জীববৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস এক ধরনের বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস পদ্ধতি যার মাধ্যমে বিশ্বের আবিষ্কৃত সকল জীবকে বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণীতে সাজানো হয়। বৈজ্ঞানিকভাবে এই পদ্ধতিই সবচেয়ে বেশি স্বীকৃত। শ্রেণিবিন্যাসকে বৈজ্ঞানিক ট্যাক্সোনমির অংশ হিসেবে দেখা যেতে পারে তবে এটা অবশ্যই লোক-ট্যাক্সোনমি থেকে আলাদা। আধুনিক জীববৈজ্ঞানিক শ্রেণিবিন্যাসের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। কারণ তিনিই প্রথম অভিন্ন ভৌত বৈশিষ্ট্যের আলোকে জীবের শ্রেণিবিভাগ করেছিলেন। এর পর থেকেই লিনিয়াসের করা শ্রেণিবিন্যাসকে বিভিন্নভাবে পরিমার্জিত ও সংশোধিত করা হচ্ছে যাতে এর সাথে ডারউইনের সাধারণ পূর্বপুরুষের তত্ত্বকে মেলানো যায়। অধুনা আণবিক ফাইলোজেনেটিক্স এর মাধ্যমে এই শ্রেণিবিন্যাসে অনেক ধরনের সংশোধন আনা হচ্ছে। এগুলো সূক্ষ্ণ ও নিখুঁত কারণ এক্ষেত্রে ডিএনএ তে সংরক্ষিত তথ্য ব্যবহার করা হয়। এই প্রক্রিয়াই ভবিষ্যতে ব্যবহৃত হতে থাকবে। জীববৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস বায়োলজিক্যাল সিস্টেমেটিক্স এর একটি শাখা।বিচিত্র ধরনের জীবজগৎকে চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে একসাথে ও বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক দলে স্থাপনের নীতিমালায় পৃথিবীর সমস্ত জীবকে ধাপে ধাপে বিন্যাস করার পদ্বতিকে শ্রেণিবিন্যাস বলে।

অধিজগৎজগৎপর্বশ্রেণীবর্গপরিবারগণ
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসের প্রধান আটটি শ্রেণীবিন্যাস ক্রমের নিন্মতম থেকে উচ্চতম পর্যায় পর্যন্ত ক্রমবিভক্তি। অন্তর্বর্তী অপ্রধান ক্রমগুলো দেখানো হয়নি।

শ্রেণিবিন্যাসবিদ্যার ধারাক্রম

  • ডোমেইন বা সম্রাজ্য
  • মহাপর্ব (উদ্ভিদবিজ্ঞানে মহাবিভাগ)
  • মহাকোহর্ট (উদ্ভিদবিজ্ঞান)
    • কোহর্ট (উদ্ভিদবিজ্ঞান)
      • উপকোহর্ট (উদ্ভিদবিজ্ঞান)
        • ইনফ্রাকোহর্ট (উদ্ভিদবিজ্ঞান)
  • মহাশ্রেণী
  • মহাবিভাগ (প্রাণিবিজ্ঞান)
    • বিভাগ (প্রাণিবিজ্ঞান)
      • উপবিভাগ (প্রাণিবিজ্ঞান)
        • ইনফ্রাবিভাগ (প্রাণিবিজ্ঞান)
  • মহালিজন (প্রাণিবিজ্ঞান)
    • লিজন (প্রাণিবিজ্ঞান)
      • উপলিজন (প্রাণিবিজ্ঞান)
        • ইনফ্রালিজন (প্রাণিবিজ্ঞান)
  • মহাকোহর্ট (প্রাণিবিজ্ঞান)
    • কোহর্ট (প্রাণিবিজ্ঞান)
      • উপকোহর্ট (প্রাণিবিজ্ঞান)
        • ইনফ্রাকোহর্ট (প্রাণিবিজ্ঞান)
  • গিগাবর্গ (প্রাণিবিজ্ঞান)
    • মেগানবর্গ বা মেগাবর্গ (প্রাণিবিজ্ঞান)
      • গ্র্যান্ডবর্গ বা কেপ্যাক্সবর্গ (প্রাণিবিজ্ঞান)
  • অনুচ্ছেদ (প্রাণিবিজ্ঞান)
    • উপঅনুচ্ছেদ (প্রাণিবিজ্ঞান)
  • গিগাপরিবার (প্রাণিবিজ্ঞান)
    • মেগাপরিবার (প্রাণিবিজ্ঞান)
      • গ্র্যান্ডপরিবার (প্রাণিবিজ্ঞান)
        • হাইপারপরিবার (প্রাণিবিজ্ঞান)
          • মহাপরিবার
            • এপিপরিবার (প্রাণিবিজ্ঞান)
  • মহাগোত্র
  • গণ
    • উপগণ
      • অনুচ্ছেদ (উদ্ভিদবিজ্ঞান)
        • উপঅনুচ্ছেদ (উদ্ভিদবিজ্ঞান)
          • সিরিজ (উদ্ভিদবিজ্ঞান)
            • উপসিরিজ (উদ্ভিদবিজ্ঞান)
  • মহাপ্রজাতি বা প্রজাতিশ্রেণী
    • প্রজাতি
      • উপপ্রজাতি (বা শৈবালের জন্য Forma Specialis বা ব্যাক্টেরিয়ার জন্য ভ্যরাইটি)
        • ভ্যারাইটি (উদ্ভিদবিজ্ঞান) or ফর্ম/মর্ফ (প্রাণিবিজ্ঞান)
          • উপভ্যারাইটি (উদ্ভিদবিজ্ঞান)
            • ফর্ম (উদ্ভিদবিজ্ঞান)
              • উপফর্ম (উদ্ভিদবিজ্ঞান)

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.