পার্বতীপুর–পঞ্চগড় রেলপথ বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় জেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড়) পর্যন্ত একটি সচল রেলপথ।[1][2] বৃটিশ আমলে পার্বতীপুর-রুহিয়া ও পাকিস্তান আমলে রুহিয়া-পঞ্চগড় পর্যন্ত তৈরি এ রেলপথটি বর্তমানে বাংলাদেশ রেলওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে।
ইতিহাস
চিলাহাটি–পার্বতীপুর–সান্তাহার–দর্শনা রেলপথের পার্বতীপুর থেকে রুহিয়া পর্যন্ত প্রথমে রেলপথ স্থাপন করা হয়। পরে পাকিস্তান আমলে ১৯৬৭ সালে রুহিয়া থেকে পঞ্চগড় পর্যন্ত এই রেলপথ সম্প্রসারণ করা হয়।
পঞ্চগড়-বাংলাবান্ধা রেলপথ সম্প্রসারণ
বাংলাদেশসহ পাঁচ দেশের সাথে ব্যবসা-বাণিজ্যের সাথে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে বাংলাবান্ধা স্থল বন্দরে। তাই সম্ভাবনার এই বন্দরে রেল যোগাযোগ স্থাপন করছে সরকার। বাস্তবায়িত হলে ভারত, নেপাল, ভুটান ও চীনের সাথে রেল যোগাযোগ স্থাপিত হবে। এছাড়াও বাংলাদেশের অন্যতম সমুদ্রবন্দর মংলার সাথেও সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে।[3] পঞ্চগড়-বাংলাবান্ধা ৫৭ কিলোমিটার রেলপথে পাঁচটি স্টেশন, চারটি নদীতে বড় সেতু, ১৪টি কালভার্ট নির্মাণ হবে ও চারটি সড়ক স্থানে মহাসড়ক অতিক্রম করবে।[4] নতুন পাঁচটি বি-ক্লাস স্টেশনগুলো হলো- পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে,
- জগদল রেলওয়ে স্টেশন
- ভজনপুর রেলওয়ে স্টেশন
- তেঁতুলিয়া রেলওয়ে স্টেশন
- তিরনইহাট রেলওয়ে স্টেশন
- বাংলাবান্ধা রেলওয়ে স্টেশন।[5]
স্টেশন তালিকা
- পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন
- মন্মথপুর রেলওয়ে স্টেশন
- চিরিরবন্দর রেলওয়ে স্টেশন
- কাউগাঁ রেলওয়ে স্টেশন
- দিনাজপুর রেলওয়ে স্টেশন
- কাঞ্চন জংশন রেলওয়ে স্টেশন
- বাজনাহার রেলওয়ে স্টেশন
- মঙ্গলপুর রেলওয়ে স্টেশন
- মোল্লাপাড়া রেলওয়ে স্টেশন
- সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন
- সুলতানপুর স্কুল রেলওয়ে স্টেশন
- পীরগঞ্জ রেলওয়ে স্টেশন
- ভোমরাদহ রেলওয়ে স্টেশন
- শিবগঞ্জ রেলওয়ে স্টেশন
- ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন
- আখানগর রেলওয়ে স্টেশন
- রুহিয়া রেলওয়ে স্টেশন
- কিসমত রেলওয়ে স্টেশন
- নয়নিবুরুজ রেলওয়ে স্টেশন
- পঞ্চগড় রেলওয়ে স্টেশন
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.