Loading AI tools
স্পেনীয় ফুটবলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সের্হিও রামোস গার্সিয়া (ইংরেজি: Sergio Ramos García; (স্পেনীয় উচ্চারণ: [ˈserxjo ˈramoz ɣarˈθi.a]; জন্ম: ৩০ মার্চ ১৯৮৬; এছাড়াও সার্জিও রামোস নামেও পরিচিত) হলেন একজন স্প্যানিশ পেশাদার ফুটবল খেলোয়াড়; যিনি ফরাসী পেশাদার ক্লাব পারি সাঁ-জেরমাঁ এবং বর্তমানে স্পেন দলের অধিনায়ক হয়ে খেলেন। প্রধানত তিনি একজন কেন্দ্রীয় ডিফেন্ডার হিসেবে খেলে থাকলেও; সমানভাবে একজন মানসম্মত ব্যাকের দায়িত্বও পালন করতে পারেন। অনেকের মতে রামোসকে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়, তার পাসিং এবং গোল করার ক্ষমতার জন্য প্রশংসিত হয়েছেন।[5][6][7] লিওনেল মেসির সাথে যৌথভাবে সর্বোচ্চ একটানা ১৫ মৌসুম গোল করেছে।[8] ফিফপ্রো বিশ্বকাপ একাদশে নয়বার যুক্ত হয়েছেন,যা কোনো রক্ষণভাগের খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ এবং সর্বোপরি তৃতীয় সর্বোচ্চ। উয়েফা টিম অফ দ্য ইয়ারে ছিলেন ৮ বার, তাও একজন রক্ষভাগের খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ এবং সর্বোপরি তৃতীয় সর্বোচ্চ। লা লিগা শ্রেষ্ঠ রক্ষণভাগের খেলোয়াড় হয়েছেন রেকর্ড ৫ বার।রিয়াল মাদ্রিদ তার সাথে দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। তিনি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন এর হয়ে দুবছর খেলার পর ট্রান্সফার উইন্ডো ২০২৩ এর একদম শেষ দিনে স্প্যানিশ ক্লাব সেভিলা তে আবার যোগদান করেছেন।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | সের্হিও রামোস গার্সিয়া[1][2] | ||||||||||||||||||||||||||||||||||
জন্ম | [3] | ৩০ মার্চ ১৯৮৬||||||||||||||||||||||||||||||||||
জন্ম স্থান | কামাস, স্পেন | ||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১.৮৪ মি (৬ ফু ০ ইঞ্চি)[4] | ||||||||||||||||||||||||||||||||||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||||||||||||||||||||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||||||||||||||||||||
বর্তমান দল | পারি সাঁ-জেরমাঁ | ||||||||||||||||||||||||||||||||||
জার্সি নম্বর | ৪ | ||||||||||||||||||||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||||||||||||||||||||
১৯৯৬–২০০৩ | সেভিয়া | ||||||||||||||||||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||||||||||||||||||||
২০০৩–২০০৪ | সেভিয়া বি | ২৬ | (২) | ||||||||||||||||||||||||||||||||
২০০৪–২০০৫ | সেভিয়া | ৩৯ | (২) | ||||||||||||||||||||||||||||||||
২০০৫–২০২১ | রিয়াল মাদ্রিদ | ৪৬৯ | (৭২) | ||||||||||||||||||||||||||||||||
২০২১– | পারি সাঁ-জেরমাঁ | ৪৯ | (৪) | ||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||||||||||||||||||||
২০০২ | স্পেন অনূর্ধ্ব ১৭ | ১ | (০) | ||||||||||||||||||||||||||||||||
২০০৪ | স্পেন অনূর্ধ্ব ১৯ | ৬ | (০) | ||||||||||||||||||||||||||||||||
২০০৪ | স্পেন অনূর্ধ্ব ২১ | ৬ | (০) | ||||||||||||||||||||||||||||||||
২০০৫– | স্পেন | ১৮০ | (২৩) | ||||||||||||||||||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৯:৪০, ১৩ মার্চ ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩:১৫ ৩১ মার্চ ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ক্লাব | মৌসুম | লিগ | কাপ1 | ইউরোপ | মোট | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
এপস | গোল | এপস | গোল | এপস | গোল | এপস | গোল | ||
সেবিলা | ২০০৩–০৪ | ৭ | ০ | ০ | ০ | ০ | ০ | ৭ | ০ |
২০০৪–০৫ | ৩১ | ২ | ৫ | ০ | ৫ | ১ | ৪১ | ৩ | |
২০০৫–০৬ | ১ | ০ | ০ | ০ | ০ | ০ | ১ | ০ | |
মোট | ৩৯ | ২ | ৫ | ০ | ৫ | ১ | ৪৯ | ৩ | |
রিয়াল মাদ্রিদ | ২০০৫–০৬ | ৩৩ | ৪ | ৬ | ১ | ৭ | ১ | ৪৬ | ৬ |
২০০৬–০৭ | ৩৩ | ৫ | ৩ | ০ | ৬ | ১ | ৪২ | ৬ | |
২০০৭–০৮ | ৩৩ | ৫ | ৫ | ১ | ৭ | ০ | ৪৫ | ৬ | |
২০০৮–০৯ | ৩২ | ৪ | ২ | ১ | ৮ | ১ | ৪২ | ৬ | |
২০০৯–১০ | ৩৩ | ৪ | ০ | ০ | ৭ | ০ | ৪০ | ৪ | |
২০১০–১১ | ৩১ | ৩ | ৭ | ১ | ৮ | ০ | ৪৬ | ৪ | |
২০১১–১২ | ৩৪ | ৩ | ৬ | ০ | ১১ | ১ | ৫১ | ৪ | |
২০১২–১৩ | ২৬ | ৪ | ৫ | ০ | ৯ | ১ | ৪০ | ৫ | |
২০১৩–১৪ | ৩২ | ৪ | ৮ | ০ | ১১ | ৩ | ৫১ | ৭ | |
মোট | ২৮৭ | ৩৬ | ৪২ | ৪ | ৭৪ | ৪ | ৪০৩ | ৪৮ | |
কর্মজীবনের সর্বমোট | ৩২৬ | ৩৮ | ৪৭ | ৪ | ৭৯ | ৯ | ৪৫২ | ৫১ |
1Includes Supercopa de España.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.