২০১৩ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (পৃষ্টপোষকতা জনিত কারণে প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ নামে পরিচিত) ১১ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে শুরু হয়। যেখানে ৮টি দল হোম ও এওয়ে পদ্ধতিতে একে-অপরের সঙ্গে খেলে।[1] চট্টগ্রাম আবাহনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।

দ্রুত তথ্য মৌসুম, চ্যাম্পিয়ন ...
প্রিমিয়ার ব্যাংক চ্যাম্পিয়নশিপ লিগ
Thumb
মৌসুম২০১৩
চ্যাম্পিয়নচট্টগ্রাম আবাহনী
উন্নীতচট্টগ্রাম আবাহনীউত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব
অবনমনঢাকা ইউনাইটেড
বন্ধ

অংশগ্রহণকারী দলসমূহ

Thumb
ঢাকা
ঢাকা
চট্টগ্রাম
চট্টগ্রাম
২০১৩ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলোর অবস্থান

নিম্নলিখিত ৮টি ক্লাব ২০১৩ মৌসুমের সময় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নেন।

এই মৌসুমে মোট ২টি মাঠে খেলা হয়। মাঠগুলি হল-

চূড়ান্ত অবস্থান

আরও তথ্য অব, দল ...
অব
দল
খে

ড্র
হা
গপ
গবি
গপা
পয়েন্ট
যোগ্যতা অথবা অবনমন
চট্টগ্রাম আবাহনী (C) (P) ১৪ ২৮ ১১ +১৭ ৩০ ২০১৩-১৪ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগ -এ উন্নীত
উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব (P) ১৪ ২৭ ১৪ +১৩ ২৫
রহমতগঞ্জ এমএফএস ১৪ ১৬ ১৩ +৩ ১৯
ওয়ারী ক্লাব ১৪ ১৮ ১৭ +১ ১৬
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ১৪ ১৭ ২২ ১৬
আগ্রনী ব্যাংক স্পোর্টিং ক্লাব ১৪ ১৩ ২১ ১৫
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১৪ ১১ ২২ ১১ ১৫
ঢাকা ইউনাইটেড (R) ১৪ ১১ ২১ ১০ ১১ ঢাকা লিগ -এ অবনমন
বন্ধ

১৩ জুন ২০১৩ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত।
উত্স: বাফুফে
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) যতগুলি গোল করেছে।
(C) = চ্যাম্পিয়ন; (R) = অবনমন; (P) = উন্নীত; (E) = বাদ পড়া; (O) = প্লে-অফ বিজয়ী; (A) = পরবর্তী রাউন্ডে অগ্রিম উন্নীত।

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.