পরেশ রাবল (গুজরাটি: પરેશ રાવલ; জন্ম ৩০ মে ১৯৫০) হচ্ছেন একজন হিন্দি চলচ্চিত্র অভিনেতা। ২০১৪ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভুষিত করে। ১৯৯৪ খ্রিটাব্দেও তাকে সহায়ক চরিত্রে অভিনয়ের জন্যে রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়। পরে হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্যে শ্রেষ্ঠ হাস্যকার হিসেবে সম্মিত করা হয়। শ্রী রাওয়াল কেতন মেহতা নির্দেশিত ছবি সরদার-এ স্বাধীনতা সংগ্রামী বল্লভভাই প্যাটেল চরিত্রে অভিনয় করে সবার মন কেড়েছিলেন। [2]

দ্রুত তথ্য পরেশ রাবল, জন্ম ...
পরেশ রাবল
પરેશ રાવલ
Thumb
পরেশ রাবল
জন্ম (1950-05-30) ৩০ মে ১৯৫০ (বয়স ৭৪)
ভিলে পার্লে, মুম্বাই, মহারাষ্ট্র, ভারত[1]
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনএনএম কলেজ
পেশাঅভিনেতা: চলচ্চিত্র ও মঞ্চ
প্রযোজক: চলচ্চিত্র ও ধারাবাহিক
রাজনীতিজ্ঞ
কর্মজীবন১৯৮৪–বর্তমান
প্রতিষ্ঠানবলিউড
দাম্পত্য সঙ্গীস্বরূপ সম্পৎ
পুরস্কার পদ্মশ্রী ২০১৪
রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার
বন্ধ

ব্যক্তিগত জীবন

Thumb
রাওয়াল ও তার স্ত্রী স্বরূপ সম্পৎ

পরেশ রাওয়াল ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। এবং এনএম কলেজে পড়াশোনা করেন। তিনি ১৯৭৯ সালের মিস ইন্ডিয়া খেতাব জয়ী ও অভিনেত্রী স্বরূপ সম্পৎকে বিয়ে করেন। এবং তাদের দুজন ছেলে আছে।

অভিনয়

শ্রী রাওয়াল তার অভিনয় জীবন শুরু করেন ১৯৮৪ খ্রিস্টাব্দে। তখন তিনি হোলি নামক ছবিতে পার্শচরিত্রে প্রথম অভিনয় করেন। তার পর ১৯৮৬ তে নাম ছবিতে তার অভিনয়শক্তি সবার সামনে প্রকাশ পায়। তিনি ১৯৮০-১৯৯০ সালের মধ্যেই একশতাধিক সিনেমাতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে ফেলেন। তার মধ্যে কব্জা, দৌড়, কিং আঙ্কল, বাজী, রাম লখন ইত্যাদি উল্লেখযোগ্য।

তিনি আন্দাজ আপনা আপনা চলচ্চিত্রে প্রথম ডবল রোল করেন। এরপর পরিচালক প্রিয়দর্শনের চলচ্চিত্রে বিভিন্ন ভূমিকায় হাস্যরসাত্মক অভিনয় করে ভারত জোড়া খ্যাতি পান। তার অভিনীত অন্যান্য ছবিগুলির মধ্যে ফান্টুস, ক্রান্তিবীর, হেরা ফেরি, ফির হেরা ফেরি, গরম মসালা, ভাগম ভাগ, মালামাল উইকলি, হাঙ্গামা ইত্যাদি উল্লেখযোগ্য।

রাজনীতি

পরেশ রাওয়াল ভারতীয় জনতা পার্টি থেকে গুজরাতের আহমেদাবাদ পূর্ব থেকে তিনি বর্তমান সংসদ সদস্য

উল্লেখযোগ্য চলচ্চিত্র

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.