মিঠাপুকুর উপজেলা
রংপুর জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রংপুর জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মিঠাপুকুর উপজেলা বাংলাদেশের রংপুর জেলার একটি প্রশাসনিক এলাকা। মিঠাপুকুর থানা সৃষ্টি হয় ১৮৮৫ সালে।[1][2] এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা।
মিঠাপুকুর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে মিঠাপুকুর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৫°৩২′১৫″ উত্তর ৮৯°১৭′১২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | রংপুর জেলা |
আয়তন | |
• মোট | ৫১৫.৬২ বর্গকিমি (১৯৯.০৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫,২৭,৪৫৭ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৮৫ ৫৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মিঠাপুকুর উপজেলা আয়তন ৫১৫.৬২ বর্গ কি.মি.। এর উত্তরে রংপুর সদর উপজেলা ও পীরগাছা উপজেলা, দক্ষিণে পীরগঞ্জ উপজেলা ও সাদুল্লাপুর উপজেলা, পূর্বে পীরগাছা উপজেলা ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা এবং পশ্চিমে বদরগঞ্জ উপজেলা ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা। এখানকার প্রধান নদীঃ যমুনেশ্বরী নদী, ঘাঘট নদী, আখিরা নদী। মূল উপজেলা শহরটি ৫টি মৌজা নিয়ে গঠিত; যার আয়তন ৬.৩৬ বর্গ কি.মি.।[1][2]
এখানেঃ ইউনিয়ন - ১৭টি, মৌজা - ৩১০টি, গ্রাম - ৩১৩টি, ওয়ার্ড -১৫৩ টি।[1][2]
জনসংখ্যা ৫২৭৪৫৭; পুরুষ ৫২.৬৪%, মহিলা ৪৭.৩৬% । জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি. ১৫০০।
ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন মিঠাপুকুর বাস স্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে অবস্থিত মৌজা- কাশীপুর -২৫৩, কৃষ্ণপুর -১২২, খঃনং-৭,৮,১২,১৬,দাগ নং-১২৭,১২৮/১২৬=১৩.৯৪ একর এবং ২৩৩,১৫৪=০.৭২ মোট জমি ১৪৬৬একর।
(ক) জেলা সদর হতে উপজেলা সদরের দূরত্বঃ ২৪ কি.মি., বাস ও রিক্সা (সড়ক পথে)। (খ) ইউনিয়নের নাম, উপজেলা হতে দূরত্বঃ
০১। খোড়াগাছ,২৫কি.মি. রিক্সা,ভ্যান,মটর সাইেকল ও বাই সাইকেল যোগে। (পাকা রাস্তা) ০২। রাণীপুকুর,২০কি.মি. ঐ ০৩। পায়রাবন্দ,১২কি.মি. বাস, ট্রাক,মটর সাইকেল, রিক্সা,ভ্যান,ও বাই সাইকেল ইত্যূর্ণ পাকা রাস্তা)। ৪।ভাংনী,২৫কি.মি. ঐ ০৫। বালারহাট,২০কি.মি. রিক্সা,ভ্যান,মটর সাইকেল ও বাই সাইকেল যোগে। ০৬। কাফ্রিখাল,১৫কি.মি. ঐ ০৭। লতিবপুর,০৭কি.মি. ঐ ০৮। চেংমারী,০৯কি.মি. ঐ ০৯। ময়েনপুর,১৩কি.মি. ঐ ১০। বালুয়ামাসিমপুর,১৯কি.মি. ঐ এবং বাস যোগে ১১। বড়বালা,২২কি.মি. ঐ ১২। মিলনপুর,২৬কি.মি. ১৩। গোপালপুর,০৯কি.মি. ঐ ১৪। দূর্গাপুর,০৪কি.মি. ঐ ১৫। বড় হযরতপুর,০৮কি.মি. ঐ ১৬। মির্জাপুর,১২কি.মি. ঐ ১৭। ইমাদপুর,১৮কি.মি. ঐ
(ক) কৃষিজীবী:২৪৮৬২২ জন (খ) কৃষি শ্রমিক:১২৪১৪৭ জন (গ) অকৃষিজীবী:৪৮৯০৩ জন (ঘ) চাকুরীজীবী:৩৯৭০৯ জন (ঙ) ব্যবসায়ী:৬২৪০১ জন (চ) অন্যান্য:৫৬৭৫ জন
উপজাতীর নাম (উপজেলার লোক সংখ্যার কত ভাগ): (ক)সাঁওতাল (মুরমু,মারডী,কিস্কু,সরেন,হেমরন,চোর, বাস্ক,হাসদা,টুডু): ৩২৫১ জন। (খ) উড়াও (খালকো, টপ্য,মিনজি,তিগ্যা,লাকড়া,মাহালী,কুজুর,ধানায়ার বাকলা,তির্কী,এককা,কেরকাটা,বেক,কিসপট্রা, খেশ,গিধী, খাঁ, খা, বাড়া,লিডুয়ার:১২,২৬৫ জন। (গ) মুন্ডা: ১৫০২ জন। মোট : ১৭,০১৮ জন। উপজেলার মোট লোক সংখ্যার ৩%।
(ক)মসজিদ : ৮৬০টি (খ)মন্দির: ১৪০টি।
মিঠাপুকুর উপজেলায় ডাকবাংলা ২টি। মিঠাপুকুর উপজেলা সদরে একটি, অপরটি পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে অবস্থিত।
খাদ্য ও গুদামের সংখ্যা:৩ টি, ধারনক্ষমতা-সাধারন:১৫০০ মেঃটন, সর্বোচ্চ:১৯৫০ মেঃটন।
বিদ্যুতের চাহিদার পরিমান : ১৩মেঃওয়াট, সরবরাহ পাওয়া যাচ্ছেঃ ৫/৬ মেঃওয়াট, মোট গ্রামের সংখ্যাঃ ২৯৯টি, বিদ্যুতায়িত গ্রামের সংখ্যাঃ ২১৫টি, প্রক্রিয়াধীনঃ ৮৪টি।
প্রধান প্রধান ফসল : ধান,পাট, ভুট্টা,আখ,আলু,বিভিন্ন প্রকার সবজি
শিক্ষা প্রতিষ্ঠানঃ (ক)প্রাথমিক বিদ্যালয়ঃ ২৬৮ টি। (খ)নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ২০ টি। (গ)মাধ্যমিক বিদ্যালয়ঃ ৮৫ টি। (ঘ)মাদ্রাসাঃ৫২ টি। (ঙ)কারিগরি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ঃ ৫ টি। (চ)কিন্ডার গার্ডেনঃ ৪০ টি। (ছ)ইবতেদায়ী মাদ্রাসাঃ ৫০ টি। (জ)ব্রাক প্রাথমিক বিদ্যালয়ঃ ৩৯ টি। (ঝ)কলেজঃ ১৬ টি।[1][2]
মিঠাপুকুরে কয়েকটি ডিগ্রী কলেজ সহ অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
মাদ্রাসা সমুহঃ
'
শিক্ষাঃ
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.