারুকাজ সামগ্রিক আরবি শিল্পকলার অঙ্গাঙ্গীভূত একটি বিষয়।
আবজাদি ক্রমধারায় ২৯টি আরবি বর্ণ এবং তাদের বাংলা উচ্চারণ :
غ | ظ | ض | ذ | خ | ث | ت | ش | ر | ق | ص | ف | ع | س | ن | م | ل | ك | ي | ط | ح | ز | و | ه | د | ج | ب | ا |
গাইন (গ্) | জোয়া (য্/জ্/জ্ব) | দোয়াদ (দ্/দ্ব) | যাল (য্) | খা' (খ্) | সা' (স্/ছ্) | তা' (ত্) | শিন/শীন (শ্) | রা' (র্) | কফ (ক্/ক্ব/ক) | ছোয়াদ/সোয়াদ (ছ্,স্) | ফা' (ফ্) | ‘আইন (‘আ, ‘ই, ‘উ) | সিন/সীন (স্) | নুন (ন্) | মিম (ম্) | লাম (ল্) | কাফ (ক্) | ইয়া (ইয়্) | তোয়া (ত্/ত্ব/ত) | হা' (হ্) | যা' (য্) | ওয়াও (ওয়্) | হা (হ্) | দাল/দ্বাল (দ্/দ্ব্) | জিম/জ্বিম (জ্/জ্ব্) | বা' (ব্) | আলিফ (আ, ই, উ) |
২৮ | ২৭ | ২৬ | ২৫ | ২৪ | ২৩ | ২২ | ২১ | ২০ | ১৯ | ১৮ | ১৭ | ১৬ | ১৫ | ১৪ | ১৩ | ১২ | ১১ | ১০ | ৯ | ৮ | ৭ | ৬ | ৫ | ৪ | ৩ | ২ | ১ |
আধুনিক অভিধানসমূহ ও তথ্যসূত্রের গ্রন্থসমূহ বর্ণানুক্রমিকভাবে শব্দের ক্রমধারা রক্ষার ক্ষেত্রে আবজাদি ক্রমধারা ব্যবহার করে না, এক্ষেত্রে এর পরিবর্তে তুলনামুলক নতুন হিজাজি ক্রমধারা ব্যবহার ব্যবহার করা হয়, যেখানে বর্ণগুলো বর্ণগুলোকে আকৃতির সাদৃশ্যের ভিত্তিতে আংশিকভাবে একত্রে দলবদ্ধ করা হয়েছে। হিজাজি ক্রমধারাকে কখনোই সংখ্যা হিসেবে ব্যবহার করা হয় না।
ي | و | ه | ن | م | ل | ك | ق | ف | غ | ع | ظ | ط | ض | ص | ش | س | ز | ر | ذ | د | خ | ح | ج | ث | ت | ب | ا |
ইয়া (য়ি) | ওয়াও (ওয়) | হা (হ) | নুন (ন) | মীম (ম) | লাম (ল) | কাফ (ক) | ক্বফ (ক্ব) | ফা (ফ) | গ্বঈন (ঘ) | আঈন (য়্ব') | য্বোয়া (য্ব) | ত্বোয়া (ত্ব) | দ্বোয়াদ (দ্ব) | সোয়াদ (অতি লঘু স ও আংশিক ছ এর সদৃশ) | শীন (শ) | স (লঘু স) | য্ঝা (য্ঝ) | র (র) | য্বাল (ধ, দ,ও য এর মিশ্রণ) | দ্বাল (দ্ব) | খ্ব (খ্ব) | হা (হ) | জীম (জ) | সা/থা (স ও থ এর মধ্যবর্তী) | তা (ত) | বা (ব) | আলিফ (অ) |
আরবি লিপি ডান থেকে বাম দিকে লেখা হয়। এবং লিপিটি পেঁচিয়ে এক বর্ণ আরেক বর্ণের সাথে সংযুক্ত করে লিখতে হয়। তবে ⟨و ز ر ذ د ا⟩ - এই ছয়টি বর্ণ এককভাবে বসে। ফলে এই বর্ণবিশিষ্ট শব্দের ক্ষেত্রে ফাঁক দেখা যায়। এই ছয়টি বর্ণ ছাড়া বাকী সমস্ত বর্ণ চার রকমের রূপ ধারণ করতে পারে: আদ্য, মধ্য, অন্ত্য এবং বিচ্ছিন্ন। এই রূপগুলিতে অনেক সময় বর্ণটির মূল রূপের অনেক বৈশিষ্ট্য বাদ যায়। এছাড়া অনেক সময় একাধিক লিপির সমন্বয়ে যুক্তলিপি ব্যবহার করা হয়।
