Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যে বিভাগে একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্য রচনার জন্য প্রদত্ত একটি একাডেমি পুরস্কার। এটি এমন চিত্রনাট্যের জন্য প্রদান করা হয় যা পূর্বে প্রকাশিত হয় নি। ১৯৪০ সালে লেখনীর পুরস্কার হিসেবে শ্রেষ্ঠ কাহিনী বিভাগে একাডেমি পুরস্কার থেকে ভিন্ন এই পুরস্কার প্রদান শুরু হয়। ১৯৫৭ সাল থেকে এই দুটি পুরস্কার একত্র করে শুধু চিত্রনাট্যের জন্য পুরস্কার প্রদান করা হয়। ২০০২ সালে এই পুরস্কারের নাম লেখনী (সরাসরি চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য) থেকে পরিবর্তন করে লেখনী (মৌলিক চিত্রনাট্য) করা হয়।
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য একাডেমি পুরস্কার | |
---|---|
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস (এএমপিএএস) |
প্রথম পুরস্কৃত | ১৯৪০ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২০ |
বর্তমানে আধৃত | বং জুন-হো ও হান জিন-ওন প্যারাসাইট (২০১৯) |
ওয়েবসাইট | oscars |
এই পুরস্কারের জন্য মনোনয়ন প্রাপ্ত প্রসিদ্ধ ঔপন্যাসিক ও নাট্যকারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: জন স্টেইনব্যাক, নোয়েল কাওয়ার্ড, রেমন্ড চ্যান্ডলার, অ্যালাইন রবি-গ্রিলেট, এডওয়ার্ড বন্ড, আর্থার সি. ক্লার্ক, লিলিয়ান হেলম্যান, নেল সিমন, প্যাডি চ্যায়েফ্স্কি, টম স্টপার্ড, ও টেরেন্স র্যাটিগ্যান।
বছর | চলচ্চিত্র | চিত্রনাট্যকার | সূত্র |
---|---|---|---|
২০১০ (৮৩তম) |
দ্য কিংস স্পিচ | ডেভিড সেইডলার | [1] |
অ্যানাদার ইয়ার | মাইক লেই | ||
ইনসেপশন | ক্রিস্টোফার নোলান | ||
দ্য ফাইটার | এরিক জনসন, স্কট সিলভার ও পল ট্যামাসি | ||
দ্য কিডস আর অল রাইট | স্টুয়ার্ট ব্লুমবার্গ ও লিসা চলোডেঙ্কো | ||
২০১১ (৮৪তম) |
মিডনাইট ইন প্যারিস | উডি অ্যালেন | [2] |
আ সেপারেশন | আসগর ফরহাদি | ||
দি আর্টিস্ট | মিশেল আজানাভিস্যুস | ||
ব্রাইডসমেইডস | অ্যানি মুমোলো ও ক্রিস্টেন উইগ | ||
মার্জিন কল | জে. সি. চ্যান্ডর | ||
২০১২ (৮৫তম) |
জ্যাঙ্গো আনচেইন্ড | কোয়েন্টিন টারান্টিনো | [3] |
২০১৩ (৮৬তম) |
হার | স্পাইক জোন্স | [4] |
২০১৪ (৮৭তম) |
বার্ডম্যান | আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু, নিকোলাস জাকোবোন, আলেকসান্দার দিনেলারিস জুনিয়র, ও আরমান্দো বো | [5] |
২০১৫ (৮৮তম) |
স্পটলাইট | টম ম্যাকার্থি ও জশ সিঙ্গার | [6] |
২০১৬ (৮৯তম) |
ম্যানচেস্টার বাই দ্য সি | কেনেথ লোনারগ্যান | [7] |
২০১৭ (৯০তম) |
গেট আউট | জর্ডান পিল | [8] |
থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি | মার্টিন মাকডনা | ||
দ্য বিগ সিক | এমিলি ভি. গর্ডন ও কুমাইল নাঞ্জিয়ানি | ||
লেডি বার্ড | গ্রেটা গারউইগ | ||
দ্য শেপ অব ওয়াটার | গিয়ের্মো দেল তোরো ও ভানেসা টেলর | ||
২০১৮ (৯১তম) |
গ্রিন বুক | নিক ভালেলঙ্গা, পিটার ফ্যারেলি ও ব্রায়ান কারি | [9] |
২০১৯ (৯২তম) |
প্যারাসাইট | বং জুন-হো ও হান জিন-ওন | [10] |
ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড | কোয়েন্টিন টারান্টিনো | ||
নাইনটিন সেভেনটিন | স্যাম মেন্ডেজ ও ক্রিস্টি উইলসন-কেয়ার্নস | ||
নাইভস আউট | রিয়ান জনসন | ||
ম্যারিজ স্টোরি | নোয়া বাউমবাখ | ||
নিম্নোক্ত ব্যক্তিবর্গ শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য একাধিক পুরস্কার অর্জন করেছেন:
|
নিম্নোক্ত ব্যক্তিবর্গ শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য তিন বা ততোধিক মনোনয়ন অর্জন করেছেন:
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.