থাই-ইউয়েন
উত্তর চীনের শানশি প্রদেশের রাজধানী নগরী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উত্তর চীনের শানশি প্রদেশের রাজধানী নগরী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
থাই-ইউয়েন (চীনা: 太原; ফিনিন: Tàiyuán [tʰâɪ.ɥǎn], বিং (并), জিনইয়াং (晋阳) নামেও পরিচিত[2]) হচ্ছে উত্তর চীনের শানশি প্রদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর।[3] এটি চীনের একটি প্রধান প্রস্তুতকারক এলাকা। ঐতিহাসিক কাল থেকে থাই-ইউয়েন চীনের বহু রাজবংশের রাজধানী বা প্রাদেশিক রাজধানী ছিল, একারণে একে লুংছেং (龙城, "ড্রাগন নগর") ডাকা হয়।[4]
থাই-ইউয়েন 太原市 | |
---|---|
প্রাদেশিক-পর্যায়ের নগরী | |
ডাকনাম: Bīngzhōu (并州); Jìnyáng (晋阳); ড্রাগন নগর(龙城) | |
শানশি প্রদেশে (কমলা) অবস্থিত থাই-ইউয়েন (লাল) | |
Location of the city center in Shanxi | |
স্থানাঙ্ক: ৩৭°৫২′১০″ উত্তর ১১২°৩৩′৩৭″ পূর্ব | |
দেশ | গণপ্রজাতন্ত্রী চীন |
দেশ | শানশি |
বিভাজন | জেলা-স্তরের বিভাজন: ১০, শহর-স্তরের বিভাজন: ৮৩ |
সরকার | |
• দলীয় সচিব | লুও কিংগ্যু |
• মেয়র | গেং ইয়াংবো 耿彦波 |
আয়তন | |
• প্রাদেশিক-পর্যায়ের নগরী | ৬,৯৫৯ বর্গকিমি (২,৬৮৭ বর্গমাইল) |
• পৌর এলাকা | ১,৪৬০ বর্গকিমি (৫৬০ বর্গমাইল) |
উচ্চতা | ৮০০ মিটার (২,৬০০ ফুট) |
সর্বোচ্চ উচ্চতা | ২,৬৭০ মিটার (৮,৭৬০ ফুট) |
সর্বনিন্ম উচ্চতা | ৭৬০ মিটার (২,৪৯০ ফুট) |
জনসংখ্যা (২০১০ আদমশুমারি)[1] | |
• প্রাদেশিক-পর্যায়ের নগরী | ৪২,০১,৫৯১ |
• জনঘনত্ব | ৬০০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৩২,১২,৫০০ |
• পৌর এলাকার জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৭০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | চীন প্রমাণ সময় (ইউটিসি+৮) |
Postal code | 030000 |
এলাকা কোড | 351 |
আইএসও ৩১৬৬ কোড | CN-SX-01 |
যানবাহন নিবন্ধন | 晋A |
জিডিপি | ¥ 3382.18 billion (2017) |
GDP per capita | ¥ 78,472 (2017) |
Major Nationalities | Han |
Administrative division code | 140100 |
ওয়েবসাইট | taiyuan |
থাই-ইউয়েন | |||||||||||||||||||||||||||||||
চীনা | 太原 | ||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
আক্ষরিক অর্থ | "Great Plain" | ||||||||||||||||||||||||||||||
|
শহরটির দুটি চৈনিক নাম- 太 (tài,thai "প্রকাণ্ড") এবং 原 (yuán,ইউয়েন "সমতল"), স্থানটির এমন বৈশিষ্ট্যকে নির্দেশ করছে যা ফেন নদী হতে পর্বতসমূহকে আলাদা করেছে এবং অপেক্ষাকৃত সমতল ভূমিতে এসে মিলিত হয়েছে। শহরটির দীর্ঘ ইতিহাস ধরে বিভিন্ন নাম ছিল, যার মধ্যে রয়েছে- Bīngzhōu (并州) (যা থেকে শহরের সংক্ষিপ্ত অক্ষর Bīng (并) নেয়া হয়েছে), Jìnyáng (晋阳) এবং Lóngchéng (龙城)।
