রেঞ্জার্স ফুটবল ক্লাব

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

রেঞ্জার্স ফুটবল ক্লাব

দ্য র‍েঞ্জার্স ফুটবল ক্লাব (সাধারণত র‍েঞ্জার্স ফুটবল ক্লাব (ইংরেজি উচ্চারণ: /ˈreɪnʤəz ˈfʊtbɔːl klʌb/), র‍েঞ্জার্স এফসি অথবা গ্লাসগো রেঞ্জার্স[] নামে পরিচিত) হচ্ছে গ্লাসগো ভিত্তিক একটি স্কটিশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্কটল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ স্কটিশ প্রিমিয়ারশিপে খেলে। এই ক্লাবটি ১৮৭২ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়েছে। র‍েঞ্জার্স এফসি তাদের সকল হোম ম্যাচ গ্লাসগোর ইব্রোক্স স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫০,৮১৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সাবেক ইংরেজ ফুটবলার স্টিভেন জেরার্ড এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ডগলাস পার্ক। ইংরেজ রক্ষণভাগের খেলোয়াড় জেমস টাভেনিয়ার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

দ্রুত তথ্য পূর্ণ নাম, ডাকনাম ...
র‍েঞ্জার্স
Thumb
পূর্ণ নামদ্য র‍েঞ্জার্স ফুটবল ক্লাব
ডাকনামদ্য জের্স
দ্য লাইট ব্লুজ
দ্য টেডি বেয়ার্স
প্রতিষ্ঠিতমার্চ ১৮৭২; ১৫২ বছর আগে (1872-03)
মাঠইব্রোক্স স্টেডিয়াম
ধারণক্ষমতা৫০,৮১৭
মালিকদ্য র‍েঞ্জার্স ফুটবল ক্লাব লিমিটেড[]
অন্তর্বর্তী চেয়ারম্যান ডগলাস পার্ক
ম্যানেজার স্টিভেন জেরার্ড
লিগস্কটিশ প্রিমিয়ারশিপ
২০১৯–২০২য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বন্ধ

ঘরোয়া ফুটবলে, র‍েঞ্জার্স এফসি এপর্যন্ত ১১৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৫৪টি স্কটিশ প্রথম স্তরের লীগ, ১টি স্কটিশ চ্যাম্পিয়নশিপ, ১টি স্কটিশ লীগ ওয়ান, ১টি স্কটিশ লীগ টু, ৩৩টি স্কটিশ কাপ, ২৭টি স্কটিশ লীগ কাপ এবং ১টি স্কটিশ চ্যালেঞ্জ কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত কেবলমাত্র ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ১৯৭১–৭২ উয়েফা কাপ উইনার্স কাপ

অর্জন

১৮ মে ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]

ঘরোয়া

  • স্কটিশ প্রথম স্তরের লীগ চ্যাম্পিয়নশিপ: ৫৪
১৮৯০–৯১, ১৮৯৮–৯৯, ১৮৯৯–১৯০০, ১৯০০–০১, ১৯০১–০২, ১৯১০–১১, ১৯১১–১২, ১৯১২–১৩, ১৯১৭–১৮, ১৯১৯–২০, ১৯২০–২১, ১৯২২–২৩, ১৯২৩–২৪, ১৯২৪–২৫, ১৯২৬–২৭, ১৯২৭–২৮, ১৯২৮–২৯, ১৯২৯–৩০, ১৯৩০–৩১, ১৯৩২–৩৩, ১৯৩৩–৩৪, ১৯৩৪–৩৫, ১৯৩৬–৩৭, ১৯৩৮–৩৯, ১৯৪৬–৪৭, ১৯৪৮–৪৯, ১৯৪৯–৫০, ১৯৫২–৫৩, ১৯৫৫–৫৬, ১৯৫৬–৫৭, ১৯৫৮–৫৯, ১৯৬০–৬১, ১৯৬২–৬৩, ১৯৬৩–৬৪, ১৯৭৪–৭৫, ১৯৭৫–৭৬, ১৯৭৭–৭৮, ১৯৮৬–৮৭, ১৯৮৮–৮৯, ১৯৮৯–৯০, ১৯৯০–৯১, ১৯৯১–৯২, ১৯৯২–৯৩, ১৯৯৩–৯৪, ১৯৯৪–৯৫, ১৯৯৫–৯৬, ১৯৯৬–৯৭, ১৯৯৮–৯৯, ১৯৯৯–২০০০, ২০০২–০৩, ২০০৪–০৫, ২০০৮–০৯, ২০০৯–১০, ২০১০–১১[][][]
রানার-আপ: (৩২)
  • স্কটিশ দ্বিতীয় স্তরের লীগ চ্যাম্পিয়নশিপ: ১
২০১৫–১৬
  • স্কটিশ তৃতীয় স্তরের লীগ চ্যাম্পিয়নশিপ: ১
২০১৩–১৪
  • স্কটিশ চতুর্থ স্তরের লীগ চ্যাম্পিয়নশিপ: ১
২০১২–১৩
  • স্কটিশ কাপ: ৩৩
১৮৯৩–৯৪, ১৮৯৬–৯৭, ১৮৯৭–৯৮, ১৯০২–০৩, ১৯২৭–২৮, ১৯২৯–৩০, ১৯৩১–৩২, ১৯৩৩–৩৪, ১৯৩৪–৩৫, ১৯৩৫–৩৬, ১৯৪৭–৪৮, ১৯৪৮–৪৯, ১৯৪৯–৫০, ১৯৫২–৫৩, ১৯৫৯–৬০, ১৯৬১–৬২, ১৯৬২–৬৩, ১৯৬৩–৬৪, ১৯৬৫–৬৬, ১৯৭২–৭৩, ১৯৭৫–৭৬, ১৯৭৭–৭৮, ১৯৭৮–৭৯, ১৯৮০–৮১, ১৯৯১–৯২, ১৯৯২–৯৩, ১৯৯৫–৯৬, ১৯৯৮–৯৯, ১৯৯৯–২০০০, ২০০১–০২, ২০০২–০৩, ২০০৭–০৮, ২০০৮–০৯[][][]
রানার-আপ: (১৮)
  • স্কটিশ লীগ কাপ: ২৭
১৯৪৬–৪৭, ১৯৪৮–৪৯, ১৯৬০–৬১, ১৯৬১–৬২, ১৯৬৩–৬৪, ১৯৬৪–৬৫, ১৯৭০–৭১, ১৯৭৫–৭৬, ১৯৭৭–৭৮, ১৯৭৮–৭৯, ১৯৮১–৮২, ১৯৮৩–৮৪, ১৯৮৪–৮৫, ১৯৮৬–৮৭, ১৯৮৭–৮৮, ১৯৮৮–৮৯, ১৯৯০–৯১, ১৯৯২–৯৩, ১৯৯৩–৯৪, ১৯৯৬–৯৭, ১৯৯৮–৯৯, ২০০১–০২, ২০০২–০৩, ২০০৪–০৫, ২০০৭–০৮, ২০০৯–১০, ২০১০–১১[][][]
রানার-আপ: (৮)
  • স্কটিশ চ্যালেঞ্জ কাপ: ১
২০১৫–১৬
রানার-আপ: (১)

ইউরোপীয়

আরও দেখুন

  • স্কটল্যান্ডে ফুটবল

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.