সারাহ (/ˈsɛərə/;[1] হিব্রু: שָׂרָה, আধুনিক: Sara, টিবেরীয়: Śārā ISO 259-3 Śarra; লাতিন: Sara; Arabic: سارا or سارة), ছিলেন খ্রিস্ট এবং ইসলাম ধর্মানুসারে ইব্রাহিমের স্ত্রী এবং ইসহাকের মাতা।[2] হিব্রু নাম সারাহ বলতে "অভিজাত নারী" বোঝায়।

দ্রুত তথ্য সারাহ, তথ্য ...
সারাহ
তথ্য
পরিবারতেরাহ (পিতা)
দাম্পত্য সঙ্গীইব্রাহিম
সন্তানইসহাক
জন্মনামসরাই
জন্ম তারিখ১৯৬৬ খ্রিস্টপূর্ব
জন্ম স্থানUr Kaśdim
মৃত্যুর তারিখ১৮৩৯ খ্রিস্টপূর্ব
মৃত্যুস্থানহেবরন
বন্ধ

ঐতিহাসিকতা

বিশ শতকের প্রথম ও মধ্যভাগে, উইলিয়াম ফক্সওয়েল অলব্রাইটের মতো প্রাচীন প্রত্নতাত্ত্বিক এবং আলব্রেশট আল্টের মতো বাইবেলের পণ্ডিতগণ বিশ্বাস করতেন যে আদিপুরুষ এবং আদিনারীগণ প্রকৃত ব্যক্তি ছিল অথবা খ্রিষ্টপূর্বাব্দ দ্বিতীয় সহস্রাব্দে "পিতৃতান্ত্রিক যুগে" বসবাসকারী বলে বিশ্বাসযোগ্য ছিল। তবে, ১৯৭০-এর দশকে, ইস্রায়েলের অতীত এবং বাইবেলের সূত্র সংক্রান্ত নতুন বিতর্কে এই মতামতকে প্রশ্নবিদ্ধ করে, এসকল বিতর্কেগুলি পাওয়া যায় থমাস এল থম্পসনের আদিপুরুষের ঐতিহাসিক আখ্যান (দ্য হিস্ট্রিক্যাল অব দ্য প্যাট্রিয়ার্শাল ন্যারেটিভ) (১৯৭৪), এবং জন ভ্যান সেটার্সের ইতিহাস ও ঐতিহ্যে ইব্রাহিম (আব্রাহাম ইন হিস্ট্রি অ্যান্ড ট্রেডিশান) (১৯৭৫) গ্রন্থসমূহে। থম্পসন, একজন সাহিত্যানুগ পণ্ডিত, যিনি তার প্রত্নতত্ত্ব এবং প্রাচীন গ্রন্থে যুক্তি ভিত্তিক। ২১ শতকের শুরুতে, প্রত্নতাত্ত্বিকগণ আদিপুরুষ ও আদিনারীদের বিশ্বাসযোগ্য ঐতিহাসিক ব্যক্তিত্বে পরিণত করার যে কোন প্রেক্ষাপট পুনরুদ্ধারের আশা ছেড়ে দিয়েছিলেন।[3][4]:৯৮ and fn.২

হিব্রু বাইবেল অনুসারে

তাকে মূলত "সারাই" নামে ডাকা হতো, যা "সারাহ" শব্দের উপভাষিক রূপান্তর। সেখানে লোকবৃত্তান্ত প্রচলিত রয়েছে যা তাদের পুরানো এবং নতুন নাম ব্যাখ্যা করে।[5]:২২

মৃত্যু

সারাহ ১২৭ বছর বয়সে মারা যান। তার মৃত্যুর পর ইব্রাহিম হেবরনের নিকট চড়াদামে গুহা সহকারে একাংশ জমি ক্রয় করেন যেখানে সারাহকে সমাধিতস্থ করা হয়েছিল, যা বাইবেলের বর্ণনা অনুসারে কানানে ইস্রায়েলিদের মালিকানাধীন প্রথম জমি। স্থানটি পরবর্তীতে আদিপুরুষের গুহা হিসেবে পরিচিত হয়ে ওঠে।[5]:২৬[6]

পরবর্তীতে হিব্রু বাইবেলের সূত্রে

ইশাইয়া পরিচ্ছেদে ইব্রাহিমের পাশাপাশি সারাহ কথা উল্লেখ করা হয়েছে:

Look to Abraham your father, and to Sarah who bore you

বংশ তালিকা

তেরাহ
সারাহ[7]আব্রাহাম (ইব্রাহিম)হাজেরাহারান
নাহোর
ইসমাঈলমিল্কালোত (লূত)ইস্কা
ইসমাইলগণ৭টি ছেলে[8]বেথিউ১ম কন্যা২য় কন্যা
ইসহাকরেবেকালাবনমোয়াবগণআমেনগণ
এষৌইয়াকুবর‌্যাচেল
বিলহা
ইদোমগণজিল্পাহ
লিয়া
১. রেউবেন
২. সিমোন
৩. লেভি
৪. জুদাহ
৯. ইসসাচার
১০. জেবুলুন
১১. দিনাহ (মেয়ে)
৭. গাদ
৮. আশের
৫. দান
৭. নাফতালি
১২. জোসেফ (ইউসুফ)
১৩. বেনিয়ামিন

ইসলামে

সারাহ (আরবি: سارة সারাহ), নবী ইব্রাহিমের আঃ স্ত্রী এবং নবী ইসহাকের মা, ইসলামী বিশ্বাসের এক সম্মানিত মহিলা। তিনি সারা জীবন ইব্রাহিম (আঃ) সাথেই ছিলেন এবং যদিও তিনি বন্ধ্যা ছিলেন, আল্লাহ তাকে ভবিষ্যদ্বাণীমূলক পুত্র ইসহাকের জন্মের প্রতিশ্রুতি দিয়েছিলেন।  ইব্রাহিম অবশ্য একটি সন্তানের জন্য নিয়মিত আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন।  সারাহ, বন্ধ্যা হয়ে যাওয়ার পরে তাকে তার মিশরীয় দাসী হাজারকে দিলেন[9], তার দ্বিতীয় স্ত্রী হিসাবে বিবাহ করার জন্য।  ইসমাইল এদের থেকে জন্মগ্রহণ করেছিল, যিনিও তাঁর পিতার মতো আল্লাহ প্রেরিত নবী হয়ে উঠবেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.