তাং রাজবংশ এবং পরবর্তীতে পাঁচ রাজবংশ শাসনকালে, থাই-ইউয়েন নগরীকে উত্তরাঞ্চলের রাজধানীতে উন্নীত করা হয়, ফলে Běidū (北都), এবং Běijīng (北京, বর্তমানকার বেইজিং থেকে ভিন্ন) নাম উৎপন্ন হয়।[5]
থাই-ইউয়েন একটি প্রাচীন নগরী যার ২৫০০ বছরের পূর্বের নগর ইতিহাস রয়েছে, যা খ্রিঃপূঃ ৪৯৭ বছরের পুরনো। এটি ঝাও, পূর্ববর্তী কিন, পশ্চিম ওয়েই, উত্তর কি, উত্তর জিন, পরবর্তী তাং, পরবর্তী জিন, পরবর্তী হান, উত্তর হান রাজবংশের (陪都, 别都) রাজধানী বা দ্বিতীয় রাজধানী ছিল। থাই-ইউয়েনের কৌশলগত অবস্থান এবং সমৃদ্ধ ইতিহাস একে উত্তর চীনের অন্যতম অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, এবং সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেছে।[4]
থাই-ইউয়েন ফেন নদীর উত্তর দিকে উর্বর উচ্চ অববাহিকায় অবস্থিত। এই শহর প্রদেশটির কেন্দ্রে অবস্থিত যা পূর্ব-পশ্চিমে ১৪৪ কিমি (৮৯ মা) এবং উত্তর-দক্ষিণে ১০৭ কিমি (৬৬ মা) বিস্তৃত।[2][6] এটি প্রদেশটির উত্তর-দক্ষিণ সড়ক বরাবর চলেছে, এবং থাইহাং পর্বত থেকে পূর্ব দিকে হপেই এবং পশ্চিমে উত্তর শাআনশি বরাবর গুরুত্বপূর্ণ যোগাযোগ রাস্তাকে অতিক্রম করেছে।
কয়লা, লোহা, মার্বেল, সিলিকা, বক্সাইট, চুনাপাথর, গ্রাফাইট, কোয়ার্টজ, ফসফরাস, জিপসাম, মাইকা, তামা, সোনা ইত্যাদি প্রাকৃতিক সম্পদে থাই-ইউয়েন ভরপুর। অঞ্চলটি কয়লা, লোহা, সিলিকা এবং মার্বেলের উৎপাদন বৃদ্ধি করেছে। চীনে কোকিং কয়লা উৎপাদনে গুজিয়াওয়ের পশ্চিম স্যাটেলাইট শহরটি শীর্ষে। থাই-ইউয়েন সরলবর্গীয় বন, পাইন, শ্বেত পাইন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সরলবর্গীয় চিরহরিৎ বৃক্ষ দ্বারা পরিপূর্ণ।[7]
থাই-ইউয়েন (১৯৭১–২০০০)-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ১.৮ (৩৫.২) |
৫.৪ (৪১.৭) |
১১.৫ (৫২.৭) |
১৯.৮ (৬৭.৬) |
২৫.৫ (৭৭.৯) |
২৮.৬ (৮৩.৫) |
২৯.৩ (৮৪.৭) |
২৮.০ (৮২.৪) |
২৩.৭ (৭৪.৭) |
১৭.৮ (৬৪.০) |
৯.৫ (৪৯.১) |
৩.১ (৩৭.৬) |
১৭.০ (৬২.৬) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | −১১.৬ (১১.১) |
−৮ (১৮) |
−২ (২৮) |
৪.৮ (৪০.৬) |
১০.৫ (৫০.৯) |
১৫.১ (৫৯.২) |
১৮.২ (৬৪.৮) |
১৬.৯ (৬২.৪) |
১০.৮ (৫১.৪) |
৪.০ (৩৯.২) |
−২.৭ (২৭.১) |
−৯.২ (১৫.৪) |
৩.৯ (৩৯.০) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ৩.২ (০.১৩) |
৫.২ (০.২০) |
১৩.৪ (০.৫৩) |
১৯.৯ (০.৭৮) |
৩৩.৩ (১.৩১) |
৫৫.৯ (২.২০) |
১০২.১ (৪.০২) |
১০৭.০ (৪.২১) |
৫১.৬ (২.০৩) |
২৫.৬ (১.০১) |
