কিলোগ্রাম (সংক্ষেপে কি.গ্রা.) মেট্রিক পদ্ধতিতে ভর পরিমাপের একক। এটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক একক পদ্ধতির ভর পরিমাপের মান একক হিসাবে গৃহীত হয়েছে যার এককের প্রতীক kg। এটি বিশ্বজুড়ে বিজ্ঞান, প্রকৌশলবাণিজ্যে বহুল ব্যবহৃত ভরের একক ।

দ্রুত তথ্য কিলোগ্রাম, এককের তথ্য ...
কিলোগ্রাম
Thumb
এককের তথ্য
একক পদ্ধতিআন্তর্জাতিক একক পদ্ধতি
যার এককভর
প্রতীকkg
একক রূপান্তর
১ kg ...... সমান ...
   Avoirdupois   ২.২০৫ পাউন্ড [1]
বন্ধ


আদিতে, ১৭৯৫ সালে, একক কিলোগ্রামকে এক লিটার বিশুদ্ধ পানির ভর দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছিল। এটি কিলোগ্রামের সরল সংজ্ঞা হলেও ব্যাবহারিক ক্ষেত্রে প্রয়োগ অসুবিধাজনক। কিলোগ্রাম এককের সর্বশেষ সংজ্ঞাতেও এর নির্ভুলতা ৩০ পিপিএম। ১৭৯৯ সালে প্লাটিনামের কিলোগ্রাম দেস আর্কাইভের' ভর দ্বারা ভরের প্রমিত সংজ্ঞা প্রতিস্থাপন করা হয়। ১৮৮৯ সালে প্লাটিনাম-ইরিডিয়ামের তৈরি একটি সিলিন্ডারকে কিলোগ্রামের আন্তর্জাতিক মূলনমুনা হিসাবে গ্রহণপূর্বক মেট্রিক পদ্ধিতির ভরের প্রমিত সংজ্ঞা নির্ধারিত হয় এবং তা ২০১৯ সাল পর্যন্ত অপরিবর্তিত ছিলো।[2] কিলোগ্রামই হলো আন্তর্জাতিক একক পদ্ধতির সর্বশেষ একক যার সংজ্ঞা ভৌতবস্তুর বৈশিষ্ট্যের নিরিখে নির্ধারিত হলো।

কিলোগ্রাম এখন সেকেন্ড এবং মিটারের নিরিখে সংজ্ঞায়িত হয়েছে, প্রকৃতির নির্দিষ্ট মৌলিক ধ্রুবকের উপর ভিত্তি করে। [3] ফলে এখন যথাযথভাবে সজ্জিত যে কোন পরিমাপবিজ্ঞান পরীক্ষাগার তাদের ভর মাপনযন্ত্রের ক্রমাঙ্ক নিজেরাই সংশোধন করতে, যেমন ঠিক এক কিলোগ্রাম ভর নির্ধারণের জন্য কিবল নিক্তিকে প্রাথমিক মানযন্ত্ররূপে ব্যবহার করতে পারবে। যদিও কিলোগ্রামের আন্তর্জাতিক মূলনমুনা এবং অন্যান্য মূলনমুনাসমূহ দ্বিতীয় মান ভর হিসাবে ব্যবহার্যে রাখা হয়েছে।

সংজ্ঞা

Thumb
কিলোগ্রামের প্রোটোটাইপের একটি প্রতিরূপ, প্যারিস, ফ্রান্স

তিনটি মৌলিক ভৌত ধ্রুবকের নিরিখে কিলোগ্রামকে সংজ্ঞায়িত করা হয়েছে: আলোর গতি c, একটি নির্দিষ্ট পারমাণবিক রুপান্তর কম্পাঙ্ক ΔνCs, and প্ল্যাঙ্কের ধ্রুবক h. বিধিবৎ সংজ্ঞায়নটি নিম্নরূপ:

কিলোগ্রাম, যার প্রতীক kg, আন্তর্জাতিক একক পদ্ধতির ভরের একক। প্লাঙ্কের ধ্রুবক h এর সাংখ্যিক মান ৬.৬২৬০৭০১৫×১০−৩৪ গ্রহণ করে কিলোগ্রাম সংজ্ঞায়িত, যখন J⋅s এককে প্রকাশ করা হয়, যা kg⋅m2⋅s−1 সমতুল্য, যেখানে মিটার এবং সেকেন্ড c এবং ΔνCs নিরিখে সংজ্ঞায়িত। [4][5]

একক

এর ক্ষুদ্রতম এককগুলো হলো: হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ১কিলো গ্রাম = ১০০০ গ্রাম=১০০ ডেকা গ্রাম=১০ হেক্টাগ্রাম ১গ্রাম = ১০০০ মিলিগ্রাম=১০০ সেন্টি গ্রাম=১০ ডেসিগ্রাম

১ কেজি = ২.২০৪৬২২৬২১৮৪৯ পাউন্ড = ৩৫.২৭৩৯৬১৯৪৯৫৮ আউন্স।

টীকা

    তথ্যসূত্র

    Wikiwand in your browser!

    Seamless Wikipedia browsing. On steroids.

    Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

    Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.