Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মনসেহরা জেলা (পশতু: مانسہرہ ولسوالۍ, উর্দু: ضِلع مانسہرہ) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাজারা বিভাগের একটি জেলা। মনসেহরা জেলা ও শহরটির নামকরণ করেন মন সিং, যিনি মুগল সম্রাট আকবরের নেতৃস্থানীয় সেনানায়ক ছিলেন। জেলা ও কারাকোরাম মহাসড়কটি জেলার মধ্য দিয়ে অবস্থিত কাঘান উপত্যকাটি অবস্থিত হওয়ার কারণে জেলাটি একটি গুরুত্বপূর্ণ পর্যটক এলাকা হিসাবে বিবেচিত হয়েছে।
মনসেহরা জেলা Mansehra District | |
---|---|
জেলা | |
মনসেহরা জেলার অবস্থান | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | খাইবার পাখতুনখোয়া |
রাজধানী | মনসেহরা |
আয়তন | |
• মোট | ৪,৫৭৯ বর্গকিমি (১,৭৬৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[1] | |
• মোট | ১৫,৫৬,৪৬০ |
• জনঘনত্ব | ৩৪০/বর্গকিমি (৮৮০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
ইউনিয়ন পরিষদের সংখ্যা | ৫৯ |
তহসিলের সংখ্যা | ৫[2] |
১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী মনসেহরা, বালাকোট ও ওঘী তহসিলের মোট জনসংখ্যা ছিল প্রায় ৯,৭৮,২০০ জন এর মত।[3]
প্রধান ভাষা হচ্ছে হিন্দকো, ১৯৮২ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী মনসেরা তহসিলের ৭২% পরিবারের যোগাযোগের ভাষা ছিল, যার মধ্যে পশতু ছিল ১৪%।[4] এছাড়াও মোটামুটিভাবে গুজরি ভাষা ব্যবহৃত হয়, বিশেষত কাঘান উপত্যকা অঞ্চলে।[5][6] ওঘি তহসিলের দানি গ্রামের একটি ছোট সম্প্রদায়ও রয়েছে যারা বিপন্ন মানকিয়ালি ভাষায় কথা বলে।[7] অনেকেই পাকিস্তানি ব্যবহৃত ইংরেজিতে লিখতে এবং কথা বলতে পারেন।
মনসেহরা জেলার আনুষ্ঠানিকভাবে ৫টি তহসিল নিয়ে গঠিত হয়েছে।[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.