রব্বি (হিব্রু ভাষায়: רב; গ্রিক: Ραββίνος; আরবি: الرباني বা الحاخام) হলেন যিহূদীধর্মের আধ্যাত্মিক নেতা বা ধর্মীয় শিক্ষক [1] একজন লোক তালমুদের মতো যিহূদী ধর্মগ্রন্থগুলির অধ্যয়নের একটি কার্যধারা অনুসরণ করে অন্য রব্বির দ্বারা যাজকাভিষিক্ত হয়ে একজন রব্বিতে পরিণত হন।

রব্বি ২০০৪ সালে শিশুদের নির্দেশনা দিচ্ছেন

রব্বির মূল রূপটি ফরীশীয়তালমুদীয় যুগে বিকশিত হয়েছিল, যখন বিজ্ঞ শিক্ষকেরা যিহূদীধর্মের লিখিত ও মৌখিক আইনগুলোকে বিধিবদ্ধ করতে সমবেত হয়েছিলেন। “রব্বি” উপাধিটি খ্রীষ্টীয় প্রথম শতাব্দীতে সর্বপ্রথম ব্যবহৃত হয়। আরও সাম্প্রতিক শতাব্দীগুলোরে একজন রব্বির কর্তব্য ক্রমবর্ধমানভাবে প্রোটেস্ট্যান্ট খ্রীষ্টান পরিচর্যাকারীর দায়িত্বের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে, সুতরাং “মিম্বর রব্বি” উপাধিটি এবং ১৯ শতকের জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মোপদেশ, যাজকদের পরামর্শ এবং প্রতিনিধিত্বমূলক রব্বীয় ক্রিয়াকলাপগুলো বাইরের সম্প্রদায়টি, সমস্ত গুরুত্ব বেড়েছে। বিভিন্ন যিহূদী সম্প্রদায়ের মধ্যে, রব্বীয় অধ্যাদেশের জন্য বিভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে এবং কে রব্বি হিসাবে স্বীকৃত সে সম্পর্কিত অভিমত নিয়ে মতপার্থক্য রয়েছে। উদাহরণস্বরূপ, বেশিরভাগ অর্থডক্স যিহূদী সম্প্রদায় মহিলা রব্বিদের গ্রহণ করে না বা তাদের যাজকাভিষিক্ত করে না৷[2][3] অনর্থডক্স আন্দোলনগুলি হালাখীয় কারণের (রক্ষণশীল যিহূদীধর্ম) পাশাপাশি নৈতিক কারণে (সংস্কারবাদী ও পুনর্গঠনবাদী যিহূদীধর্ম) এটিকে বেছে নিয়েছে।[4][5]

ব্যুৎপত্তি ও উচ্চারণ

ঐতিহাসিক পরিদর্শন

ক্রিয়াকলাপ

যাজকাভিষেক

আন্তঃসাম্প্রদায়িক স্বীকৃতি

নারী রব্বিগণ

আরও দেখুন

পাদটীকা

    তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    Wikiwand in your browser!

    Seamless Wikipedia browsing. On steroids.

    Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

    Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.