ডাউনি (ইংরেজি: Downey) একটি আইরিশ পদবি বা উপাধি, ইংরেজিতে এর মানে হল যে "একটি দুর্গ একাত্মতার"।[1] এই নামটির বৈকল্পিক বানান ডানী। আয়ারল্যান্ডের আধুনিক প্রদেশ গালওয়ে, সাউথওয়েস্ট কর্ক, কেরি, লিমেরিক, উলস্টার ও লেইনস্টার অঞ্চলে এ নামটি আদ্যিকাল থেকে পাওয়া যায় এবং এটিকে তিনটি স্বতন্ত্র পরিবারের উপাধি বলে ধারণা করা হয়।[2] উলস্টারে, ডাউনি (var. there Devaney) হল প্রাচীন গায়েল রাজকীয় একটি উপাধি।[3]
ডাউনি উপাধিটি সর্বপ্রথম স্কটল্যান্ডের অ্যাঙ্গাস প্রদেশের প্যারিশ চার্চ অধিক্ষেত্র বিভাজনে পাওয়া গিয়েছিল। ডাউনি এখনও বিভিন্ন জায়গায় বহুব্যবহৃত এবং প্যারিশের প্রাচীনতম একটি নাম ডাউনি।[4]
ডাউনি পদবি যুক্ত বিখ্যাত ব্যক্তি
- অ্যালেন ডাউনি ড্রামবাদক
- হারুন ডাউনি (জন্ম ১৯৭৪), এনএইচএল ফরোয়ার্ড
- ব্রায়ান ডাউনি (ড্রামার) (জন্ম ১৯৫১), আইরিশ ড্রামবাদক
- ব্রায়ান ডাউনি (অভিনেতা) (জন্ম ১৯৪৪), কানাডীয় অভিনেতা
- ব্রুস ডাউনি, বার ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা
- গ্লেন ডাউনি (লেখক), কানাডীয় শিশু সাহিত্য লেখক
- জেমস ডাউনি (একাডেমিক)
- জেমস ডাউনি (ইন্টারনেটের কর্মক্ষমতা শিল্পী)
- জেমস এরউইন ডাউনি (জন্ম ১৯৪২), কানাডীয় রাজনীতিবিদ
- জিম ডাউনি (কৌতুকাভিনেতা)
- জন জি. ডাউনি (জন্ম-১৮৯৪),ক্যালিফর্নীয় দেশপ্রেমিক
- জন ই. ডাউনি মার্কিন কোস্ট গার্ড নায়ক
- জন টি. ডাউনি, সিআইএ পাইলট এবং যুদ্ধবন্দি
- জুয়ান ডাউনি (১৪০–১৯৯৩), চিলির ভিডিও শিল্পী
- জুন ডাউনি (১৮৭৫-১৯৩২), মার্কিন মনোবৈজ্ঞানিক
- কিথ ডাউনি (কৃষি বিজ্ঞানী), কানাডীয় কৃষি বিজ্ঞানী
- কিথ ডাউনি (রাজনীতিবিদ), মিনেসোটার রাজনীতিবিদ
- মার্গ ডাউনি (জন্ম ১৯৬১), অস্ট্রেলীয় কৌতুকাভিনেতা
- মার্গারেট ডাউনি, মার্কিন নাস্তিক কর্মী
- মরটন ডাউনি (১৯০১–১৯৮৫), মার্কিন গায়ক
- মরটন ডাউনি, জুনিয়র (১৯৩২–২০০১), মার্কিন গায়ক, গীতিকার এবং "দ্য মরটন ডাউনি জুনিয়র শো" এর উপস্থাপক
- রবার্ট ডাউনি সিনিয়র (জন্ম ১৯৩৬), মূলত রবার্ট ইলিয়াস, জুনিয়র, অভিনেতা, লেখক এবং চলচ্চিত্র পরিচালক
- রবার্ট ডাউনি জুনিয়র (জন্ম ১৯৬৫), বিখ্যাত মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- রড ডাউনি, গ্রন্থকার
- রোমা ডাউনি (জন্ম ১৯৬০), আইরিশ অভিনেত্রী ও প্রযোজক
- শেম ডাউনি (১৯২২–২০১৩), আইরিশ হার্লার
- শেরীডন ডাউনি (১৮৮৪–১৯৬১), আইনজীবী এবং ক্যালিফোর্নিয়ার গণতান্ত্রিক ইউ.এস. সেনেটর
- ওয়াল্টার এফ. ডাউনি (১৮৯৯-১৯৬১), মার্কিন ফুটবল খেলোয়াড়
- ডব্লিউ. এন্ড ডি. ডাউনি (উইলিয়াম এবং ড্যানিয়েল), আলোকচিত্রী
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.