১০.৭ (০.৪২) |
৩.২ (০.১৩) |
৪৩১.১ (১৬.৯৭) |
অধঃক্ষেপণ দিনগুলির গড় (≥ ০.১ mm) | ১.৯ | ২.৯ | ৪.৪ | ৪.৩ | ৫.৭ | ৯.৩ | ১২.৪ | ১১.২ | ৮.১ | ৫.৪ | ৩.৩ | ১.৪ | ৭০.৩ |
আপেক্ষিক আদ্রতার গড় (%) | ৫০ | ৪৭ | ৫০ | ৪৭ | ৫০ | ৬১ | ৭৩ | ৭৭ | ৭৪ | ৬৭ | ৬২ | ৫৬ | ৬০ |
মাসিক সূর্যালোক ঘণ্টার গড় | ১৭৩.৪ | ১৭৪.০ | ২০২.৩ | ২২৯.৮ | ২৬৫.১ | ২৫০.৯ | ২২৮.৬ | ২২৩.৮ | ২০৯.৬ | ২০৬.৯ | ১৭৪.৬ | ১৬২.৬ | ২,৫০১.৬ |
রোদের সম্ভাব্য শতাংশ | ৫৭ | ৫৮ | ৫৫ | ৫৯ | ৬১ | ৫৭ | ৫১ | ৫৩ | ৫৬ | ৬০ | ৫৭ | ৫৫ | ৫৭ |
উৎস: China Meteorological Administration[8] |
মানচিত্র | ||||||
---|---|---|---|---|---|---|
শিয়াওডিয়ান
ইয়নজে
শিনঘুয়ালিং
জিয়াংচাওপিং
ওয়ানবাইলিন
জিনয়ুয়ান
কিংশু
ইয়াংগু
লৌফান
গুজিয়াও
(নগরী) | ||||||
নাম | সরলীকৃত চীনা | হানয়ু পিন্যিন | জনসংখ্যা (২০০৩ অনুসারে) | এলাকা (কি.মি.²) | ঘনত্ব (/কি.মি.²) | |
মুল নগরী | ||||||
শিয়াওডিয়ান জেলা | 小店区 | Xiǎodiàn Qū | ৪৭০,০০০ | ২৯৫ | ১,৫৯৩ | |
ইয়নজে জেলা | 迎泽区 | Yíngzé Qū | ৪,৯০,০০০ | ১১৭ | ৪,১৮৮ | |
শিনঘুয়ালিং জেলা | 杏花岭区 | Xìnghuālǐng Qū | ৫,৩০,০০০ | ১৭০ | ৩,১১৮ | |
শহরতলী | ||||||
জিয়াংচাওপিং জেলা | 尖草坪区 | Jiāncǎopíng Qū | ৩,৩৩,০০০ | ২৮৬ | ১,১৫৪ | |
ওয়ানবাইলিন জেলা | 万柏林区 | Wànbǎilín Qū | ৫,০০,০০০ | ৩০৫ | ১,৬৩৯ | |
জিনয়ুয়ান জেলা | 晋源区 | Jìnyuán Qū | ১,৮০,০০০ | ২৮৭ | ৬২৭ | |
স্যাটেলাইট শহর | ||||||
গুজিয়াও সিটি | 古交市 | Gǔjiāo Shì | ২,১০,০০০ | ১,৫৪০ | ১৩৬ | |
গ্রাম এলাকা | ||||||
ছিংশ্যু কাউন্টি | 清徐县 | Qīngxú Xiàn | ৩,০০,০০০ | ৬০৭ | ৪৯৪ | |
ইয়াংছু কাউন্টি | 阳曲县 | Yángqǔ Xiàn | ১৪০,০০০ | ২,০৬২ | ৮৮ | |
লৌফান কাউন্টি | 娄烦县 | Lóufán Xiàn | ১,২০,০০০ | ১,২৯০ | ৯৩ |
২০১০ আদমশুমারি অনুযায়ী থাই-ইউয়েন প্রশাসনিক অঞ্চলের ৬,৯৫৯ কিমি২ (২,৬৮৭ মা২) এলাকাজুড়ে মোট ৪২,০১,৫৯১ জন বাসিন্দা বাস করত, যার মধ্যে ১,৪৬০ কিমি২ (৫৬০ মা২) এলাকার ৩২,১২,৫০০ জনই শহুরে বাসিন্দা ছিল।[1]
২০১৫ মোতাবেক, থাই-ইউয়েনের জিডিপি প্রায় ২৯০ বিলিয়ন য়ুয়ান, বা ৪৪.৫ বিলিয়ন এসডি ছিল, যা আগের বছরের তুলনায় ৮.১ শতাংশ বেশি ছিল।[9] ২০০৭ সালে, থাই-ইউয়েনের মুখ্য, গৌণ, এবং তৎপরবর্তী শিল্পের মুল্য ৩.৯ বিলিয়ন য়ুয়ান, ১০৫.২ বিলিয়ন য়ুয়ান, এবং ১৩২.২ বিলিয়ন য়ুয়ান ছিল।[9] শানশি চীনের এক-চতুর্থাংশ কয়লা উৎপাদন করে থাকে এবং থাই-ইউয়েন চীন থাই-ইউয়েন কয়লা লেনদেন কেন্দ্রে অবস্থিত, যা ২০১২ সাল থেকে ব্যবসায় শুরু করে।[10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.