Loading AI tools
ভারতের মুম্বইয়ের একটি রেলওয়ে স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (মারাঠি: छत्रपती शिवाजी महाराज टर्मिनस পূর্বনাম ভিক্টোরিয়া টার্মিনাস) মুম্বইয়ের একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন। ভারত এর ব্যস্ততম স্টেশনসমূহের অন্যতম এই টার্মিনাস মধ্য রেল এবং মুম্বই শহরতলি রেলের একটি প্রান্তিক স্টেশন। ফ্ৰেডরিক উইলিয়াম স্টিভেন্স নামক একজন উপদেষ্টা স্থপতির নকশা অনুযায়ী ১৮৮৭-৮৮ সালে এটি স্থাপন করা হয়। স্টেশনটি নির্মাণ করতে ১০ বছর সময় লেগেছিল। ভারতের সেই সময়ের শাসন সম্রাজ্ঞী যুক্তরাজ্যের রাণী ভিক্টোরিয়ার শাসনের স্বর্ণজয়ন্তী বর্ষে (১৮৮৭) এটি নির্মাণ হয় বলে স্টেশনটির নামকরণ করা হয়েছিল "ভিক্টোরিয়া টার্মিনাস" নামে। এই অনবদ্য স্থাপত্যশৈলীর শিল্পনিদর্শনটি অতীতে গ্রেট ইণ্ডিয়ান পেনিনসুলা রেলওয়ের প্রধান কার্যালয় ছিল। ১৯৯৬ সালে, শিব সেনার দাবি অনুযায়ী এবং ভারতের স্থাননাম পরিবর্তনের নীতি অনুযায়ী রাজ্য সরকার সপ্তদশ শতাব্দীর মারাঠা সম্রাট শিবাজির নামানুসারে স্টেশনটির নাম পরিবর্তন করে।২ জুলাই ২০০৪-এ স্টেশনটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে।[1][2]
ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস ভিক্টোরিয়া টাৰ্মিনাস | |
---|---|
छत्रपती शिवाजी महाराज टर्मिनस | |
সাধারণ তথ্যাবলী | |
স্থাপত্যশৈলী | Indo-Saracenic |
শহর | মুম্বই, মহারাষ্ট্র |
দেশ | ভারত |
নির্মাণ শুরু | মে ১৮৭৮ |
সম্পূর্ণ | মে ১৮৮৮ |
নির্মাণব্যয় | ₹ ১৬.১৪ লাখ (ইউএস$ ১৯,৭০০)(at that time) Now, ₹ ২০১.৩৪ কোটি (ইউএস$ ২৪.৬১ মিলিয়ন) |
গ্রাহক | বম্বে প্ৰেসিডেন্সী |
নকশা ও নির্মাণ | |
স্থপতি | Frederick William Stevens, Axel Haig |
প্রকৌশলী | Wilson Bell |
প্রাতিষ্ঠানিক নাম | Chatrapati Shivaji Terminus |
ধরন | সাংস্কৃতিক |
মানদণ্ড | ii, iv |
মনোনীত | ২০০৪ (২৮তম session) |
সূত্র নং | 945 |
State Party | ভারত |
Region | এশিয়া-পেসিফিক |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.