উয়েফা ইউরো ২০১৬ (ইংরেজি: UEFA Euro 2016, ফরাসি: Championnat d'Europe de football 2016) হল উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ১৫তম সংস্করণ। উয়েফা ইউরো ২০১৬ -র ভেন্যু ফ্রান্সের ১০টি শহরে ১০ জুন থেকে ১০ জুলাইয়ের পর্যন্ত চলেছিল।[৪][৫]
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ। (এপ্রিল ২০১৭) |
UEFA Euro 2016 (ইংরেজি) Championnat d'Europe de football 2016 (ফরাসি) | |
---|---|
বিবরণ | |
স্বাগতিক দেশ | ফ্রান্স |
তারিখ | ১০ জুন– ১০ জুলাই ২০১৬ |
দল | ২৪ |
মাঠ | ১০ (১০টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | পর্তুগাল (১ম শিরোপা) |
রানার-আপ | ফ্রান্স |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৫১ |
গোল সংখ্যা | ১০৮ (ম্যাচ প্রতি ২.১২টি) |
দর্শক সংখ্যা | ২৪,২৭,৩০৩ (ম্যাচ প্রতি ৪৭,৫৯৪ জন) |
শীর্ষ গোলদাতা | অঁতোয়ান গ্রিয়েজমান (৬ গোল)[১] |
সেরা খেলোয়াড় | অঁতোয়ান গ্রিয়েজমান[২] |
সেরা যুব খেলোয়াড় | রেনাতো সানচেজ[৩] |
মাঠ
Saint-Denis (Paris area) |
Marseille | Décines-Charpieu (Lyon area) |
Villeneuve-d'Ascq (Lille area) |
---|---|---|---|
স্তাদ দ্য ফ্রঁস | ভেলোদ্রোম স্টেডিয়াম | স্তাদ দ্য লিওঁ | Stade Pierre-Mauroy |
Capacity: 81,338 | Capacity: 67,394 | Capacity: 59,286 | Capacity: 50,186 |
Paris | Bordeaux | ||
পার্ক দে প্রাঁস | স্তাদ দ্য বর্দো | ||
Capacity: 48,712 | Capacity: 42,115 | ||
চিত্র:Paris Le Parc des Princes.jpg | |||
Saint-Étienne | Lens | Nice | Toulouse |
Stade Geoffroy-Guichard | Stade Bollaert-Delelis | Stade de Nice | Stadium Municipal |
Capacity: 41,965 | Capacity: 38,223 | Capacity: 35,624 | Capacity: 33,150 |
গ্রুপ পর্ব
টাইব্রেকার
প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হয়েছিল:[৬][৭]
- যেসকল দলের পয়েন্ট সমান, তাদের ম্যাচে পয়েন্ট;
- যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল পার্থক্য;
- যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল সংখ্যা;
- যদি মানদণ্ড ১ থেকে ৩ প্রয়োগ করার পরও দলগুলো সমতায় থাকে, তবে মানদণ্ড ১ থেকে ৩ শুধুমাত্র দলগুলোর মধ্যে ম্যাচগুলোর ক্ষেত্রে পুনরায় প্রয়োগ করা হয়।[ক] এই পদ্ধতিটি যদি কোন সিদ্ধান্তের দিকে পরিচালিত না করে তবে মানদণ্ড ৫ থেকে ১০ প্রযোজ্য;
- গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল পার্থক্য;
- গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল সংখ্যা;
- গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের জয়ের সংখ্যা;[খ]
