Loading AI tools
নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী ও কোয়ান্টাম বলবিজ্ঞানের অন্যতম প্রণ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পল এড্রিয়েন মরিস ডির্যাক, ওএম, এফআরএস (আইপিএ:[1] [dɪ'ræk] পল্ ডির্যাক্) (আগস্ট ৮, ১৯০২ – অক্টোবর ২০, ১৯৮৪) ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী একজন ব্রিটিশ তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী যিনি কোয়ান্টাম তড়িৎগতিবিজ্ঞানের এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি ১৯৩২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত দীর্ঘ ৩৭ বছর যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতশাস্ত্রের লুকাশিয় অধ্যাপকের পদে আসীন ছিলেন। তার গুরুত্বপূর্ণ বিভিন্ন আবিষ্কারের একটি হলো ডিরাক সমীকরণ। এই সমীকরণটি ফার্মিয়নদের আচরণকেই শুধু ব্যাখ্যা করে না, এর সাহায্যেই ডির্যাক সর্বপ্রথম প্রতিপদার্থের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন। ডির্যাক ১৯৩৩ সালে এর্ভিন শ্র্যোডিঙারের সাথে যৌথভাবে পারমাণবিক তত্ত্বের অভিনব এবং ফলপ্রসূ প্রকরণ আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।
পল ডির্যাক | |
---|---|
জন্ম | আগস্ট ৮, ১৯০২ |
মৃত্যু | ২০ অক্টোবর ১৯৮৪ ৮২) Tallahassee, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র | (বয়স
জাতীয়তা | যুক্তরাজ্য |
মাতৃশিক্ষায়তন | ব্রিস্টল বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | তাত্ত্বিক পদার্থবিজ্ঞান |
পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৩৩) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | রাল্ফ ফাউলার |
ডক্টরেট শিক্ষার্থী | হোমি জাহাঙ্গীর ভাভা হরিশ-চন্দ্র Dennis Sciama ফ্রেড হয়েল Behram Kurşunoğlu John Polkinghorne Per-Olov Löwdin |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | জন স্টুয়ার্ট মিল |
ডির্যাক ১৯২৩ সালে ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে গণিতে সম্মানসহ প্রথম শ্রেণীতে কলাবিদ্যায় স্নাতক উপাধি (ব্যাচেলর অব আর্টস ডিগ্রি) অর্জন করেন। ১৯২৬ সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্যার রালফ হাওয়ার্ড ফাওলারের অধীনে ডক্টরেট উপাধি অর্জন করেন।
পল ডির্যাক জীবনের শেষ ১৪ বছর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন।
তার মৃত্যুর অব্যবহিত পরে যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফিজিক্স তার স্মরণে ডির্যাক পদক প্রবর্তন করে। ইতালির দ্য আব্দুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স তার স্মরণে ডির্যাক পুরস্কার প্রবর্তন করে।
ডির্যাক ১৯৩০ সালে রয়েল সোসাইটির বিশেষ সভ্য (ফেলো) নির্বাচিত হন। ১৯৪৮ সালে তিনি আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। ১৯৭১ সালে যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফিজিক্সের ফেলো নির্বাচিত হন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.