২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ১০০০০মিটার দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ১৭ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[1]
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ১০,০০০মিটার | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | ||||||||||||
তারিখ | ১৭ই আগস্ট | ||||||||||||
প্রতিযোগী | ২১টি দেশের ৩৯ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী | ||||
---|---|---|---|---|
ট্র্যাক বিভাগ | ||||
১০০ মিটার | পুরুষ | মহিলা | ||
২০০ মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০ মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০ মিটার | পুরুষ | মহিলা | ||
১৫০০ মিটার | পুরুষ | মহিলা | ||
৫০০০ মিটার | পুরুষ | মহিলা | ||
১০০০০ মিটার | পুরুষ | মহিলা | ||
১০০ মিটার বাধাদৌড় |
মহিলা | |||
১১০ মিটার বাধাদৌড় |
পুরুষ | |||
৪০০ মিটার বাধাদৌড় | পুরুষ | মহিলা | ||
৩০০০ মিটার স্টিপলচেজ |
পুরুষ | মহিলা | ||
৪ x ১০০ মিটার রিলে | পুরুষ | মহিলা | ||
৪ x ৪০০ মিটার রিলে | পুরুষ | মহিলা | ||
রোড বিভাগ | ||||
ম্যারাথন | পুরুষ | মহিলা | ||
২০ কিমি হাঁটা | পুরুষ | মহিলা | ||
৫০কিমি হাঁটা | পুরুষ | |||
ফিল্ড বিভাগ | ||||
লং জাম্প | পুরুষ | মহিলা | ||
ট্রিপল জাম্প | পুরুষ | মহিলা | ||
হাই জাম্প | পুরুষ | মহিলা | ||
পোল ভল্ট | পুরুষ | মহিলা | ||
শট পাট | পুরুষ | মহিলা | ||
ডিসকাস থ্রো | পুরুষ | মহিলা | ||
বর্শা নিক্ষেপ | পুরুষ | মহিলা | ||
হাতুড়ি ছোঁড়া | পুরুষ | মহিলা | ||
সম্মিলিত বিভাগ | ||||
হেপ্টাথলন | মহিলা | |||
ডেকাথলন | পুরুষ | |||
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ২৭:৫০.০০সেকেন্ড (A মান) এবং ২৮:১০.০০সেকেন্ড (B মান)।[2]
রেকর্ড
এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | কেনেনিসা বেকেল (ETH) | ২৬:১৭.৫৩ | ব্রাসেলস, বেলজিয়াম | ২৬শে আগস্ট ২০০৫ |
অলিম্পিক রেকর্ড | কেনেনিসা বেকেল (ETH) | ২৭:০৫.১০ | অ্যাথেন্স, গ্রীস | ২০শে আগস্ট ২০০৪ |
এই অলিম্পিকে যে অলিম্পিক রেকর্ড গড়া হয়, সেটি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
১৭ই আগস্ট | ফাইনাল | কেনেনিসা বেকেল | ইথিওপিয়া | ২৭:০১.১৭ | OR |
ফলাফল
এখানে সময়ের একক সেকেন্ড। নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -
|
|
ক্রম | নাম | রাষ্ট্র | সময় | টিকা[3] |
---|---|---|---|---|
কেনেনিসা বেকেল | ইথিওপিয়া | ২৭:০১.১৭ | ওআর | |
সিলেশি সিহিন | ইথিওপিয়া | ২৭:০২.৭৭ | ||
মিকা কোগো | কেনিয়া | ২৭:০৪.১১ | SB | |
মোজেস ডিমা মাসাই | কেনিয়া | ২৭:০৪.১১ | SB | |
৫ | জারসেনে তাদেসি | ইরিত্রিয়া | ২৭:০৫.১১ | |
৬ | হ্যালি গেবরসেলাসি | ইথিওপিয়া | ২৭:০৬.৬৮ | |
৭ | মার্টিন ইরুঙ্গু মাথাথি | কেনিয়া | ২৭:০৮.২৫ | PB |
৮ | আহমদ হাসান আবদুল্লা | কাতার | ২৭:২৩.৭৫ | SB |
৯ | ফাবিয়ানো জোসেফ নাসি | তানজানিয়া | ২৭:২৫.৩৩ | |
১০ | বনিফেস কিপরোপ টোরোইটিচ | উগান্ডা | ২৭:২৭.২৮ | |
১১ | সেলিম বেরাক | তুরস্ক | ২৭:২৯.৩৩ | NR |
১২ | কিদানে তাদিস | ইরিত্রিয়া | ২৭:৩৬.১১ | |
১৩ | গ্যালেন রুপ | মার্কিন যুক্তরাষ্ট্র | ২৭:৩৬.৯৯ | SB |
১৪ | ডিকসন মারওয়া | তানজানিয়া | ২৭:৪৮.০৩ | |
১৫ | আব্দিহাকিম আব্দিরহমান | মার্কিন যুক্তরাষ্ট্র | ২৭:৫২.৫৩ | |
১৬ | আব্দেল্লা ফলিল | মরক্কো | ২৭:৫৩.১৪ | |
১৭ | হুয়ান কার্লোস ডি লা ওসা | স্পেন | ২৭:৫৪.২০ | |
১৮ | হাসান মাহবুব | বাহরাইন | ২৭:৫৫.১৪ | |
১৯ | দিউডোনে দিসি | রুয়ান্ডা | ২৭:৫৬.৭৪ | |
২০ | এসা ইসমাইল রশিদ | কাতার | ২৭:৫৮.৬৭ | |
২১ | স্যামুয়েল শাউরি | তানজানিয়া | ২৮:০৬.২৬ | |
২২ | ফেলিক্স কিকওয়াই কিবোর | কাতার | ২৮:১১.৯২ | |
২৩ | কার্লস ক্যাস্টিলেজো | স্পেন | ২৮:১৩.৬৮ | |
২৪ | আয়াদ ল্যামডাসেম | স্পেন | ২৮:১৩.৭৩ | |
২৫ | জর্জ টোরেস | মার্কিন যুক্তরাষ্ট্র | ২৮:১৩.৯৩ | |
২৬ | সুরেন্দ্র কুমার সিং | ভারত | ২৮:১৩.৯৭ | |
২৭ | গুন্থার ওয়েডলিঙ্গার | অস্ট্রিয়া | ২৮:১৪.৩৮ | |
২৮ | কেনসুকি তাকিজাওয়া | জাপান | ২৮:২৩.২৮ | |
২৯ | হুয়ান কার্লোস রোমেরো | মেক্সিকো | ২৮:২৬.৫৭ | |
৩০ | সের্গেই ইভানভ | রাশিয়া | ২৮:৩৪.৭২ | |
৩১ | তাকায়ুকি মাতসুমিয়া | জাপান | ২৮:৩৯.৭৭ | |
৩২ | টেকলেমরিয়ম মেধিন | ইরিত্রিয়া | ২৮:৫৪.৩৩ | |
৩৩ | এরিক জাইলস | কানাডা | ২৯:০৮.১০ | |
৩৪ | রুই পেড্রো সিলভা | পর্তুগাল | ২৯:০৯.০৩ | |
৩৫ | আলেঝান্দ্রো সুয়ারেজ | মেক্সিকো | ২৯:২৪.৭৮ | |
কুথবার্ট নিয়াসাঙ্গো | জিম্বাবুয়ে | DNF | ||
ডেভিড গালভ্যান | মেক্সিকো | DNF | ||
মোহামেদ এল হাশিমি | মরক্কো | DNF | ||
খুদির আগুনে | আলজেরিয়া | DNS |
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.