বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে, অসমে, ঝাড়খণ্ডেত্রিপুরায় বসবাসরত বাঙালি হিন্দুদের পদবিসমূহ বেশ বৈচিত্র্যপূর্ণ এখানে যেমন ধর্মীয় জাতিভেদ প্রথার প্রভাব বিদ্যমান তেমনই ঐতিহ্যবাহী পেশাকেও পদবি হিসেবে গ্রহণের রেওয়াজ বিদ্যমান। প্রাচীন কালে কোনও পদবি হতো না। এগুলির সৃষ্টি প্রায় ৮০০ বছর আগে মাত্র। পালরা ছিলেন বৌদ্ধ ধর্মমতে বিশ্বাসী সে সময়ের বাংলায় পদবি হতো না, তবে অন্তনাম ছিল, কিন্তু বাঙলায় সেন রাজবংশবর্মণ রাজবংশ দ্বারা বাঙলা অধিকৃত হওয়ার পর ধর্মান্তরিতকরণ, কৌলিন্য ও বর্ণ প্রথার প্রচলন, বাঙলার সাতটি গ্রামে ব্রাহ্মণ অভিবাসিতকরণের মত ইতিহাস পাওয়া যায় যা অনেকের কাছে প্রসংশনীয় আবার অনেকের কাছে অন্ধকার অধ্যায় বলে বিবেচিত। বাঙালি হিন্দুরা বহুবার নিজেদের পদবি পরিবর্তন করেছেন, কখনও পেশাভিত্তিক কারণে, কখনও ধর্মান্তর হওয়ার জন্য, কখনও বা তথাকথিত উচ্চ জাতির অংশ হিসেবে দাবি করে। গতানুগতিক ভাবে বাঙালি হিন্দুরা ব্রাহ্মণ, শূদ্র (সৎ ও অসৎ) ও অন্ত্যজ পর্যায়ে বিভক্ত, দক্ষিণ ভারতের মতো এখানেও বৈশ্য ও ক্ষত্রিয় বর্ণের অস্তিত্ব ঐতিহ্যগত ভাবে নেই।[1][2][3] তাছাড়া ব্রিটিশ শাসন আমলে ভূ-স্বামীদের আলাদা পদবি প্রদান করতেও দেখা যায়। কর্মজীবি শ্রেণীর অন্তর্গত ব্যাক্তিদের মাঝেও নিজ নিজ কর্মানুসারে পদবি বিদ্যমান হিন্দু সমাজে।[4]

ব্রাহ্মণদের পদবিসমূহ

  • অধিকারী[4][5]
  • আচার্য্য
  • উপাধ্যায়
  • কাঞ্জিলাল
  • গঙ্গোপাধ্যায়/গাঙ্গুলী
  • গোস্বামী
  • ঘোষাল
  • চক্রবর্তী
  • চট্টোপাধ্যায়/চ্যাটার্জী
  • তেওয়ারি/ত্রিবেদী (পশ্চিমা)
  • পণ্ডিত
  • পুততুন্ড
  • বন্দ্যোপাধ্যায়/ব্যানার্জী
  • বাগচী
  • ভট্ট/ভট্টাচার্য্য
  • ভাদুড়ী
  • মিশ্র
  • মুখোপাধ্যায়/মুখার্জী
  • মৈত্র
  • মৌলিক
  • লাহিড়ী
  • শর্মা
  • শাস্ত্রী
  • সমাদ্দার
  • সান্যাল।

বণিকদের পদবিসমূহ

  • দাম
  • ধর
  • দত্ত
  • মন্ডল/মণ্ডল[6]
  • দে
  • শীল
  • নন্দী
  • মল্লিক
  • আঢ্য[7]
  • কুন্ডু
  • পোদ্দার
  • বসাক
  • সাহা
  • বণিক
  • বড়াল
  • সেন
  • লাহা
  • রাহা[8]

কায়স্থদের পদবিসমূহ

  • আইচ
  • উকিল
  • কর
  • করণ
  • কুণ্ডু
  • গুহ
  • ঘোষ
  • দাশ
  • চন্দ
  • চাকী
  • দত্ত
  • দাস[5]
  • দে
  • দেব
  • ধর
  • নন্দী
  • পাল
  • পাইন
  • বসু/বোস
  • বিশ্বাস
  • ভঞ্জ
  • ভদ্র
  • ভৌমিক
  • মজুমদার
  • মণ্ডল/মন্ডল
  • মল্লিক
  • মিত্র
  • মোদক
  • রায়
  • সরকার
  • সিংহ
  • সুর
  • হালদার

মাহিষ্যদের পদবিসমূহ

  • দাস
  • বিশ্বাস
  • মন্ডল/মণ্ডল
  • সিংহ
  • চৌধুরী
  • অধিকারী
  • গোস্বামী[5]
  • কবিরাজ
  • ওঝা
  • উকিল
  • পুরকায়স্থ
  • তরফদার
  • আদক
  • সাঁতরা
  • ভৌমিক
  • প্রামাণিক
  • সরকার
  • রায়
  • মজুমদার
  • মল্লিক
  • মাইতি[4]
  • জানা
  • বেরা
  • ধাড়া
  • গিরি
  • মান্না
  • দিন্দা
  • কারক
  • সামন্ত
  • হাজরা

ভূ-স্বামীদের প্রাপ্ত পদবি

  • মুন্সী
  • মণ্ডল[9]
  • সিকদার
  • চাকলাদার
  • তালুকদার
  • রায় বাহাদুর
  • ঠাকুর
  • প্রধান
  • মল্লিক
  • রায়চৌধুরী
  • দস্তিদার
  • খাস্তগীর
  • সরকার
  • বর্ধন
  • মহলানবীশ
  • মজুমদার
  • দেওয়ান

নমশূদ্র/মতুয়া

  • ভক্ত[10]
  • দাস
  • বাসফোর
  • বৈরাগী
  • হালদার
  • সন্ন্যাসী
  • সরকার
  • অধিকারী[10]
  • মজুমদার
  • ঠাকুর
  • বিশ্বাস
  • রায়[4]

পেশা হিসেবে প্রাপ্ত পদবি

  • কানুনগো
  • কারিগর
  • কর্মকার
  • মোদক
  • ঘটক
  • গোঁসাই
  • পালাকার
  • নাগ (শাঁখারী)
  • ভাঁড়
  • শোলাকার
  • মালাকার
  • ঘরামী
  • মিস্ত্রী
  • সূত্রধর/সুতার
  • পাঁটিকার
  • বাড়ৈ
  • হাজরা
  • হালদার
  • মাঝি
  • মালী
  • পাখাধরা
  • কার্য্যী
  • দেওরী
  • ওঝা
  • পটুয়া
  • পাটোয়ারি
  • ডাকুয়া
  • পাল
  • বৈদ্য

অন্যান্য

  • গুণ
  • পাঁজা
  • গদগদ
  • বালা
  • জলদাস
  • জলধর
  • বড়াল
  • সাহানী / সোহানী
  • বর
  • খাঁ
  • রং
  • সাউদ
  • গায়েন
  • ব্রজবাসী
  • মহন্ত (শ্রীচৈতন্য মহাপ্রভু প্রচারিত বৈষ্ণব)

আরও দেখুন

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.