তাং রাজবংশ (চীনা: 唐朝; উচ্চারণ: থাং চাউ; কান্টনীয়: থং ৎসীউ; মধ্য চীনা: ঢ্যাং) (১৮ জুন, ৬১৮–৪ জুন, ৯০৭) হচ্ছে চীনের ইতিহাসের অন্যতম শক্তিশালী ও সমৃদ্ধ একটি রাজবংশ। পূর্ববর্তী সুই সাম্রাজ্যের পর এর গোড়াপত্তন ও পরবর্তীকালে পঞ্চ রাজবংশ ও দশ সাম্রাজ্য সময়কালে এটি শেষ হয়। লি () পরিবার এই রাজবংশের গোড়াপত্তন করে। সুই পরিবারের ক্রমাগত শক্তি‌ হ্রাস ও পতনের পর এই বংশ চিনের ক্ষমতা অধিকার করে। এই রাজবংশ তার সময়কালে দ্বিতীয় ঝু রাজবংশের (১৬ অক্টোবর, ৬৯০-৩ মার্চ, ৭০৫) দ্বারা বহুবার আক্রমণের শিকার হয়েছিলো। তখন রানি উ জেতিয়ান ক্ষমতাবলে সিংহাসন দখল করেন। তিনি অদ্যাবধি চৈনিক ইতিহাসে একমাত্র রানি, যিনি নিজ অধিকার বলে সাম্রাজ্য শাসন করতেন।

দ্রুত তথ্য তাং 唐, অবস্থা ...
তাং

৬১৮–৯০৭
তাং রাজবংশের সময় চীন, খ্রিস্টপূর্ব ৭০০ অব্দ
তাং রাজবংশের সময় চীন, খ্রিস্টপূর্ব ৭০০ অব্দ
অবস্থাসাম্রাজ্য
রাজধানীচাংআন
(৬১৮–৯০৪)
লিউইয়াং
(৯০৪-৯০৭)
প্রচলিত ভাষাচীনা
ধর্ম
বৌদ্ধ ধর্ম, তাও ধর্ম, কনফুসীয় ধর্ম, চীনা আদি ধর্ম
সরকাররাজতন্ত্র
ইতিহাস 
 লি ইয়ান সুই সাম্রাজ্যের পরে সিংহাসনে আসীন হন
১৮ জুন, ৬১৮
 উ জেতিয়ান পুনরায় তাং রাজবংশের গোড়াপত্তন করেন
১৬ অক্টোবর, ৬৯০
 পুনরায় গোড়াপত্তন
৩ মার্চ, ৭০৫
 ঝু কুয়ানঝং তৎকালীন শাসককে বিতাড়িত করেন এবং তাং শাসনামলের অবসান ঘটান
৪ জুন, ৯০৭
জনসংখ্যা
 ৭ম শতক
৫,০০,০০,০০০
 ৯ম শতক
৮,০০,০০,০০০
মুদ্রাচীনা মুদ্রা, চীনা নোট
পূর্বসূরী
উত্তরসূরী
সুই সাম্রাজ্য
পরবর্তী লিয়াং রাজবংশ
পরবর্তী তাং রাজবংশ
উ (দশ সাম্রাজ্য)
উউই
চু (দশ সাম্রাজ্য)
পূর্বতন শু
কি (দশ সাম্রাজ্য)
১৬ অক্টোবর, ৬৯০–৩ মার্চ, ৭০৫ পর্যন্ত তাং রাজবংশ বহুবার দ্বিতীয় ঝু রাজবংশের দ্বারা আক্রমণের স্বীকার হয়। সে সময় উ জেতিয়ান সিংহাসন দখল করেন।
বন্ধ

তাং রাজবংশের রাজধানী চাং'আন (বর্তমানের জিয়ান) ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর। এ সময়টিকে চৈনিক সভ্যতার অন্যতম উচ্চ শিখর হিসেবে বিবেচনা করা হয়। এই রাজবংশের আগে হান সাম্রাজ্য শাসনামলকে ধরা হয় চৈনিক সভ্যতার বৈশ্বিক সংস্কৃতির স্বর্ণযুগ।

টীকা

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.