Loading AI tools
একটি মোবাইল ফোন প্রতিষ্ঠান উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নকিয়া কর্পোরেশন ফিনল্যান্ড ভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ সম্পর্কিত কোম্পানি। এটি পৃথিবীর বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান। নোকিয়া বহনযোগ্য ইলেক্ট্রনিক ডিভাইস প্রস্তুত করে থাকে, প্রধানত মোবাইল ফোন। ১২০ টি দেশে নকিয়াতে ১,৩২,০০০ এরও বেশি লোক কর্মরত। [3] নকিয়া জিএসএম, সিডিএমএ, ডব্লিউসিডিএমএ সব ধরনের ফোনই প্রস্তুত করে থাকে। এছাড়া সিমেন্সের সাথে যৌথ উদ্যোগে নেটওয়ার্কিং পণ্য তৈরি করে থাকে। নোকিয়া হেলসিংকি, ফ্রাংকফুর্ট এবং নিউইয়র্ক এর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি।
ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি |
---|---|
শিল্প | টেলিকমিউনিকেশনস ইকুইপমেন্ট ইন্টারনেট কম্পিউটার সফটওয়্যার |
পূর্বসূরী | Suomen Gummitehdas Suomen Kaapelitehdas |
প্রতিষ্ঠাকাল | টেমপারে, গ্র্যান্ড ডাচে অফ ফিনল্যান্ড (১৮৬৫) |
প্রতিষ্ঠাতা |
|
সদরদপ্তর | ইসপু , |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি |
|
পণ্যসমূহ |
|
পরিষেবাসমূহ | Maps and navigation, music, messaging and media Software solutions (See services listing) |
আয় | € ২৩.১৪৭ বিলিয়ন (২০১৭)[2] |
সুদ ও করপূর্ব আয় | € ১৬ মিলিয়ন (২০১৭)[2] |
নীট আয় | € -১.৪৩৭ বিলিয়ন (২০১৭)[2] |
মোট সম্পদ | € ৪১.০২৪ বিলিয়ন (২০১৭)[2] |
মোট ইকুইটি | € ১৬.২১৮ বিলিয়ন (২০১৭)[2] |
কর্মীসংখ্যা | ১০২৭৬১ (২০১৭)[2] |
বিভাগসমূহ | মোবাইল সলিউশন মোবাইল ফোন মোবাইল ফোন বাজারজাতকারী |
অধীনস্থ প্রতিষ্ঠান | সলিউশন এন্ড নেটওয়ার্কস ন্যাভটেক |
ওয়েবসাইট | Nokia.com |
২০১১ সাল পর্যন্ত নোকিয়া বিশ্বের সর্ববৃহৎ মোবাইল ফোন উৎপাদনকারী কোম্পানি ছিল। তবে বাজারে টাচস্ক্রিন প্রযুক্তির আবির্ভাবের ফলে নোকিয়া ধীরে ধীরে পিছিয়ে যায়। গুগলের তৈরী এনড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার না করার ঘোষণায় নোকিয়ার শেয়ারের দাম ৪০ মার্কিন ডলার থেকে পরে মাত্র ২ মার্কিন ডলারে নেমে আসে।[4][5] নোকিয়ার নিজস্ব অপারেটিং সিস্টেম সিম্বিয়ানের বদলে নোকিয়া মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহারের জন্য মাইক্রোসফটের সাথে চুক্তিবদ্ধ হয়। এই সিদ্ধান্তের ফলেও নোকিয়ার বিক্রি আশঙ্কাজনক হারে কমে যায়।[6]
২০১৩ সালের ২ সেপ্টেম্বর মাইক্রোসফট ৭.১৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিময়ে নোকিয়ার ব্যবসায়িক শাখা কিনে নেওয়ার ইচ্ছা পোষন করে। এই চুক্তি অনুযায়ী নকিয়ার প্রধান নির্বাহী সহ আরও উচ্চ পদস্থ কর্মকর্তারা মাইক্রোসফটে যোগদান করবে।[7][8][9]
২০০৫ সাল থেকে নকিয়ার প্রস্তুতকৃত সকল হ্যান্ডসেট বিষাক্ত পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) মুক্ত। [10] ২০১০ সাল থেকে নকিয়ার প্রস্তুতকৃত সকল হ্যান্ডসেট ব্রোমিনের যৌগ এবং অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড থেকে মুক্ত। [10] নকিয়া ৮৪টি দেশের ৫০০০টি স্থান থেকে পরিত্যক্ত মোবাইল ফোন সংগ্রহ করে। নকিয়ার প্রায় সকল নতুন হ্যান্ডসেট এনার্জি স্টারের প্রয়োজনীয় শর্ত পূরণ করে। [11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.