ডাউনি (ইংরেজি: Downey) একটি আইরিশ পদবি বা উপাধি, ইংরেজিতে এর মানে হল যে "একটি দুর্গ একাত্মতার"।[1] এই নামটির বৈকল্পিক বানান ডানী। আয়ারল্যান্ডের আধুনিক প্রদেশ গালওয়ে, সাউথওয়েস্ট কর্ক, কেরি, লিমেরিক, উলস্টারলেইনস্টার অঞ্চলে এ নামটি আদ্যিকাল থেকে পাওয়া যায় এবং এটিকে তিনটি স্বতন্ত্র পরিবারের উপাধি বলে ধারণা করা হয়।[2] উলস্টারে, ডাউনি (var. there Devaney) হল প্রাচীন গায়েল রাজকীয় একটি উপাধি।[3]

Thumb
গ্যেলিক আয়ারল্যান্ডের মানচিত্রটিতে প্রায় ৯০০ খ্রিস্টাব্দের উলিডিয়া (রাজ্য) এর অধিকাংশ অঞ্চলকে দেখাচ্ছে।

ডাউনি উপাধিটি সর্বপ্রথম স্কটল্যান্ডের অ্যাঙ্গাস প্রদেশের প্যারিশ চার্চ অধিক্ষেত্র বিভাজনে পাওয়া গিয়েছিল। ডাউনি এখনও বিভিন্ন জায়গায় বহুব্যবহৃত এবং প্যারিশের প্রাচীনতম একটি নাম ডাউনি।[4]

ডাউনি পদবি যুক্ত বিখ্যাত ব্যক্তি

  • অ্যালেন ডাউনি ড্রামবাদক
  • হারুন ডাউনি (জন্ম ১৯৭৪), এনএইচএল ফরোয়ার্ড
  • ব্রায়ান ডাউনি (ড্রামার) (জন্ম ১৯৫১), আইরিশ ড্রামবাদক
  • ব্রায়ান ডাউনি (অভিনেতা) (জন্ম ১৯৪৪), কানাডীয় অভিনেতা
  • ব্রুস ডাউনি, বার ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা
  • গ্লেন ডাউনি (লেখক), কানাডীয় শিশু সাহিত্য লেখক
  • জেমস ডাউনি (একাডেমিক)
  • জেমস ডাউনি (ইন্টারনেটের কর্মক্ষমতা শিল্পী)
  • জেমস এরউইন ডাউনি (জন্ম ১৯৪২), কানাডীয় রাজনীতিবিদ
  • জিম ডাউনি (কৌতুকাভিনেতা)
  • জন জি. ডাউনি (জন্ম-১৮৯৪),ক্যালিফর্নীয় দেশপ্রেমিক
  • জন ই. ডাউনি মার্কিন কোস্ট গার্ড নায়ক
  • জন টি. ডাউনি, সিআইএ পাইলট এবং যুদ্ধবন্দি
  • জুয়ান ডাউনি (১৪০–১৯৯৩), চিলির ভিডিও শিল্পী
  • জুন ডাউনি (১৮৭৫-১৯৩২), মার্কিন মনোবৈজ্ঞানিক
  • কিথ ডাউনি (কৃষি বিজ্ঞানী), কানাডীয় কৃষি বিজ্ঞানী
  • কিথ ডাউনি (রাজনীতিবিদ), মিনেসোটার রাজনীতিবিদ
  • মার্গ ডাউনি (জন্ম ১৯৬১), অস্ট্রেলীয় কৌতুকাভিনেতা
  • মার্গারেট ডাউনি, মার্কিন নাস্তিক কর্মী
  • মরটন ডাউনি (১৯০১–১৯৮৫), মার্কিন গায়ক
  • মরটন ডাউনি, জুনিয়র (১৯৩২–২০০১), মার্কিন গায়ক, গীতিকার এবং "দ্য মরটন ডাউনি জুনিয়র শো" এর উপস্থাপক
  • রবার্ট ডাউনি সিনিয়র (জন্ম ১৯৩৬), মূলত রবার্ট ইলিয়াস, জুনিয়র, অভিনেতা, লেখক এবং চলচ্চিত্র পরিচালক
  • রবার্ট ডাউনি জুনিয়র (জন্ম ১৯৬৫), বিখ্যাত মার্কিন চলচ্চিত্র অভিনেতা
  • রড ডাউনি, গ্রন্থকার
  • রোমা ডাউনি (জন্ম ১৯৬০), আইরিশ অভিনেত্রী ও প্রযোজক
  • শেম ডাউনি (১৯২২–২০১৩), আইরিশ হার্লার
  • শেরীডন ডাউনি (১৮৮৪–১৯৬১), আইনজীবী এবং ক্যালিফোর্নিয়ার গণতান্ত্রিক ইউ.এস. সেনেটর
  • ওয়াল্টার এফ. ডাউনি (১৮৯৯-১৯৬১), মার্কিন ফুটবল খেলোয়াড়
  • ডব্লিউ. এন্ড ডি. ডাউনি (উইলিয়াম এবং ড্যানিয়েল), আলোকচিত্রী

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.