- যদি গ্রুপ পর্বের শেষ পর্বে, দুটি দল একে অপরের মুখোমুখি হয় এবং প্রত্যেকের একই সংখ্যক পয়েন্ট থাকে, এর পাশাপাশি একই সংখ্যক গোল করা এবং হজম করা হয় এবং তাদের ম্যাচ শেষে স্কোর সমতায় থেকে, তবে তাদের অবস্থান পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারিত হয়। (এই মানদণ্ডটি ব্যবহার করা হয় না, যদি দুটির বেশি দলের একই সংখ্যক পয়েন্ট থাকে।);
- গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের অ্যাওয়ে জয়ের সংখ্যা;
- গ্রুপ পর্বের সকল ম্যাচে সর্বনিম্ন শাস্তিমূলক পয়েন্ট (লাল কার্ড = ৩ পয়েন্ট, হলুদ কার্ড = ১ পয়েন্ট, এক ম্যাচে দুটি হলুদ কার্ডের জন্য বহিষ্কার = ৩ পয়েন্ট, হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = ৪ পয়েন্ট);
- সামগ্রিক র্যাঙ্কিংয়ে উচ্চতর অবস্থান।
টীকা
গ্রুপ এ
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ফ্রান্স (H) | ৩ | ২ | ১ | ০ | ৪ | ১ | +৩ | ৭ | নক-আউট পর্ব |
২ | সুইজারল্যান্ড | ৩ | ১ | ২ | ০ | ২ | ১ | +১ | ৫ | |
৩ | আলবেনিয়া | ৩ | ১ | ০ | ২ | ১ | ৩ | −২ | ৩ | |
৪ | রোমানিয়া | ৩ | ০ | ১ | ২ | ২ | ৪ | −২ | ১ |
গ্রুপ বি
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ওয়েলস | ৩ | ২ | ০ | ১ | ৬ | ৩ | +৩ | ৬ | নক-আউট পর্ব |
২ | ইংল্যান্ড | ৩ | ১ | ২ | ০ | ৩ | ২ | +১ | ৫ | |
৩ | স্লোভাকিয়া | ৩ | ১ | ১ | ১ | ৩ | ৩ | ০ | ৪ | |
৪ | রাশিয়া | ৩ | ০ | ১ | ২ | ২ | ৬ | −৪ | ১ |
গ্রুপ সি
গ্রুপ ডি
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ক্রোয়েশিয়া | ৩ | ২ | ১ | ০ | ৫ | ৩ | +২ | ৭ | নক-আউট পর্ব |
২ | স্পেন | ৩ | ২ | ০ | ১ | ৫ | ২ | +৩ | ৬ | |
৩ | তুরস্ক | ৩ | ১ | ০ | ২ | ২ | ৪ | −২ | ৩ | |
৪ | চেক প্রজাতন্ত্র | ৩ | ০ | ১ | ২ | ২ | ৫ | −৩ | ১ |
গ্রুপ ই
গ্রুপ এফ
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | হাঙ্গেরি | ৩ | ১ | ২ | ০ | ৬ | ৪ | +২ | ৫[ক] | নক-আউট পর্ব |
২ | আইসল্যান্ড | ৩ | ১ | ২ | ০ | ৪ | ৩ | +১ | ৫[ক] | |
৩ | পর্তুগাল | ৩ | ০ | ৩ | ০ | ৪ | ৪ | ০ | ৩ | |
৪ | অস্ট্রিয়া | ৩ | ০ | ১ | ২ | ১ | ৪ | −৩ | ১ |
তৃতীয় স্থানাধিকারী দলগুলির অবস্থান
অব | গ্রুপ | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বি | স্লোভাকিয়া | ৩ | ১ | ১ | ১ | ৩ | ৩ | ০ | ৪ | নক-আউট পর্ব |
২ | ই | প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড | ৩ | ১ | ১ | ১ | ২ | ৪ | −২ | ৪ | |
৩ | এফ | পর্তুগাল | ৩ | ০ | ৩ | ০ | ৪ | ৪ | ০ | ৩ | |
৪ | সি | উত্তর আয়ারল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ২ | ২ | ০ | ৩ | |
৫ | ডি | তুরস্ক | ৩ | ১ | ০ | ২ | ২ | ৪ | −২ | ৩ | |
