হট্টিয়াঁ বালা জেলা

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

হট্টিয়াঁ বালা জেলাmap

হট্টিয়াঁ বালা পাকিস্তান শাসিত আজাদ জম্মু ও কাশ্মিরের দশ জেলার মধ্যে অন্যতম একটি জেলা। হট্টিয়াঁ বালা হচ্ছে জেলাটির প্রধান শহর।

দ্রুত তথ্য হট্টিয়াঁ বালা জেলা جہلم وادی ڈسٹرکٹ, আয়তন ...
হট্টিয়াঁ বালা জেলা
جہلم وادی ڈسٹرکٹ
Thumb
আয়তন
  স্থলভাগ৮৫৪ বর্গকিমি (৩৩০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৭)
  মোট২,৩০,৫২৯
  জনঘনত্ব২৭০/বর্গকিমি (৭০০/বর্গমাইল)
বন্ধ

ইতিহাস

১৯৪৮ সালে আজাদ জম্মু ও কাশ্মীর প্রতিষ্ঠার আগ পর্যন্ত এটি বারামূলা জেলার একটি অংশ ছিল। এছাড়াও তহসিল হিসেবে উরি নাম ছিল, তবে (বর্তমানে ভারতীয় কাশ্মীর) এর অধিনে পরিচালিত হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধের সময় যুদ্ধবিরতির পর, ২০০৯ সাল পর্যন্ত হট্টিয়াঁ বালা মজঃফরাবাদ জেলার অংশ হিসেবে গঠিত হয়েছিল। ২০০৯ সালের জুলাইয়ে, সরদার মহম্মদ ইয়াকুব খাঁর জোট সরকারের সময় এটিকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। নতুনভাবে প্রতিষ্ঠিত জেলাটির জনসংখ্যা প্রায় ২৩০,৫২২ জন এর মত।[১]

প্রশাসনিক বিভাগ

হট্টিয়াঁ বালা জেলায় ৩টি তহসীল রয়েছে:

  • হট্টিয়াঁ বালা,
  • চিকার
  • এবং লীপা তহসীল[২]

তথ্যসূত্র

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.