শ্রীলঙ্কার সামরিক বাহিনী শ্রীলঙ্কা সেনাবাহিনী, শ্রীলঙ্কা নৌবাহিনী এবং শ্রীলঙ্কা বিমানবাহিনী - এই তিনটি অংশ নিয়ে গঠিত। এই তিন বাহিনী ‌শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। বর্তমানে এই সামরিক বাহিনীর আয়তন প্রায় ৪,০০,০০০ নিয়মিত সৈন্য। বাহিনীগুলোতে সদস্যভুক্তি পদ্ধতি স্বেচ্ছামূলক এবং বয়সসীমা ১৮ বছর।

দ্রুত তথ্য শ্রীলঙ্কা সশস্ত্র বাহিনী, সার্ভিস শাখা ...
শ্রীলঙ্কা সশস্ত্র বাহিনী

সার্ভিস শাখা National Flag of Sri Lanka শ্রীলঙ্কা সেনাবাহিনী
Naval Ensign of the Sri Lanka শ্রীলঙ্কা নৌবাহিনী
Sri Lanka Air Force Ensign শ্রীলঙ্কা বিমানবাহিনী
নেতৃত্ব
কমান্ডার ইন চিফ President Mahinda Rajapakse
Minister of Defence, Public Security, Law & Order President Mahinda Rajapakse
Chief of the Defence Staff Air Chief Marshal Donald Perera
লোকবল
সেনাবাহিনীর বয়স 18-49 years of age (2001)
সামরিক বাহিনীতে
সেবাদানে সক্ষম
4,933,217 (2005 est.) পুরুষ, বয়স 15–49,
5,153,597 মহিলা, বয়স ১৫-৪৯
সেনাবাহিনীতে যোগদানের
উপযুক্ত
3,789,627 পুরুষ, বয়স 15–49,
4,281,043 মহিলা, বয়স ১৫-৪৯
বছরে সামরিক
বয়সে পৌছায়
Males: 174,049
Females: 167,201 (2005 est.)
সক্রিয় কর্মিবৃন্দ 157,900 (ranked 35th)
সংরক্ষিত কর্মিবৃন্দ 50,000 volunteer reserve
ব্যয়
বাজেট FY 2004 - ranked 74th
US $ 1.48 billion (2008 est.)
শতকরা জিডিপি 5% (2008 est.)
বন্ধ

এই বাহিনী পুরোপুরি যুদ্ধাবস্থায় ছিলো শ্রীলঙ্কার গৃহযুদ্ধের কারণে; ২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হয় এবং শ্রীলঙ্কা সামরিক বাহিনী লিবারেশন টাইগার্স অব তামিল ঈলম নামের একটি উগ্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করে।

নৌসেনা

টহল জাহাজ

  • SLNS স্যূরালা (নির্মাতা : ভারত)
  • SLNS সাযূরা (নির্মাতা : ভারত)
  • SLNS সামুদ্রা (নির্মাতা :  USA)
  • SLNS সাগরা (নির্মাতা : ভারত)

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.