বর্ণের আধার | বর্ণের নাম বাংলায় |
আরবি নাম |
বর্ণের বাংলা মান |
আ-ধ্ব-ব | রূপ | বিচ্ছিন্ন রূপ | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
আসল | অভিধানে | অন্ত্য | মধ্য | আদ্য | |||||
১ | ১ | আলিফ্ | ألف | আ / ’ | ভিন্ন; /aː/ -সহ[১] |
ـا | ا | ||
২ | ২ | বা' | باء | ব | /b/[২] | ـب | ـبـ | بـ | ب |
২২ | ৩ | তা' | تاء | ত় | /t/ | ـت | ـتـ | تـ | ت |
২৩ | ৪ | ছা’ | ثاء | থ | /θ/ | ـث | ـثـ | ثـ | ث |
৩ | ৫ | জিম্ | جيم | জ (বা গ) | /d͡ʒ/[৩][২] | ـج | ـجـ | جـ | ج |
৮ | ৬ | হা’ | حاء | হ্ব | /ħ/ | ـح | ـحـ | حـ | ح |
২৪ | ৭ | খ’ | خاء | খ় | /x/ | ـخ | ـخـ | خـ | خ |
৪ | ৮ | দাল্ | دال | দ | /d/ | ـد | د | ||
২৫ | ৯ | যাল্ | ذال | ধ | /ð/ | ـذ | ذ | ||
২০ | ১০ | র’ | راء | র | /r/ | ـر | ر | ||
৭ | ১১ | ঝা | زاي | য | /z/ | ـز | ز | ||
১৫ | ১২ | সিন্ | سين | স | /s/ | ـس | ـسـ | سـ | س |
২১ | ১৩ | শীন্ | شين | শ | /ʃ/ | ـش | ـشـ | شـ | ش |
১৮ | ১৪ | স্বদ্ | صاد | স় | /sˤ/ | ـص | ـصـ | صـ | ص |
২৬ | ১৫ | দ্বদ্ | ضاد | দ় | /dˤ/ | ـض | ـضـ | ضـ | ض |
৯ | ১৬ | ত্ব’ | طاء | ত | /tˤ/ | ـط | ـطـ | طـ | ط |
২৭ | ১৭ | জ্ব’ | ظاء | য্ব | /ðˤ/ | ـظ | ـظـ | ظـ | ظ |
১৬ | ১৮ | ‘আইন্ | عين | ‘ | /ʕ/ | ـع | ـعـ | عـ | ع |
২৮ | ১৯ | গইন্ | غين | ঘ | /ɣ/[২] | ـغ | ـغـ | غـ | غ |
১৭ | ২০ | ফা’ | فاء | ফ | /f/[২] | ـف | ـفـ | فـ | ف |
১৯ | ২১ | ক্বফ | قاف | ক় | /q/[২] | ـق | ـقـ | قـ | ق |
১১ | ২২ | কাফ্ | كاف | ক | /k/[২] | ـك | ـكـ | كـ | ك |
১২ | ২৩ | লাম্ | لام | ল | /l/ | ـل | ـلـ | لـ | ل |
১৩ | ২৪ | মিম্ | ميم | ম | /m/ | ـم | ـمـ | مـ | م |
১৪ | ২৫ | নুন্ | نون | ন | /n/ | ـن | ـنـ | نـ | ن |
৫ | ২৬ | হা’ | هاء | হ | /h/ | ـه | ـهـ | هـ | ه |
৬ | ২৭ | ৱাৱ্ (ওয়াও) | واو | ৱ / উ | /w/, /uː/[২] | ـو | و | ||
১০ | ২৮ | য়া’ | ياء | য় / ই | /j/, /iː/[২] | ـي | ـيـ | يـ | ي |
টীকা
শাদ্দাহ্ (شَدّة) যেকোনো আরবি বর্ণের উপরে বসালে তার উচ্চারণ দ্বিগুণ হয়।
চিহ্ন | নাম | উচ্চারণ |
---|---|---|
ّ ّ | শাদ্দাহ্ (شَدّة) | (ব্যঞ্জনধ্বনি দ্বিগুণ করে) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.