শারজাহ আমিরাত
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শারজাহ আমিরাত (আরবি: الشارقة আশ শারিকাহ) সংযুক্ত আরব আমিরাতের একটি আমিরাত। এটি সংযুক্ত আরব আমিরাতের ৭টি প্রদেশের একটি আমিরাত। এর আয়তন প্রায় ২,৫৯০ বর্গকিলোমিটার (১,০০০ মা২) এবং জনসংখ্যা প্রায় ১,৪০০,০০০(২০১৫)।[2] শারজাহ আমিরাতের রাজধানী শহর হলো শারজাহ, এবং এই রাজধানীর নামে এটার নামকরণ হয়।
শারজাহ إِمَارَة ٱلشَّارِقَة ইমারাত আল-শারিকাহ | |
---|---|
আমিরাত | |
শারজাহ আমিরাত | |
Location of Sharjah in the UAE | |
স্থানাঙ্ক: ২৫°২১′২৭″ উত্তর ৫৫°২৩′২৭″ পূর্ব | |
দেশ | সংযুক্ত আরব আমিরাত |
আসন | শারজাহ |
বরোসমূহ | ৯টি পৌরসভা[1]
|
সরকার | |
• ধরন | পরম রাজতন্ত্র |
• শাসক | সুলতান বিন মুহাম্মদ আল-কাসিমী |
আয়তন | |
• মোট | ২,৫৯০ বর্গকিমি (১,০০০ বর্গমাইল) |
এলাকার ক্রম | ৩য় |
জনসংখ্যা (2019) | |
• মোট | ২৩,৭৪,১৩২ |
• ক্রম | ৩য় |
বিশেষণ | শারজাউই |
আইএসও ৩১৬৬ কোড | AE-SH |
এই আমিরাতে পরম রাজতন্ত্র পদ্ধতির শাসন ব্যবস্থায় প্রচলিত। ১৯৭২ সাল হতে আমিরাতটি সুলতান বিন মোহাম্মেদ আল-কাসিমির শাসনাধীনে রয়েছে।
আমিরাতের আওতাভুক্ত এলাকায় মানব বসতি ১২০,০০০ বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান, যেখানে প্রাথমিক কুঠার এবং পাথরের সরঞ্জামের পাশাপাশি তামা ও লৌহ যুগের যন্ত্রপাতির উল্লেখযোগ্য আবিস্কার রয়েছে, আল ধাইদ, আল থুকেইবা, মাইলেহা, টেল আবরাক, মুওয়াইলাহ, আল মাদামে এবং জেবেল ফায়া এর মধ্যে। ম্লেহা এলাকায় প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি আফ্রিকা থেকে বিস্তৃত বিশ্বে মানবতার বিস্তারের সাথে সামঞ্জস্যপূর্ণ মানব বাসস্থান নির্দেশ করে, তথ্য খোঁজা ও দেখানো হয়েছিল ম্লেহা আর্চেওলজিকাল সেন্টার - এ।
ঐতিহাসিকভাবে আমিরাত ছিল এই অঞ্চলের অন্যতম ধনী শহর।
১৭২৭ সালের দিকে, আল কাসিমি গোষ্ঠী শারজাহ নিয়ন্ত্রণ করে এবং রাষ্ট্রকে স্বাধীন ঘোষণা করে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.