৬ | এ | আলবেনিয়া | ৩ | ১ | ০ | ২ | ১ | ৩ | −২ | ৩ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) মোট পয়েন্ট; ২) মোট গোল পার্থক্য; ৩) মোট স্বপক্ষে গোল; ৪) ফেয়ার প্লে পয়েন্ট; ৫) উয়েফা সামগ্রিক র্যাঙ্কিং-এ অবস্থান
নক-আউট পর্ব
১৬ দলের পর্ব | কোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | |||||||||||
25 June – Saint-Étienne | ||||||||||||||
সুইজারল্যান্ড | 1 (4) | |||||||||||||
30 June – Marseille | ||||||||||||||
পোল্যান্ড (পে.) | 1 (5) | |||||||||||||
পোল্যান্ড | 1 (3) | |||||||||||||
25 June – Lens | ||||||||||||||
পর্তুগাল (পে.) | 1 (5) | |||||||||||||
ক্রোয়েশিয়া | 0 | |||||||||||||
6 July – Décines-Charpieu | ||||||||||||||
পর্তুগাল (অ.স.প.) | 1 | |||||||||||||
পর্তুগাল | 2 | |||||||||||||
25 June – Paris | ||||||||||||||
ওয়েলস | 0 | |||||||||||||
ওয়েলস | 1 | |||||||||||||
1 July – Villeneuve-d'Ascq | ||||||||||||||
উত্তর আয়ারল্যান্ড | 0 | |||||||||||||
ওয়েলস | 3 | |||||||||||||
26 June – Toulouse | ||||||||||||||
বেলজিয়াম | 1 | |||||||||||||
হাঙ্গেরি | 0 | |||||||||||||
10 July – Saint-Denis | ||||||||||||||
বেলজিয়াম | 4 | |||||||||||||
পর্তুগাল (অ.স.প.) | 1 | |||||||||||||
26 June – Villeneuve-d'Ascq | ||||||||||||||
ফ্রান্স | 0 | |||||||||||||
জার্মানি | 3 | |||||||||||||
2 July – Bordeaux | ||||||||||||||
স্লোভাকিয়া | 0 | |||||||||||||
জার্মানি (পে.) | 1 (6) | |||||||||||||
27 June – Saint-Denis | ||||||||||||||
ইতালি | 1 (5) | |||||||||||||
ইতালি | 2 | |||||||||||||
7 July – Marseille | ||||||||||||||
স্পেন | 0 | |||||||||||||
জার্মানি | 0 | |||||||||||||
26 June – Décines-Charpieu | ||||||||||||||
ফ্রান্স | 2 | |||||||||||||
ফ্রান্স | 2 | |||||||||||||
3 July – Saint-Denis | ||||||||||||||
প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড | 1 | |||||||||||||
ফ্রান্স | 5 | |||||||||||||
27 June – Nice | ||||||||||||||
আইসল্যান্ড | 2 | |||||||||||||
ইংল্যান্ড | 1 | |||||||||||||
আইসল্যান্ড | 2 | |||||||||||||
ফাইনাল
পর্তুগাল[৯]
|
ফ্রান্স[৯]
|
পরিসংখ্যান
এই প্রতিযোগিতায় ৫১টি ম্যাচে ১০৮টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.১২টি গোল।
৬টি গোল
৩টি গোল
- অলিভিয়ে জিরু
- দিমিত্রি পায়ে
- নানি
- ক্রিস্তিয়ানো রোনালদো
- আলভারো মোরাতা
- গ্যারেথ বেল
২টি গোল
- রোমেলু লুকাকু
- রাদজা নাইঙ্গোলান
- ইভান পেরিশিচ
- মারিও গোমেজ
- বালাস সুদজাক
- বিরকির জার্নাসন
- কলবিন সিগপরসন
- গ্রাজিয়ানো পিলে
- ইয়াকুব ব্লাসজিকোস্কি
- রবি ব্র্যাডি
- বোগদান স্তানসু
- হাল রবসন-কানু
উৎস: উয়েফা[১০]
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.