Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোচ বা আইসিএফ কোচ বলতে ভারতীয় রেলের বেশিরভাগ রেলপথে ব্যবহৃত যাত্রীবাহী কামরাকে বোঝায়।[1] ১৯৫৫ থেকে ২০১৮ সালের মধ্যে ৫৪,০০০টির বেশি আইসিএফ কোচ তৈরি করা হয়েছিল এবং এর মধ্যে কিছু কামরা অন্য দেশে রপ্তানি করা হয়েছিল।[2] ২০৩০ সালের মধ্যে এই ধরনের কামরাগুলোকে প্রত্যাহার করা হবে।[3]
ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) কোচ | |
---|---|
নকশাকার | সুইস ওয়াগন ও লিফট প্রস্তুতকারী সংস্থা |
নির্মিত |
|
নির্মাণ সম্পূর্ণ হয় | ১৯৫৫–২০১৮ |
বাতিল | আনু.২০০০–২০০৯ (ফিলিপাইন জাতীয় রেল) |
নির্মিত রেলগাড়ির সংখ্যা | ৫৪,০০০টির বেশি, যার মধ্যে ৬০১টি রপ্তানি |
বাতিলকৃত সংখ্যা |
|
উত্তরসূরি |
|
পরিচালনাকারী |
|
সবিস্তার বিবরণী | |
রেল নির্মাণশৈলী | মরিচাবিহীন ইস্পাত ও ওয়েদারিং স্টিল |
কামরার দৈর্ঘ্য | ২২,২৯৭ মিলিমিটার (২২.২৯৭ মি) (বাফারসহ) |
প্রস্থ | ৩,২৪৫ মিলিমিটার (৩.২৪৫ মি) |
উচ্চতা | ৪,০২৫ মিলিমিটার (৪.০২৫ মি) |
তলার উচ্চতা | ১,৩১৩ মিলিমিটার (১.৩১৩ মি) |
হুইলবেস | ১৪,৭৮৩ মিলিমিটার (১৪.৭৮৩ মি) |
সর্বোচ্চ গতি | ১৩০ কিমি/ঘ (৮১ মা/ঘ) |
বগিসংখ্যা | আইসিএফ বগি |
ন্যূনতম বাঁক ব্যাসার্ধ | 152.4 m |
কাপলিং ব্যবস্থা | বাফার্স অ্যান্ড চেইন কাপলার, এএআর এইচ টাইপ টাইটলক সিবিসি কাপলিং |
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
১৯৫৫ সালে ইট লাল লিভারিতে এইধরনের কামরা চালু হয়েছিল। ১৯৯০-এর দশকে এর রং নীল করা হয়েছিল এবং ২০০৮ সালে এর রং বেজ ও লাল রাখা হয়েছিল।[4]
রাজধানী, শতাব্দী, দুরন্ত ও গরিব রথ এক্সপ্রেস ট্রেনগুলো আইসিএফ কোচ নিয়ে শুরু হয়েছিল। এর মধ্যে গরিব রথ এক্সপ্রেস এখনও আইসিএফ কোচ ব্যবহার করলেও অন্যান্য এক্সপ্রেস ট্রেন এলএইচবি কোচ ব্যবহার করছে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.