ডেভিড হোসুই হিমিনেজ সিলভা (স্পেনীয়: David Josué Jiménez Silva, স্পেনীয় উচ্চারণ: [daˈβið xoˈswe xiˈmeneθ ˈsilβa]; জন্ম ৮ জানুয়ারি ১৯৮৬) একজন স্পেনীয় ফুটবলার যিনি ম্যানচেস্টার সিটি এবং স্পেন জাতীয় দলের হয়ে খেলেন। সিলভা প্রধানত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন, তবে তিনি কখনও কখনও উইঙ্গার বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলেন।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
ডেভিড সিলভা
Thumb
২০১২ উয়েফা ইউরোতে স্পেন জাতীয় দলে সিলভা।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দাভিদ হোসুই হিমিনেজ সিলভা[1]
জন্ম (1986-01-08) ৮ জানুয়ারি ১৯৮৬ (বয়স ৩৮)
জন্ম স্থান আর্গুইনেগুইন, স্পেন
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)[2]
মাঠে অবস্থান অ্যাটাকিং মিডফিল্ডার / উইঙ্গার
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার সিটি
জার্সি নম্বর ২১
যুব পর্যায়
১৯৯৫–২০০০ ইউডি স্যান ফেরন্যান্দো
২০০০–২০০৩ ভালেনসিয়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৩–২০০৪ ভালেনসিয়া বি ১৪ (১)
২০০৪–২০১০ ভালেনসিয়া ১১৯ (২১)
২০০৪–২০০৫এইবার (ধার) ৩৫ (৪)
২০০৫–২০০৬সেলতা ভিগো (ধার) ৩৪ (৪)
২০১০– ম্যানচেস্টার সিটি ১৫২ (২৫)
জাতীয় দল
২০০১–২০০২ স্পেন অনূর্ধ্ব ১৬ (২)
২০০২–২০০৩ স্পেন অনূর্ধ্ব ১৭ ২০ (৫)
২০০৪–২০০৫ স্পেন অনূর্ধ্ব ১৯ ১৪ (৫)
২০০৫ স্পেন অনূর্ধ্ব ২০ (৪)
২০০৪–২০০৬ স্পেন অনূর্ধ্ব ২১ (৭)
২০০৬– স্পেন ১২৫ (২৫)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০ এপ্রিল ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৫ মার্চ ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।
বন্ধ

২০ বছর বয়স থেকেই তিনি স্পেন জাতীয় দলের সদস্য। তিনি সেই দলের সদস্য ছিলেন যা টানা তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিরোপা জিতে: উয়েফা ইউরো ২০০৮, ২০১০ ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরো ২০১২

সিলভা তার পেশাদার কর্মজীবনের ছয় বছরই কাটিয়েছেন ভালেনসিয়ায়। এই দলের হয়ে তিনি ১৫০টিরও বেশি খেলায় মাঠে নামেন এবং ২০০৮ সালে একটি কোপা দেল রে শিরোপা জিতেন। ২০১০ সালে তিনি প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। পাসিং দক্ষতা এবং বল দখলে রাখার ক্ষমতার কারণে তার সতীর্থরা তাকে “মার্লিন” (Merlin) নামে ডেকে থাকেন।[3][4] সিটিতে যোগ দেওয়ার পর থেকে তিন মোসুমে ১০০টিরও বেশি খেলায় মাঠে নামেন সিলভা। দলের হয়ে তিনি ২০১১ সালে এফএ কাপ এবং ২০১১–১২ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেন।

কর্মজীবনের পরিসংখ্যান

ক্লাব

১১ মে ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত।
আরও তথ্য ক্লাব, মৌসুম ...
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ মোট
এপস গোল সহায়ক এপস গোল সহায়ক এপস গোল সহায়ক এপস গোল সহায়ক
এইবার
২০০৪–০৫ ৩৫৩৫
মোট ৩৫৩৫
সেলতা ভিগো
২০০৫–০৬ ৩৫৩৪
মোট ৩৪৩৪
ভালেনসিয়া
২০০৬–০৭ ৩৬১১৪৯
২০০৭–০৮ ৩৪৪৫১১
২০০৮–০৯ ১৯২৫
২০০৯–১০ ৩০৩৬১০১১
মোট ১১৯২১২২১০২৬১৫৫২৯৩৩
ম্যানচেস্টার সিটি
২০১০–১১ ৩৫১০৫৩১৪
২০১১–১ ৩৬১৫১০৪৯২১
২০১২–১৩ ৩৩৪১১৩
২০১৩–১৪ ২৫৪০১৩
মোট ১২৭২১৩৯২২১০২৮১৮৩২৭৬১
কর্মজীনের সর্বমোট ৩১৫৫০৬১৩২১৫৫৪১০১৩৪০৭৬৪৯৪
বন্ধ

আন্তর্জাতিক

২৩ জুন ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত।
আরও তথ্য স্পেন জাতীয় দল, বছর ...
স্পেন জাতীয় দল
বছরএপসগোল
২০০৬
২০০৭১০
২০০৮
২০০৯১২
২০১০১২
২০১১১০
২০১২১৫
২০১৩
২০১৪
মোট৮৩২০
বন্ধ

অর্জন

ক্লাব

Thumb
সিলভা স্পেন দলের সাথে পরপর তিনটি প্রধান ট্রফি (যথা: ইউরো ২০০৮, ২০১০ বিশ্ব কাপ, এবং ইউরো ২০১২ তে) জিতেছেন
ভালেনসিয়া
ম্যানচেস্টার সিটি

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.