মাকাও বা মাকাউ (ইংরেজি: /məˈk/ (শুনুন); পর্তুগিজ: [mɐˈkaw]; চীনা: 澳門, ক্যান্টনীয়: [ōu.mǔːn]), আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল মাকাও (এমএসএআর),[lower-alpha 5] হচ্ছে দক্ষিণ চীন সাগরের তীর সংলগ্ন চুচিয়াং নদীর ব-দ্বীপ অববাহিকার পশ্চিমাংশে অবস্থিত একটি শহর এবং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।‌‌ যার জনসংখ্যা প্রায় ৬৮০,০০০ জন।[11] এবং আয়তন ৩২.৯ কিমি (১২.৭ মা), এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল

দ্রুত তথ্য মাকাও, চৈনিক: ...
মাকাও
বিশেষ প্রশাসনিক অঞ্চল
গণপ্রজাতন্ত্রী চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল মাকাও
চৈনিক:中華人民共和國澳門特別行政區
ক্যান্টনিজ ইয়েল রোমানিকরণ:Jūng'wàh Yàhnmàhn Guhng'wòhgwok Oumún Dahkbiht Hàhngjingkēui
পর্তুগিজ:Região Administrativa Especial de Macau da República Popular da China
Thumb
পতাকা
Thumb
জাতীয় প্রতীক
Thumb
চীনের মানচিত্রে মাকাও এর অবস্থান
রাষ্ট্রচীন
পর্তুগিজীয় ইজারা১৫৫৭
পিকিঙের চুক্তি১ ডিসেম্বর ১৮৮৭
চীন-পর্তুগিজ যৌথ ঘোষণা২৬ মার্চ ১৯৮৭
পর্তুগাল থেকে মুক্তি২০ ডিসেম্বর ১৯৯৯
বৃহত্তম শহরনোসা সেনহোরা ডি ফাতিমা
দাপ্তরিক ভাষা
আঞ্চলিক ভাষা
দাপ্তরিক লিপি
নৃগোষ্ঠী
(২০১৬)
৮৮.৪% হান চীনা
৪.৬% ফিলিপিনো
২.৪% ভিয়েতনামীয়
১.৭% পর্তুগিজ
২.৮% অন্যান্য[3]
বিশেষণমকাও[lower-alpha 3]
সরকারবিকেন্দ্রীকৃত নির্বাহী সরকার দ্বারা শাসিত এককেন্দ্রিক একদলীয় রাষ্ট্র[6]
 প্রধান নির্বাহী কর্মকর্তা
হো ই চং
 প্রশাসন ও বিচার বিভাগের সচিব
জং ইয়ংচান
 আইনসভার সভাপতি
গাও খাইসিয়ন [zh]
 আদালতের সভাপতি
সিন হাউ ওয়ে
আইনসভাবিধানসভা
জাতীয় প্রতিনিধিত্ব
১২ জন ডেপুটি
 চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স
২৯ জন প্রতিনিধি[7]
আয়তন
 মোট
১১৫.৩ কিমি (৪৪.৫ মা)
 পানি/জল (%)
৭৩.৭
সর্বোচ্চ বিন্দু
(আল্টো ডি কোলোন)
১৭২.৪ মিটার (৫৬৫.৬ ফুট)
জনসংখ্যা
 ২০২১ আনুমানিক
৬৮২,৩০০
 ঘনত্ব
২১,৩৪০/কিমি (৫৫,২৭০.৩/বর্গমাইল) (১ম)
জিডিপি (পিপিপি)২০২২ আনুমানিক
 মোট
হ্রাস $৪০.৪  বিলিয়ন[8]
 মাথাপিছু
হ্রাস $৫৭,৯২৯
জিডিপি (মনোনীত)২০২২ আনুমানিক
 মোট
হ্রাস $২৩.৪  বিলিয়ন
 মাথাপিছু
হ্রাস $৩৩,৬০৮
জিনি (২০১৩)৩৫[9]
মধ্যম
এইচডিআই (২০১৯)বৃদ্ধি ০.৯২২[lower-alpha 4]
অতি উচ্চ · ১৭তম
মুদ্রাম্যাকানিজ পটাকা (এমওপি)
সময় অঞ্চলইউটিসি+০৮:০০ (মাকাও প্রমাণ সময়)
তারিখ বিন্যাসদদ/মম/ববব
বববব年মম月দদ日
প্রধান বিদ্যুৎ সংযোগ২২০ ভোল্ট–৫০ হার্টজ
গাড়ী চালনার দিকবাম
কলিং কোড+৮৫৩
আইএসও ৩১৬৬ কোড
  • এমও
  • সিএন-এমও
ইন্টারনেট টিএলডি
লাইসেন্স প্লেট উপসর্গস্থানীয় যানবাহনের জন্য নয়, 粤Z আন্তঃসীমান্ত যানবাহনের জন্য
বন্ধ

পূর্বে একটি পর্তুগিজ উপনিবেশে, ১৫৫৭ সালে প্রথমত একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে‌ মিং রাজবংশ পর্তুগিজ মাকাও-এর অঞ্চলটি পর্তুগালকে ইজারা দিয়েছিল। একটি বার্ষিক রাজস্ব প্রদান করে, ১৮৮৭ সাল পর্যন্ত পর্তুগাল চীনা সার্বভৌমত্বের অধীনে অঞ্চলটি পরিচালনা করেছিল।

পরবর্তীতে পিকিঙের চীন-পর্তুগিজ চুক্তির মাধ্যমে পর্তুগাল দীর্ঘস্থায়ী ঔপনিবেশিক অধিকার লাভ করে।

ষোড়শ শতকের মাঝ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মাকাও পর্তুগীজ শাসনাধীন ছিল। এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি।[12][13] পর্তুগিজ ব্যবসায়ীরা ১৫৫০ সালের দিকে মাকাওয়ে প্রথম বসতি স্থাপন করে। ১৫৫৭ সালে চীনের সম্রাট মাকাওকে বাণিজ্য বন্দর হিসেবে পর্তুগালের কাছে ইজারা দেন। ১৮৮৭ সাল পর্যন্ত মাকাও চীনা প্রশাসনের অধীনে পর্তুগাল কর্তৃক শাসিত হয়েছিল। ১৮৮৭ সালে মাকাও পর্তুগীজ কলোনিতে রূপান্তরিত হয়। ১৯৯৯ সালের ১৯ ডিসেম্বর মধ্যরাতে মাকাওয়ের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব চীনের কাছে হস্তান্তর করা হয় এবং ২০ ডিসেম্বর থেকে চীনের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। চীনা-পর্তুগীজ যৌথ ঘোষণামাকাওয়ের মৌলিক নীতি অনুসারে ২০৪৯ সাল পর্যন্ত এটি বিশেষ সার্বভৌম ক্ষমতা ভোগ করবে।[14]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.