Loading AI tools
বাংলাদেশের টেলিভিশন চ্যানেল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মাছরাঙা টিভি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন সম্প্রচার কেন্দ্র। ২০১০ সালে এটি বাংলাদেশ সরকারের কাছ থেকে সম্প্রচারের অনুমতি লাভ করে। ২০১১ সালের ৩০ জুলাই থেকে এটি পূর্ণাঙ্গ সম্প্রচার কার্যক্রম শুরু করে।
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
মাছরাঙা টেলিভিশন | |
---|---|
উদ্বোধন | ৩০ জুলাই ২০১১ |
মালিকানা | স্কয়ার গ্রুপ |
চিত্রের বিন্যাস | HD |
স্লোগান | রাঙাতে এলো মাছরাঙা |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রচারের স্থান | জাতীয় |
প্রধান কার্যালয় | বনানী, ঢাকা |
ওয়েবসাইট | https://maasranga.tv/ |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
আকাশ ডিটিএইচ | চ্যানেল ১২৯ |
টেলস্টার ৭ | ৩৭৯৯ এইচ |
ক্যাবল | |
ডিশ টিভি | ৭৫০ |
স্ট্রিমিং মিডিয়া | |
https://maasranga.tv/মাছরাঙা-টিভি-লাইভ/ |
অনুষ্ঠানের নাম | প্রচারের সময় |
---|---|
রাঙা সকাল | সকাল ৭—৯ টা |
মোটু পাতলু | সকাল ৯:০০ টা, দুপুর ১:০০ টা |
চাচা ভাতিজা | |
হাউজওয়াইফ | সকাল ৯;৩০—১০:০০ |
দেশের সংবাদ | সকাল ১০:০০টা |
ভীর দ্য রবট বয় | সকাল১১:৩০ ও বিকাল ৩:৩০ |
রুদ্রা: বুম চিক চিক বুম | সকাল ১০:০০ ও সকাল ১১:০০ |
শিবা (কার্টুন) | |
গাট্টু বাট্টু | |
মধ্যানের খবর | দুপুর ১২:০০—১২:৩০ |
শিশুদের জন্য চ্যানেলটি মোটু পাতলু , শিবা (কার্টুন) , রুদ্রা: বুম চিক চিক বুম ও ভীর দ্য রোবট বয় বাংলায় সম্প্রচার করছে। এছাড়াও চ্যানেলটি দিরিলিস আরতুগ্রুল , টিপু সুলতান , হারকিউলিস , দ্য অ্যাডভেঞ্চার অব সিনবাদ ইত্যাদি বাংলায় সম্প্রচার করে।
মাছরাঙা টেলিভিশন উয়েফা ইউরো ২০১২ সহ আন্তর্জাতিক ক্রিকেট এবং ফুটবল ম্যাচ সম্প্রচার করে। তারা বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর (২০১৩), ব্রাজিল বনাম আর্জেন্টিনা এবং ব্রাজিল বনাম ইতালি (২০১৩), বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজ (২০১৪), ২০১৪ ফিফা বিশ্বকাপ , ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ, ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি , ২০১৪ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০, ২০১৬ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০, আইপিএল ২০১৬ এবং সর্বশেষ ২০১৮ ফিফা বিশ্বকাপ ও ২০১৯-২০ বাংলাদেশ প্রিমিয়ার লিগ সম্প্রচার করেছে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.