রিং তত্ত্ব

বলয় নিয়ে আলোচিত বীজগণিতের শাখা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

রিং তত্ত্ব

রিং তত্ত্ব বলতে গণিতে একটি বিমূর্ত বীজগাণিতিক গঠন- রিং এর পাঠ কে বোঝানো হয়। একটি রিং হল একটি সেট R এবং সঙ্গে দুটি বাইনারি অপারেশন যাদের সাধারণত + (যোগ) এবং . (গুন) দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে; এবং এগুলি কিছু নিয়ম অনুসরণ করে চলে, যেমন + এর সাপেক্ষে R একটি আবেলিয়ান গ্রূপ এবং . এর সাপেক্ষে R একটি সেমি-গ্রূপ তৈরি করে, এবং এই দুটি অপারেশন বণ্টন বিধি মেনে চলে। আবেলিয়ান রিং অথবা বিনিময় রিং বলতে বোঝায় যে রিংটি গুনের সাপেক্ষে আবেল সেমি-গ্রূপ।

এই প্রতীকটি এর জন্য ব্যবহৃত হয়: সমস্ত পূর্ণসংখ্যার সেট। সংযোজন অনুসারে পূর্ণসংখ্যার গ্রুপ। পূর্ণসংখ্যার রিং এসেছে ল্যাটেক্স থেকে

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.